আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় পাঠকেরা? আশাকরি ভালই আছেন। অনেকদিন পর টিটিতে লিখতে বসছি। পরীক্ষার পর নানা ঝামেলায় লেখালেখি করা হয়নি। যাই হোক, মুল কথায় আসি। আপনারা অনেকেই জানালা ৮ (উইন্ডোজ ৮) ইন্সটল করেছেন। আশাকরি নতুন উইন্ডোজ সবাই খুব উপভোগ করছেন।আমি অনেককেই দেখেছি উইন্ডোজ ৮ ব্যবহার করতে খুবই আগ্রহী, কিন্তু গলার কাটা অ্যাক্টিভেশন। আমার এই পোস্ট আপনাদের জন্যই! আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই উইন্ডোজ ৮ ও অফিস ২০১৩ অ্যাকটিভেট করতে পারবেন। অতিরিক্ত হিসেবে আজকে আরো জানতে পারবেনঃ
*অ্যাক্টিভেশন প্রোসেস কিভাবে কাজ করে
*ফেক অ্যাক্টিভেটর কিভাবে চেনা যায়
তো শুরু করা যাক ।
আপডেটঃ এই টুল এর মাধ্যমে উইন্ডোজ ৭, ভিস্তা, অফিস ২০১০ ও অ্যাক্টিভেট করতে পারবেন, পার্মানেন্ট ভাবে
উইন্ডোজ ৮ অ্যাক্টিভেশনের জন্য প্রথমে আপনাকে এই লিঙ্ক থেকে KMS PICO 5.1 নামাতে হবে (ডাউনলোডের সময় টিক উঠিয়ে নিন)। মাত্র ১ এমবি
এরপর আপনাকে উইন্ডোজ স্মার্ট স্ক্রিণ ফিল্টার বন্ধ করতে হবে। ভয় নেই এটি একটি সেফ টুল। এই পোস্টেই তার ব্যাপক প্রমাণ পাবেন 😛 । স্মার্ট স্ক্রিণ ফিল্টার বন্ধ করার জন্য নিচের ছবির মত অ্যাকশন সেন্টার খুলুন।
তারপর ক্লিক করুন Change Windows SmartScreen settings
তারপর একদম শেষ অপশন মানে Don’t do anything সিলেক্ট করুন এবং ওকে করে বেরিয়ে আসুন।
এবার ডাউনলোড করা ফাইলটি এক্সট্রাক্ট করুন winrar, 7zip বা আপনার পছন্দের টুল দিয়ে।
KMSpico Install ফোল্ডারটি খুলুন।
এখানে একটা কথা বলা দরকার তিনটা ফোল্ডারই কাজ করে। OEM ফোল্ডারটা হল প্রিইন্সটল অপশন। মান আগে থেকে উইন্ডোজ ইনস্টলার ISO ইমেজ এক্সট্র্যাক্ট করে তারপর OEM ফোল্ডার কপি করে পেস্ট করলে ইনস্টল হবে অ্যাক্টিভেটেড উইন্ডোজ। অবশ্যই ফোল্ডার পেস্ট করার পরে আপনাকে আবার ISO পূনরায় কম্প্রেস করে বুট্যাবল করতে হবে। সাধারণ ব্যবহারকারী দের জন্য একটু কষ্টকর তবে অ্যাডভান্স ইউজার রা উইন্ডোজ সেটাপ দেয়ার পর অ্যাক্টিভেশনের ঝামেলা থেকে বাঁচতে ইউজ করতে পারেন। আর KMSpico Only Service সফটওয়ারটা ইনস্টল করবেনা, শুধু সার্ভিস মানে KMS EMULATOR সার্ভিসটা ইনস্টল করবে। তবে এটাও সাধারণ ব্যবহারকারীদের কাছে ঝামেলার মনে হবে তাই আমি রিকমেন্ড করব প্রথম ফোল্ডারের টা ব্যবহার করতে।
এবার আপনি KMSpico_Install_v5.1 এ রাইট ক্লিক করে সিলেক্ট করুন Run as administrator
ইনস্টলেশন ফিনিশ করুন
তারপর টাস্কবারে এরকম একটি আইকন দেখতে পাবেন কিন্তু কোন উইন্ডো আসবে না।
তারপর একটি কন্ঠ শুনতে পাবেন “Automatic defense procedure initiated, Affirmative”। এরপর টাস্কবারের আইকনটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। দেখবেন ডেস্কটপের কোনায় Windows PRO/ ENTERPRISE (আপনি যে ভার্সন ব্যবহার করছেন) build 9200 লেখাটা চলে গেছে। কম্পিউটারের প্রপার্টিজ চেক করুন, আপনি এখন অ্যাক্টিভেটেড! কারো কারো লেখাটা থেকে যেতে পারে, সেক্ষেত্রে ৫ মিনিট অপেক্ষা করে কয়েকবার রিফ্রেশ করুন, তাতেও না গেলে রিস্টার্ট করুন।
এখন আপনি পার্সনালাইজেশন এর সব কিছু স্টার্ট স্ক্রিণ/ লকস্ক্রিণ ব্যাকগ্রাউন্ড, অ্যাকাউন্ট পিকচার সব চেঞ্জ করতে পারবেন।
অফিস ২০১৩ অ্যাক্টিভেট করার জন্য প্রথমে টাস্কম্যানেজারে গিয়ে চেক করুন কোন অফিস অ্যাপ চলছে নাকি, চলতে থাকলে বন্ধ করুন। তারপর স্টার্ট স্ক্রিণে গিয়ে নিচের ছবির মত Run as administrator দিন।
অপেক্ষা করুন, এবারও শুনতে পাবেন “Automatic defense procedure initiated, Affirmative”। টাস্কবারের আইকন্টা যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
টাডা! আপনার অফিস ২০১৩ এখন অ্যাক্টিভেটেড।
আমি যখন আমার উইন্ডোজ ৮ রিভিউ তে লিখেছিলাম, উইন্ডোজ ৮ এর অ্যাক্টিভেটর কবে আসবে তা স্বয়ং এর ভবিষ্যৎ নির্মাতাও বলতে পারবেনা। আমার কথায় সবাই হতাশ হয়েছিল, এখন সেই হতাশা দেখি আমাদের ফেসবুক গ্রুপে। আমার কথাটাই ঠিক ছিল। HELDIGUARD, মাইডিজিটাল লাইফ ফোরামের মেম্বার যে এটা তৈরি করেছে তার বক্তব্য, “আমি স্রেফ বজ্রপাতের মতই ঘাটাঘাটির সময় পেয়ে গেলাম”। আশাকরি আজকের পর থেকে আর উইন্ডোজ ৮ এর ব্যবাহারকারীদের কাছ থেকে সেই হতাশাটা পাবনা 🙂 । অনেকেই হয়ত ভ্রু কুঁচকে আছেন, আপনি ছিলেন অ্যাক্টিভেটরের সবচেয়ে বড় বিরোধী আর আজকে আপনি শেয়ার করছেন অ্যাক্টিভেটর? আমি বরাবর ই অ্যাক্টিভেটরের বিরোধী, হ্যাক/ফেক অ্যাক্টিভেটরের। এই অ্যাক্টিভেটরটি মোটেও সেরকম নয়। এটির মদ্ধ্যে রয়েছে একটি KMS EMULATOR। আগে আমরা KMS SERVER দিয়ে অ্যাক্টিভেট করতাম, সেগুলো ছিল পূর্ণাঙ্গ উইন্ডোজ সার্ভার। এই এমুলেটরটি সেই সার্ভারের কাজ করে, শুধু এর আকার অত্যন্ত কম। অ্যাক্টিভেট করতে পূর্ণাঙ্গ সার্ভারের প্রয়োজন হয়না, কয়েকটি কম্পোনেন্ট সেই কাজ করে। উইন্ডোজ সার্ভারের শুধু মাত্র সেই কম্পোনেন্ট গুলো নিয়েই এটি তৈরি বলে এর আকার ছোট ও পোর্ট্যাবল করা সম্ভব হয়েছে। আপনি যদি প্রোগ্রামিং জানেন তবে দেখতে পারবেন, আমরা KMS অ্যাক্টিভেশনে যে তিনটি কমাণ্ড ব্যবহার করতাম তাই এটি এক্সিকিউট করছে
slmgr.vbs -ipk KMS KEY
slmgr -skms KMS SERVER IP
slmgr.vbs –ato
পরিবর্তন শুধু আমাদের ছোট্ট এমুলেটরটা KMS SERVER এর কাজ করছে। অ্যাক্টিভেশন ১৮০ দিন থাকবে। তবে চিন্তা করবেন না, আপনাকে বার বার অ্যাক্টিভেট করতে হবেনা, এর ডে কাউন্ট ১৭৯ দিনে নেমে আশা মাত্র টুল্টি নিজ থেকে পুনরায় অ্যাক্টিভেট করবে। তাই চিরকাল আপনার ডে কাউন্ট ১৮০ দিনই থাকবে। মানে এটি পার্মানেন্ট অ্যাক্টিভেটর!
আপডেটঃ অনেকে উইন্ডোজ ৭ এ অফিস ২০১৩ ইউজ করেন তারাও এটি ইউজ করতে পারবেন
এই অ্যাক্টিভেটর টা যে কার্যকর তার প্রমাণ পার্সনালাইজেশন মেনু আনলকড। তবে তারপরও আপনার মনে একটুকুও সন্দেহ থেকে থাকে তবে তা এখনি হার্পিক দিয়ে ধুয়ে দিচ্ছি
কমান্ড মেনু থেকে এক্সিকিউট করুনঃ sfc /scannow
এবার দেখুন আর কোন সন্দেহ আছে কিনা!
এখন প্রশ্ন হল ফেক অ্যাক্টিভেটর কিভাবে চিনবেন? উপরের স্ক্যান নাউ কমান্ডরটি এক্সিকিউট করলে যদি অ্যাক্টিভেশন না থাকে তবে সেটা ফেক অ্যাক্টিভেটর। ফেক অ্যাক্টিভেটর গুলো আপনার সিস্টেমের কিছু .dll এডিট করে অ্যাক্টিভেটেড শো করে। এই কমান্ড সেই এডিটেড ফাইল গুলোকে রিস্টোর করে। তাই এটাও বুঝা গেল এই অ্যাক্টভেটর সিস্টেমের কোন ফাইলই চেঞ্জ করেনা! এটি সিস্টেম কে ‘ফুল’ করে কিন্তু ফেক অ্যাক্টিভেটর গুলো ‘ফুল’ করে আপনাকে 😈
অনেকদিন ধরে ফেসবুকে টিজার দিয়ে আসছিলাম আজকের পোস্টের 😆 । পোস্টটি করতে পেরে খুবি ভাল লাগছে। আরো ভাল লাগছে জানালা ৭ ফ্যানবয় দের মুখ বন্ধ করে। তাদের অন্যতম গর্বের বিষয়, তাদের একটা অ্যাক্টিভেটর আছে 😛 (লুল)। জানালা ৮ ব্যবহারকারীদের অনুরোধ, আপনারা আজ থেকে বেশী বেশী গর্ব করবেন 😀 যারা এখনো নানা বিষয় নিয়ে ভ্রু কুচকাচ্ছেন, তাদের বলি আসছে উইন্ডোজ ৮.১ তখন দেখা যাবে! তো সবাই ভাল থাকেন আর বেশী বেশী কমেন্ট করবেন, কারণ এত কষ্ট করে লেখার পর ভাল/খারাপ কমেন্ট না পেলে খারাপ লাগে খুব।
আমি মুশফিকুস সালেহীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 229 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি KJ দিয়ে এক্টিভেট করসিলাম। সমস্যা হল পার্সনালাইজেশন মেনু আনলকড করলেও System এ গেলে Windows is not activated আসে!!
পার্সনালাইজেশন মেনু আনলকড, কিন্তু System এ গেলে Windows is not activated দেখানোর কারন কি? আসলে এক্টিভেটেড, কিন্তু not activated দেখায় কেন? হেল্প প্লিজ!
টিউনটা সুন্দর হয়েছে। 🙂