আসসালামুয়ালাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন । আমি ভালো আছি । আজকে থেকে আমার সামার ভ্যাকেশান শুরু । তাই সকাল সকাল পোস্ট করতে বসে গেলাম ।আজকে এই পোস্ট এ শুধু একটা জিনিশ নিয়ে লিখব না আর অনেক কিছু নিয়ে লিখব যেমন কিছু সফটওয়্যার , ত্রিক , ইত্তাদি। তো শুরু করা যাক । প্রথমে আশি আপনার নতুন কম্পিউটার এর পার্টস ।
পার্টসঃ
আমাদের কম্পিউটার এ সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পার্টস। আমি যেই পার্টস এর মডেল দিবো তা সব মিলে ৫০,০০০ টাকার মত হবে । এই পার্টস গুলো অত্যন্ত শক্তিশালী । তাহলে পার্টস এর লিস্ট টা দেখে নিন । পার্টস এর পাশে তার দাম নির্ধারণ করা হয়েছে ।মাদারবোর্ড আপনারা নিজের পছন্দের একটা নিতে পারেন যা এগুলো সাপোর্ট করবে।
প্রসেসরঃ ইন্টেল কোর আই ৫ ৩.৫২ গিগাহার্টজ প্রসেসর
রেমঃ ৮x২ জিবি
গ্রাফিক্স কার্ডঃ এএমডি এইছডি রেডিঅন ৭৯৯০
এই ৩ টি জিনিস থিক থাকলে হবে ।
এইসব পার্টস কিনে সেটআপ করে নিন ।
অপারেটিং সিস্টেম
এবার আসলো উইন্ডোজ এর পালা ।আমরা সবাই জানি এখন সবচেয়ে নতুন উইন্ডোজ ৮ ফাইনাল । তাই আমি উইন্ডোজ ৮ ইন্সটল করতে বলবো । উইন্ডোজ ৮ এর অনেক ভার্সন আছে । অনেক মানুষ বুঝে না কোনটা ইন্সটল করলে ভালো হবে । তবে আপনারা যদি আমার দেওয়া উপরের ৩ টি পার্ট লাগান তাহলে উইন্ডোজ ৮ প্র ইন্সটল করা ভালো । উইন্ডোজ ৮ এর জন্য আপনার যা যা লাগবেঃ
যা যা লাগবে | ৩২ বিট | ৬৪ বিট |
---|---|---|
Processor | 1 GHz | |
Memory (RAM) | 1GB | 2GB |
Graphics Card | DirectX 9 graphics device with WDDM 1.0 or higher driver | |
HDD free space | 16GB | 20GB |
ডাউনলোড
x86 pro iso (32 বিট)
x64 pro iso (64 বিট)
আপনারা zbigz.com ব্যাবহার করে টরেন্ট আইডিএম দিয়ে নামাতে পারেন রিজ্যুম সহ।
আমি বলবো ৬৪ বিট সেটআপ দিতে কারণ ওটা অনেক স্পীড ( যদি আমার দেওয়া পার্টস নেন তাহলে ৬৪ বিট চলবে)
ডাউনলোড হলে বুটএবল ডিস্ক বানান ।
তারপর আপনার নতুন কম্পিউটার এ ইন্সটল করে নিন ।
ইন্সটল এর পর আপনার কম্পিউটার এরকম লাগবে:
তো কেমন লাগলো ? নিশ্চয়ই ভালো । তাহলে এবার আশি একটিভেশান এ । সবাই নিশ্চয়ই কে জে একটিভেটার দিয়ে একটিভেট করেছেন কিন্তু কিছু দিন আগে মুশফিক ভাইয়া একটি একটিভেটার দিয়েছিল যা খুবি ভালো ।তাই একটিভেটার এর লেখা টুকু অনার পোস্ট থেকে নেওয়া https://www.techtunes.io/windows-8/tune-id/203103 । মাননীয় এডমিন আমি এখানে বলে দিয়েছি যে লেখা টুকু অনার পোস্ট থেকে নিয়েছি ও লিঙ্ক ও দিয়েছি । আবার ও সবাই কে বলছি এই নিছের লেখা টুকু মুশফিকুস সালেহীন এর পোস্টঃ https://www.techtunes.io/windows-8/tune-id/203103 থেকে নেওয়া
উইন্ডোজ ৮ অ্যাক্টিভেশনের জন্য প্রথমে আপনাকে এই লিঙ্ক থেকে KMS PICO 5.1 নামাতে হবে (ডাউনলোডের সময় টিক উঠিয়ে নিন)। মাত্র ১ এমবি
এরপর আপনাকে উইন্ডোজ স্মার্ট স্ক্রিণ ফিল্টার বন্ধ করতে হবে। ভয় নেই এটি একটি সেফ টুল। এই পোস্টেই তার ব্যাপক প্রমাণ পাবেন । স্মার্ট স্ক্রিণ ফিল্টার বন্ধ করার জন্য অ্যাকশন সেন্টার খুলুন।
তারপর ক্লিক করুন Change Windows SmartScreen settings
তারপর একদম শেষ অপশন মানে Don’t do anything সিলেক্ট করুন এবং ওকে করে বেরিয়ে আসুন।
এবার ডাউনলোড করা ফাইলটি এক্সট্রাক্ট করুন winrar, 7zip বা আপনার পছন্দের টুল দিয়ে।
KMSpico Install ফোল্ডারটি খুলুন।
ফাইল টি ইন্সটল করুন । হয়ে গেসে ।
এখন উইন্ডোজ ৮ এ .Net Framework 3.5 অনলাইন থেকে ইন্সটল করতে বলে তবে ২০০ এমবি খরছ না করে এটা সিডি থেকে অফলাইন এ ইন্সটল করা যায় । প্রথমে আপনার উইন্ডোজ ৮ এর ডিস্ক ধুকান । Commad Prompt এডমিন এ ওপেন করুন ।এবার নিচের কমান্ড টি পেস্ট করে এন্টার চাপুনঃ
dism.exe /online /enable-feature /featurename:NetFx3 /All /Source:G:\sources\sxs /LimitAccess
এখানে আমি G র নিছে দাগ দিয়েছি কারণ এটা আমার সি ডি ড্রাইভ আপনার সিডি ড্রাইভ এর সাতে পরিবরতন করুন তারপর এন্টার চাপুন । কিছুক্ষণ পরে ইন্সটল হয়ে যাবে ।
আপনারা নিশ্চয়ই শুনেছেন উইন্ডোজ ৮ প্রছুর ইন্টারনেট কাটে । তা বন্ধ করতে নিচের কাজ গুলো করুন
Press WINDOWS BUTTON+R > Type gpedit.msc > Hit Enter > Local Group Policy Editor > Computer Configuration > Administrative Templates > Windows Components > Store > Turn Off Automatic Downloads of Updates. Double click করুন এটার উপরে। এবার Enable করুন আর Apply করুন।
এখন আর ইন্টারনেট কাটবে না 😀
উইন্ডোজ ৮ এ সটর এ তো সবাই গেছেন । পেইড গেম বা অ্যাপ দেখেলে শুধু ভাবেন ঈশ !!! যদি ফুল ভার্সন পেতাম । আর নেই দুঃখ আপনি অই অ্যাপ বা গেমের ত্রিয়াল ভার্সন ডাউনলোড করুন ।
আমি আগে থেকে বলছি নিচের লেখা টুকু আমি এই লিঙ্ক থেকে নিয়েছি https://www.techtunes.io/windows-8/tune-id/191843 মাননীয় এডমিন।
এই লিঙ্ক থেকে ফাইল টি ডাউনলোড করে নিনঃhttp://dl.dropbox.com/u/97892114/wsservice_crk.rar
এবার ফাইলটি Extract করুন।
ফোল্ডারটি ওপেন করুন।এবার release ওপেন করুন।তারপর wscrack_32(৩২ বিট) অথবা wscrack_64(৬৪ বিট)।এবার installer ওপেন করুন এবং install এ ক্লিক করুন।তারপর wscrack_anycpu\TokensExtractor.exe ওপেন (run as administrator) করুন।
এবার ডাউনলোডকৃত অ্যাপটি সিলেক্ট করে Crack It! এ ক্লিক করুন।
ব্যাস এবার আপনা অ্যাপটি ফুলভার্সন হয়ে গেল।
উইন্ডোজ ৮ কে মনের মত সাজাতে ব্যবহার করতে পারেন এই সফটওয়্যারটি ডাউনলোড করে
এখন আসলো আপনার উইন্ডোজ ৮ কে সফটওয়্যার দিয়ে সাজানোর পালা । প্রথমেই রাখতে হবে একটি ভালো অ্যান্টিভাইরাস । তাই কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম সেটাই আবার দিবো তবে আমি আপনাদের বিটডিফেনডার ইন্সটল করতে মানা করব তাই কাস্পেরস্কি ও অ্যাভাস্ট দিবো । মাননীয় এডমিন , নিচের লেখা টুকু আমারই পোস্ট তাও লিঙ্ক দিলামঃ
https://www.techtunes.io/antivirus/tune-id/204832
কাস্পেরস্কি ইন্টারনেট সেকুরিটি ২০১৩
এর ফিচার
এখান থেকে ডাউনলোড করুন
এই লিঙ্ক থেকে কী ফাইল ডাউনলোড করুন
তারপর কাস্পেরস্কি ইন্সটল করুন । মনে রাখবেন আপনাকে ত্রিয়াল ভার্সন নিতে হবে । তারপর ইন্টারনেট বন্ধ করুন । একটিভেট করতে যান । সিরিয়াল এ দিবেনঃ22222-22222-22222-2222U
তারপর ব্রাওস অপশন সিলেক্ট করে কী ফাইল টি দিন । ওখন ওকে দিবেন না !!!!!ইন্টারনেট অন করুন তারপর ওকে দিন । ব্যাস হয়ে গেসে ২৫০ দিনের জন্য
অ্যাভাস্ট ইন্টারনেট সেকুরিটি ৮
ফিচার
আপনার গ্রাফিক্স এর ড্রাইভার গ্রাফিক্স কার্ড এর সাইট থেকে ডাউনলোড করুন।
কিছু দরকারি সফটওয়্যার যা সব গেম চালানোর জন্য লাগে আর আপনাকে সাহায্য করে সেসব সফটওয়্যার এর লিঙ্ক দিবো । এই লিঙ্ক থেকে সব সফটওয়্যার ডাউনলোড করে নিনঃhttp://gaminggallerybd.blogspot.com/p/important-softwares.html
এখানে যা যা আছেঃ
ডাইরেক্ট এক্স ১১
সি ++ ২০১২
ব্যান্ডইকেম একটিভেটর সহ
এবার আসি ব্রাউজার এ । আমার হিসাবে সবচেয়ে ভালো ব্রাউজার গুগল ক্রম ।
ডাউনলোড লিঙ্কঃ https://www.google.com/intl/en/chrome/browser/
ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার না থাকলে কি আর কিছু ডাউনলোড করা যায় ? তাহলে এই নিন ডাউনলোড লিঙ্ক ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ৭.১ এর । একটিভেট করা লাগবে না এটা প্রে অ্যাক্টিভ করা আছে । ডাউনলোড লিঙ্কঃhttp://www.datafilehost.com/download-dbf58fa5.html
ধন্যবাদ / পছন্দ হলে কমেন্ট করুন ।
আমি sugata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক তথ্যবহুল টিঊন।একটা প্রস্ন “গ্রাফিক্স কার্ডঃ এএমডি এইছডি রেডিঅন ৭৯৯০” এর বর্তমান মূল্য কত ?