নতুন কম্পিউটার কিনছেন বা ভাবছেন আপডেট করবেন আপনার কম্পিউটারকে ? পার্টস কিনা থেকে পরিপূর্ণ কম্পিউটার করে তুলা দেখুন (মেগাপোস্ট)

আসসালামুয়ালাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন । আমি ভালো আছি । আজকে থেকে আমার সামার ভ্যাকেশান শুরু । তাই সকাল সকাল পোস্ট করতে বসে গেলাম ।আজকে এই পোস্ট এ শুধু একটা জিনিশ নিয়ে লিখব না আর অনেক কিছু নিয়ে লিখব যেমন কিছু সফটওয়্যার , ত্রিক , ইত্তাদি। তো শুরু করা যাক । প্রথমে আশি আপনার নতুন কম্পিউটার এর পার্টস ।

পার্টসঃ

আমাদের কম্পিউটার এ সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পার্টস। আমি যেই পার্টস এর মডেল দিবো তা সব মিলে ৫০,০০০ টাকার মত হবে । এই পার্টস গুলো অত্যন্ত শক্তিশালী । তাহলে পার্টস এর লিস্ট টা দেখে নিন । পার্টস এর পাশে তার দাম নির্ধারণ করা হয়েছে ।মাদারবোর্ড আপনারা নিজের পছন্দের একটা নিতে পারেন যা এগুলো সাপোর্ট করবে।

প্রসেসরঃ ইন্টেল কোর আই ৫ ৩.৫২ গিগাহার্টজ প্রসেসর

রেমঃ ৮x২ জিবি

গ্রাফিক্স কার্ডঃ এএমডি এইছডি রেডিঅন ৭৯৯০

এই ৩ টি জিনিস থিক থাকলে হবে ।

এইসব পার্টস কিনে সেটআপ করে নিন ।

অপারেটিং সিস্টেম

এবার আসলো উইন্ডোজ এর পালা ।আমরা সবাই জানি এখন সবচেয়ে নতুন উইন্ডোজ ৮ ফাইনাল । তাই আমি উইন্ডোজ ৮ ইন্সটল করতে বলবো । উইন্ডোজ ৮ এর অনেক ভার্সন আছে । অনেক মানুষ বুঝে না কোনটা ইন্সটল করলে ভালো হবে । তবে আপনারা যদি আমার দেওয়া উপরের ৩ টি পার্ট লাগান তাহলে উইন্ডোজ ৮ প্র ইন্সটল করা ভালো । উইন্ডোজ ৮ এর জন্য আপনার যা যা লাগবেঃ

উইন্ডোজ ৮ এর রিকুয়ারমেনট
যা যা লাগবে৩২ বিট৬৪ বিট
Processor1 GHz
Memory (RAM)1GB2GB
Graphics CardDirectX 9 graphics device with WDDM 1.0 or higher driver
HDD free space16GB20GB

ডাউনলোড

x86 pro iso (32 বিট)

x64 pro iso (64 বিট)

আপনারা zbigz.com ব্যাবহার করে টরেন্ট আইডিএম দিয়ে নামাতে পারেন রিজ্যুম সহ।

আমি বলবো ৬৪ বিট সেটআপ দিতে কারণ ওটা অনেক স্পীড ( যদি আমার দেওয়া পার্টস নেন তাহলে ৬৪ বিট চলবে)

ডাউনলোড হলে বুটএবল ডিস্ক বানান ।

তারপর আপনার নতুন কম্পিউটার এ ইন্সটল করে নিন ।

ইন্সটল এর পর আপনার কম্পিউটার এরকম লাগবে:

default wallpaper

kjkjjk

তো কেমন লাগলো ? নিশ্চয়ই ভালো । তাহলে এবার আশি একটিভেশান এ । সবাই নিশ্চয়ই কে জে একটিভেটার দিয়ে একটিভেট করেছেন কিন্তু কিছু দিন আগে মুশফিক ভাইয়া একটি একটিভেটার দিয়েছিল যা খুবি ভালো ।তাই একটিভেটার এর লেখা টুকু অনার পোস্ট থেকে নেওয়া https://www.techtunes.io/windows-8/tune-id/203103 । মাননীয় এডমিন আমি এখানে বলে দিয়েছি যে লেখা টুকু অনার পোস্ট থেকে নিয়েছি ও লিঙ্ক ও দিয়েছি । আবার ও সবাই কে বলছি এই নিছের লেখা টুকু মুশফিকুস সালেহীন এর পোস্টঃ https://www.techtunes.io/windows-8/tune-id/203103 থেকে নেওয়া

উইন্ডোজ ৮ অ্যাক্টিভেশনের জন্য প্রথমে আপনাকে এই লিঙ্ক থেকে KMS PICO 5.1 নামাতে হবে (ডাউনলোডের সময় টিক উঠিয়ে নিন)। মাত্র ১ এমবি

 

এরপর আপনাকে উইন্ডোজ স্মার্ট স্ক্রিণ ফিল্টার বন্ধ করতে হবে। ভয় নেই এটি একটি সেফ টুল। এই পোস্টেই তার ব্যাপক প্রমাণ পাবেন :-P  । স্মার্ট স্ক্রিণ ফিল্টার বন্ধ করার জন্য  অ্যাকশন সেন্টার খুলুন।

 

তারপর ক্লিক করুন Change Windows SmartScreen settings

 

তারপর একদম শেষ অপশন মানে Don’t do anything সিলেক্ট করুন এবং ওকে করে বেরিয়ে আসুন।

 

এবার ডাউনলোড করা ফাইলটি এক্সট্রাক্ট করুন winrar, 7zip বা আপনার পছন্দের টুল দিয়ে।

KMSpico Install ফোল্ডারটি খুলুন।

 

ফাইল টি ইন্সটল করুন । হয়ে গেসে ।

এখন উইন্ডোজ ৮ এ  .Net Framework 3.5 অনলাইন থেকে ইন্সটল করতে বলে তবে ২০০ এমবি খরছ না করে এটা সিডি থেকে অফলাইন এ ইন্সটল করা যায় । প্রথমে আপনার উইন্ডোজ ৮ এর ডিস্ক ধুকান । Commad Prompt এডমিন এ ওপেন করুন ।এবার নিচের কমান্ড টি পেস্ট করে এন্টার চাপুনঃ

dism.exe /online /enable-feature /featurename:NetFx3 /All /Source:G:\sources\sxs /LimitAccess

এখানে আমি G র নিছে দাগ দিয়েছি কারণ এটা আমার সি ডি ড্রাইভ আপনার সিডি ড্রাইভ এর সাতে পরিবরতন করুন তারপর এন্টার চাপুন । কিছুক্ষণ পরে ইন্সটল হয়ে যাবে ।

আপনারা নিশ্চয়ই শুনেছেন উইন্ডোজ ৮ প্রছুর ইন্টারনেট কাটে । তা বন্ধ করতে নিচের কাজ গুলো করুন

Press WINDOWS BUTTON+R > Type gpedit.msc > Hit Enter > Local Group Policy Editor > Computer Configuration > Administrative Templates > Windows Components > Store > Turn Off Automatic Downloads of Updates. Double click করুন এটার উপরে। এবার Enable করুন আর Apply করুন।

এখন আর ইন্টারনেট কাটবে না 😀

উইন্ডোজ ৮ এ সটর এ তো সবাই গেছেন । পেইড গেম বা অ্যাপ দেখেলে শুধু ভাবেন ঈশ !!! যদি ফুল ভার্সন পেতাম । আর নেই দুঃখ আপনি অই অ্যাপ বা গেমের ত্রিয়াল ভার্সন ডাউনলোড করুন ।

আমি আগে থেকে বলছি নিচের লেখা টুকু আমি এই লিঙ্ক থেকে নিয়েছি https://www.techtunes.io/windows-8/tune-id/191843 মাননীয় এডমিন।

এই লিঙ্ক থেকে ফাইল টি ডাউনলোড করে নিনঃhttp://dl.dropbox.com/u/97892114/wsservice_crk.rar

এবার ফাইলটি Extract করুন।

ফোল্ডারটি ওপেন করুন।এবার release ওপেন করুন।তারপর wscrack_32(৩২ বিট) অথবা wscrack_64(৬৪ বিট)।এবার installer ওপেন করুন এবং install এ ক্লিক করুন।তারপর wscrack_anycpu\TokensExtractor.exe ওপেন (run as administrator) করুন।

এবার ডাউনলোডকৃত অ্যাপটি সিলেক্ট করে Crack It! এ ক্লিক করুন।

ব্যাস এবার আপনা অ্যাপটি ফুলভার্সন হয়ে গেল।

উইন্ডোজ ৮ কে মনের মত সাজাতে ব্যবহার করতে পারেন এই সফটওয়্যারটি ডাউনলোড করে

এখন আসলো আপনার উইন্ডোজ ৮ কে সফটওয়্যার দিয়ে সাজানোর পালা । প্রথমেই রাখতে হবে একটি ভালো অ্যান্টিভাইরাস । তাই কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম সেটাই আবার দিবো তবে আমি আপনাদের বিটডিফেনডার ইন্সটল করতে মানা করব তাই কাস্পেরস্কি ও অ্যাভাস্ট দিবো । মাননীয় এডমিন , নিচের লেখা টুকু আমারই পোস্ট তাও লিঙ্ক দিলামঃ

https://www.techtunes.io/antivirus/tune-id/204832

কাস্পেরস্কি ইন্টারনেট সেকুরিটি ২০১৩

এর ফিচার

Protects against all viruses and Internet threats

Detects new, emerging and unknown threats

Identifies suspicious websites and phishing websites

Delivers greater security for online shopping and banking

Protects your privacy and your digital identity

Keeps your children safe and responsible

Prevents malware from exploiting vulnerabilities in your PC

Automatic download and installation features – save you time and effort

Compatible with Windows 8

এখান থেকে ডাউনলোড করুন

এই লিঙ্ক থেকে কী ফাইল ডাউনলোড করুন

তারপর কাস্পেরস্কি ইন্সটল করুন । মনে রাখবেন আপনাকে ত্রিয়াল ভার্সন নিতে হবে । তারপর ইন্টারনেট বন্ধ করুন । একটিভেট করতে যান । সিরিয়াল এ দিবেনঃ22222-22222-22222-2222U

তারপর ব্রাওস অপশন সিলেক্ট করে কী ফাইল টি দিন । ওখন ওকে দিবেন না !!!!!ইন্টারনেট অন করুন তারপর ওকে দিন । ব্যাস হয়ে গেসে ২৫০ দিনের জন্য

অ্যাভাস্ট ইন্টারনেট সেকুরিটি ৮

avast (3)

ফিচার

tickAntivirus engine

  • Blocks viruses & spyware

tickRemote assistance

  • Connect to another PC & troubleshuting

tickSafezone

  • Secures online banking and purchases

tickSandbox

  • Safe virtual zone to run programs

tickFirewall

  • Blocks hacker attacks, protects your data and identity

tickAntispam

  • Blocks phishing scams and other email spam

tickSoftware Updater

  • Keeps your programs updated automatically
ডাউনলোড
  • প্রথমে এখান থেকে Avast 8 Internet Security trial ভার্সন ডাউনলোড করে নিন। (135.8 MB)
  • ডাউনলোড করার পর ইন্সটল দিন।
  • ইন্সটল করার সময় তিনটি অপশন দেখতে পাবেন।
  • ২য় অপশন সিলেক্ট করুন।

avast (4)

  • এখন License key এখান থেকে ডাউনলোড করে নিন এবং যেকোনো একটি License ওই ২য় অপশনে দিয়ে ইন্সটল করুন।
  • ইন্সটল এর পর PC রিস্টার্ট দিন।
  • এখন আপনার Avast 8 Internet Security 2013 ফুল ভার্সন হয়ে যাবে।

আপনার গ্রাফিক্স এর ড্রাইভার গ্রাফিক্স কার্ড এর সাইট থেকে ডাউনলোড করুন।

কিছু দরকারি সফটওয়্যার যা সব গেম চালানোর জন্য লাগে আর আপনাকে সাহায্য করে সেসব সফটওয়্যার এর লিঙ্ক দিবো । এই লিঙ্ক থেকে সব সফটওয়্যার ডাউনলোড করে নিনঃhttp://gaminggallerybd.blogspot.com/p/important-softwares.html

এখানে যা যা আছেঃ

ডাইরেক্ট এক্স ১১

সি ++ ২০১২

ব্যান্ডইকেম একটিভেটর সহ

এবার আসি ব্রাউজার এ । আমার হিসাবে সবচেয়ে ভালো ব্রাউজার গুগল ক্রম ।

ডাউনলোড লিঙ্কঃ https://www.google.com/intl/en/chrome/browser/

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার না থাকলে কি আর কিছু ডাউনলোড করা যায় ? তাহলে এই নিন ডাউনলোড লিঙ্ক ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ৭.১ এর । একটিভেট করা লাগবে না এটা প্রে অ্যাক্টিভ করা আছে । ডাউনলোড লিঙ্কঃhttp://www.datafilehost.com/download-dbf58fa5.html

ধন্যবাদ / পছন্দ হলে কমেন্ট করুন ।

Level 0

আমি sugata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক তথ্যবহুল টিঊন।একটা প্রস্ন “গ্রাফিক্স কার্ডঃ এএমডি এইছডি রেডিঅন ৭৯৯০” এর বর্তমান মূল্য কত ?

Level 0

Nice Tune. But, please confirm whether the Windows 8 Activator really works!!!

বর্তমানে ৬৪ বিট পিসির দাম কত.…

আমার পিসি ৩২ বিট
৬৪ বিট করতে হলে কত খরছ হবে…

ভালো লাগল।

Intel Core 2 Dou

pentium(R) Dual-core cpuE6500 @ 2.93GHz

MotherBoard: G41MT_S2p

Chipset:intel ID2E30

Southbridge:intel 82801 GB(ICH7/R)

LOPCIO: ITE IT8718

radeon hd 7990 12k?are u drunk?7990 akhono release hoy nai. . .eitar price approx 100 usd hobe .bangladeshi takay jar price 100k+ hobe(including tax)

Level New

config Gaming but OS ta tei Golod. Windows 8 ke ekhono Gaming Os bola bokami hobe. Windows 8 a onek game e chole na.

    Level 0

    @agontuk.ayon: @saif_precio: vai ektu bolben kon game ta chole na?

      Level New

      @sugata: Bully Se by rockster, Rise Of Natons by microsoft, Toy soldier and many other games. ei shob game er konota gpu lag konota crash kore.

ভাইয়া আমাকে একটু সাহায্য করুন , আমার ল্যাপটপ টা বাহিরথেকে আনা , এটাতে উইন্ডোজ ৮ ব্যবহার করা হয়ে ছে জেনুয়িন , এটাতে মাত্র একটাই পার্টিশন , কিন্তু আমি চাই আর কিছু পার্টিশন করতে , কিন্তু কিভাবে? আপনি যদি পারেন,& ঢাকায় থাকেন তাহলে কি আমি আপনার কাছে নিয়ে আশতে পারি?

উইন্ডোজ ৮ কে মনের মত সাজাতে ব্যবহার করতে পারেন এই সফটওয়্যারটি ডাউনলোড করে

এই ফাইল এর জন্য ত পাসস ছাচ্ছে পাসস কি?

প্রচন্ড বানান ভুল।বিরক্তিকর।এত কাঁচা হাতে কেও টিউন করে! :/

Level 0

ভাই আমার স্যামসাং ডিভিডিরাইটারের পাওয়ার আসছেনা।এটা খুলে দেখলাম পিছন দিকে একটু পোড়া পোড়া গন্ধ।এটা কি এখন রিপেয়ার করা যাবে ? কত টাকা লাগতে পারে ?
ধন্যবাদ।

    @Mobstar:সাহায্য/জিজ্ঞাসা বিভাগে বিস্তারিত লিখুন।

processor i5 na kine AMD er bulldozer x6 kena better last dam sunchilam 16000 etar sathe build in graphics redion 6770 dea ase..performance superb.. r gaming er jonno ami jotodur jani..intel er theke AMD e egiye ase..

Level 0

AMD Radeon 7990 price 12000 ???

I think your GPU isn’t original version or may be chinese version.If it is true, then give seller location.Tell me full address.

+++++My windows experience index:+++++

Processor: 6.9(Intel)

Memory(RAM): 7.2

graphics: 7.8 (Nvidia)

Gaming graphics: 7.8 (Nvidia)

Primary hard disc: 5.9 😀

Post not good.plz, try to improve. 😐

ভালো লাগল পোস্টটা পড়ে তবে বানান এর দিকে আরও একটু ধ্যান দিলে বোধয় আপনার পোস্টটা আরও অনেক ভালো হয়ে উঠত ।