চার পদ্ধতিতে একটিভেট করুন আপনার উইন্ডোজ ৮ লিগাল ভাবে (ফেক নয়)লিঙ্ক দেওয়া হয়েছে

আসসালামুয়ালাইকুম । কেমন আছেন আপনারা সবাই ? আশা করি ভালো আছেন । আমি ভালো আছি । আজকে আবারও আপনাদের মাঝে নিয়ে এলাম উইন্ডোজ ৮ । আমরা এখন বেশিভাগ মানুষ উইন্ডোজ ৮ ব্যবহার করি । অনেকেই দেখা যায় একটিভেট করে ফেলেছি । আবার অনেকে এখনও একটিভেট করতে পারে নি । যারা একটিভেট করেছেন তাদের মধ্যে ৯৫ % মানুষই ফেক একটিভেটর ব্যবহার করেছেন । এখন অনেকেই বলে অরিজিনাল একটিভেটর আর ফেক একটিভেটর এর মধ্যে পার্থক্য কী ? দুটো দিয়েই উইন্ডোজ একটিভেট হয় । তবে ফেক একটিভেটর হল এমন এক একটিভেটর যা আপনার উইন্ডোজ আসলে একটিভেট করে না বরং আপনার কম্পিউটার এর ক্ষতি ও করতে পারে । এগুলো অনেক সময় ট্রোজান ভাইরাস হিসেবেও কাজ করে । এগুলা আপনার উইন্ডোজ একটিভেট করে না, শুধু লক জিনিস গুলো আনলক করে দেয় আর কিছু উইন্ডোজ এর ফাইল বদলে দিয়ে বলে উইন্ডোজ অ্যাক্টিভ হয়েছে । তবে আপনি অ্যাকশান সেন্টার এ গিয়ে দেখতে পারেন , দেখাবে আপনার উইন্ডোজ একটিভেট হয় নাই । আপনি এইসব একটিভেটর দ্বারা আপডেট ও দিতে পারবেন না । উইন্ডোজ ৮ রিলিজ হওয়ার পর প্রথম যেই একটিভেটর টি বের হয়েছিল তা হল kj একটিভেটর । এই একটিভেটর অনেক কম্পিউটার এ ইন্সটল করার পর দেখা যেতো তা উইন্ডোজ একটিভেট করে কিন্তু কিছু আনলক করে না । তারপর তারা ছাড়ল Fix_p8_25.exe নামক একটি ফিক্স যা দ্বারা সব আনলক হয় আর এর পরেই তারা কে যে র আরেকটি ভার্সন বের করল যেটায় ফিক্স লাগে না । এই কে যে একটিভেটর ছিল একটি সম্পূর্ণ ফেক একটিভেটর । অনেক বকবক করলাম এখন আসি আসল কথায়। আমি আপনাদের ৫ টি পদ্ধতিতে উইন্ডোজ কে অরিজিনাল ভাবে একটিভেট করা শিখাব । তো চলুন শুরু করা যাক ( আমি ৪ নম্বর থেকে ১ নম্বরে যাবো )।

মাননীয় অ্যাডমিন আমি এই পোস্ট ওয়ার্ড এ অফলাইন এ লিখে তারপর পাবলিশ করেছি । কোথাও থেকে কপি পেস্ট করা না ।

 কেএমএস একটিভেশান প্রসেস

এই প্রসেস দ্বারা আপনি উইন্ডোজ জেনুইন ভাবে একটিভেট করতে পারবেন তবে এইভাবে ইন্সটল করলে আপনি মাত্র ১৮০ দিন যথা ৬ ম্যাসের জন্য উইন্ডোজ একটিভেট করতে পারবেন । এই ভাবে একটিভেট করার জন্য আপনার ইন্টারনেট লাগবে ।  এই ভাবে ইন্সটল করতে প্রথমে cmd ওপেন করুন অ্যাডমিন রাইট দিয়ে তারপর নিচের কোড টি দিনঃ

slmgr /ipk 3HBY3-3GNXP-22R96-CCMCB-HT67C

slmgr -skms <KMS SERVER>
slmgr.vbs -ato

এখানে সবুজ অংশটা MAK কী । MAK কী গুলো ইন্টারনেট এ প্রায়ই লিক হয় আর মাইক্রোসফট এগুলো ব্লক করে দেয় কিন্তু ব্লক করা পর্যন্ত এগুলো চলে । নতুন কী ও কে এম এস সার্ভার এর জন্য এই লিঙ্ক এ যানঃhttp://textuploader.com/?p=6&id=qpBrb

ব্যাস হয়ে গেল আপনার উইন্ডোজ ১৬০ দিনের জন্য একটিভেট । এখন আপনি যদি চান আপডেট ও দিতে পারেন । আপনি অ্যাকশান সেন্টার এ গিয়েও দেখতে পারেন , দেখাবে উইন্ডোজ একটিভেট আছে ।

৩ স্কাইপি দিয়ে একটিভেট করুন

স্কাইপি দিয়ে একটিভেট করাটা খুবই সহজ । আমি নিজেই এটা দিয়ে একটিভেট করেছি। এটা আজীবনের জন্য আর একবার একটিভেট করলে আর কখনো করা লাগে না । অনেকে ভাবে স্কাইপি দিয়ে একটিভেট করতে প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগে তবে এমন কিছু না । আপনি একটি নরমাল অ্যাকাউন্ট দিয়েও এটা করতে পারবেন । কারণ নাম্বার গুলো টল ফ্রী ।  প্রথমে cmd ওপেন করুন অ্যাডমিন রাইট দিয়ে তারপর নিচের কোড টি দিনঃ

slmgr /ipk 3HBY3-3GNXP-22R96-CCMCB-HT67C

এখানে সবুজ অংশটা MAK কী । MAK কী গুলো ইন্টারনেট এ প্রায়ই লিক হয় আর মাইক্রোসফট এগুলো ব্লক করে দেয় কিন্তু ব্লক করা পর্যন্ত এগুলো চলে । নতুন কী র জন্য এই লিঙ্ক এ যানঃhttp://textuploader.com/?p=6&id=qpBrb

এবার Windows + R চাপুন । রান এ টাইপ করুনঃ slui 4 । এন্টার চাপুন । একটি নতুন উইন্ডো ওপেন হবে । এখান থেকে যেকোনো একটি দেশ সিলেক্ট করুন । আমেরিকা সিলেক্ট করলে ভালো হয় । তারপর আপনার স্কাইপি খুলে এই নাম্বার এ ফোন দিনঃ +448000188354 এর নাম্বার এ  । এর পরে কল রিসিভ হবে । প্রথমে 1 চেপে হোম ইউজার সিলেক্ট করুন। তারপর # চাপুন । এর পরে স্টেপ ২ র আইডি গুলো বসান । কপি পেস্ট করলে চলবে না । প্রতিটি কোড প্যাডে টাইপ করুন ।  এখন আপনার কোড জেনেরেট হবে । এখন ওরা আপনাকে একটি কোড দিবে । ওই কোড টি স্টেপ ৩ আইডি তে বসান ।  এখন ব্যবহার করুন উইন্ডোজ ৮ আজীবন এর জন্য । এর পরে যদি আপনার উইন্ডোজ সেটআপ দেন তাহলে একই কী ব্যবহার করুন ও স্টেপ ২ আইডি টি সংরক্ষণ করে রাখুন । পরে মাক কী টি ব্লক হয়ে গেলেও এই কোড দিয়ে একটিভেট করতে পারবেন খুব সহজে । আমি সবাই কে বলবো এই ভাবে একটিভেট করতে যদিও এটি নাম্বার ৩ এ আছে ।

২  মাইক্রোসফট টুলকিট

মাইক্রোসফট টুলকিট হল একটি একটিভেটর তবে এটি ফেক একটিভেটর নয় । এটি নাম্বার ১ এ হওয়ার দরকার ছিল তবে সাইজ এর জন্য নাম্বার ২ এ চলে এসেছে । এর সাইজ ৪৩ এমবি । দাঁড়ান ! দাঁড়ান ! এটি কে যে একটিভেটর না । সাইজ এক হলেও এটি কে যে একটিভেটর না । এটা ডাউনলোড করুন এই লিঙ্ক থেকেঃhttp://www28.zippyshare.com/v/36524678/file.html

 

password: tekush

এটা দিয়ে একটিভেট করা খুবই সহজ তাই আর বেশি লিখলাম না তবে ইন্সটল করার আগে উইন্ডোজ স্মার্ট স্ক্রীন বন্ধ করে নিবেন ও এটিকে run as an administrator এ ছাড়বেন । তাহলে কোন সমস্যা হবে না । একটিভেট হয়ে গেলে উইন্ডোজ স্মার্ট স্ক্রীন অন করে দিতে পারেন ।

১ কেএমএস পিকও

এই একটিভেটর টি ১ নাম্বার এ জায়গা করে নিয়েছে । এর গুণ দেখার মতো । সাইজ ১ এমবি । একমাত্র এই একটিভেটর দ্বারা আপনি উইন্ডোজ ৮ প্রিইন্সটলড ডিস্ক বানাতে পারেন । সাইজ মাত্র এক এমবি । অনেকেই বলেছেন এই একটিভেটর টি কাজ করে না তবে নিচের ধাপ গুলো সঠিক মতো করতে পারলে আপনি এ দিয়ে একটিভেট করতে পারবেন ।

  1. প্রথমে ফাইল টি ডাউনলোড করুন http://www1.datafilehost.com/d/29a35116
  2. এবার cmd ওপেন করুন অ্যাডমিন রাইট দিয়ে তারপর নিচের কোড টি দিনঃslmgr /ipk NG4HW-VH26C-733KW-K6F98-J8CK4
  3. এখানে ম্যাক কী টি বদলানো যাবে না ।
  4. তারপর উইন্ডোজ স্মার্ট স্ক্রীন বন্ধ করুন । (যদি আপনি উইন্ডোজ ৮ প্রিইন্সটলড ডিস্ক বানাতে চান তাহলে স্টেপ ৭ থেকে ফলো করুন )
  5. Release v5.1 ফোল্ডার টি খুলে KMSpico Install নামক আরেকটি ফোল্ডার এ ঢুকুন ।
  6. KMSpico_Install_v5.1.exe নামক ফাইল টি ইন্সটল করুন । তারপর একটি ফাইল লোড হবে আর আপনার উইন্ডোজ একটিভেট হয়ে যাবে । আপনি লাইসেন্স দেখলে আপনি দেখবেন আপনার লাইসেন্স ১৮০ দিনের জন্য তবে ভয় নেই!!!!!! ১৮০ দিন শেষ হলে আবার নিজে নিজে আরও ১৮০ দিনের জন্য একটিভেট হয়ে গিয়েছে দেখাবে ।
  7. যারা উইন্ডোজ ৮ প্রিইন্সটলড ডিস্ক বানাতে চান তারা Release v5.1 ফোল্ডার টি খুলে KMSpico OEM নামক আরেকটি ফোল্ডার এ ঢুকুন।
  8. এর ভিতরে আপনি আরেকটি ফোল্ডার পাবেন । সেই ফোল্ডার টি আই এস ও তে ঢুকিয়ে বার্ন করে ফেলুন । দেখবেন হয়ে গেছে ।

অনেকেই এই একটিভেটর ব্যবহার করে অসন্তোষ প্রকাশ করেছে তবে সেগুলোও হওয়ার কারন হল উইন্ডোজ স্মার্ট স্ক্রীন বন্ধ না করা আর এই প্রোডাক্ট কী ইন্সটল না করা

তো শেষের দিকে চলে আসলাম । আমি কিন্তু সবাই কে চতুর্থ ও তৃতীয় একটিভেশান ভাবেই করতে বলবো কারন এগুলো দিয়ে একটিভেট করলে মানে হয় আপনি লিগাল ভাবে একটিভেট করেছেন মাইক্রোসফট কে বোকা বানিয়ে আর ওভাবে একটিভেট করা অবশ্যই ভালো ।

উইন্ডোজ ৮ এর ইন্টারনেট এ অনেক আই ও এস ও পাওয়া যায় তবে বাগ মুক্ত একটি আই ও এস খুজা অনেক কষ্ট । তাই আমি আপনাকে লিঙ্ক দিলামঃ

উইন্ডোজ ৮ প্র

X64 (torrent)

X86 (torrent)

ধন্যবাদ ।

Level 0

আমি sugata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

link koi?????????????

Level 0

sorry vai ditesi

অনেক কষ্ট করছেন ধইন্না

Level 0

cmd ওপেন করুন অ্যাডমিন রাইট দিয়ে তারপর নিচের কোড টি দিন। (অ্যাডমিন রাইট করবো কিভাবে?)

Level 0

৩ স্কাইপি দিয়ে একটিভেট করুনঃ slui 4 টাইপ করার পর দেশ হিসেবে আফগানিস্তান হিসেবে সিলেক্ট আছে আমি বদলাতে পারছিনা। কিভাবে বদলাবে? নাকি আফগানিস্তান হলেও চলবে?এর পরে স্টেপ ২ র আইডি গুলো বসান (স্টেপ ২ র আইডি কোথায় বসাবো?)

Level 0

প্রতিটি কোড প্যাডে টাইপ করুন ( windows 8 noteপ্যাড তো খুজে পাচ্চিনা)দয়াকরে সমস্যা গুলোর সমাধান দিন। অপেক্ষায় রইলাম।

Level 0

Thanks Ami Skype te Sofol Hoyesi. Tobe slmgr /ipk 3HBY3-3GNXP-22R96-CCMCB-HT67C ki ti ar Kaj Korsena.

Level 0

ami keyr jonno link disi to

Level 0

Thanks you bro. Thanks for giving the Windows 8 download link. At the same time can you please share the Windows 7 64 bit download link. Please…

একেবারে প্রিয়তে।

Level 0

sugata@উইন্ডোজর স্মার্ট স্ক্রীন বন্ধ করব কিভাবে??

Level New

মাইক্রোসফট টুলকিট এর ডাউনলোড লিঙ্ক চেক করুন । ওটা কাজ করছেনা ।

Baddest tune in my life!

Level 0

মাইক্রোসফট টুলকিট ( ২ নং টি…. ৪৩মেগাবাইট ফাইল) এর যে লিংটি দিয়েছেন সেখানে কোন ফাইল নেই। দয়া করে আবার কি লিংক দেয়া যায় ?
দরকারি পোস্টের জন্য ধন্যবাদ।