অ্যাকটিভেট করুন উইন্ডোজ ৮ ও অফিস ২০১৩ কয়েক ক্লিকে [মেগা পোস্ট]

আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় পাঠকেরা? আশাকরি ভালই আছেন। অনেকদিন পর টিটিতে লিখতে বসছি। পরীক্ষার পর নানা ঝামেলায় লেখালেখি করা হয়নি। যাই হোক, মুল কথায় আসি। আপনারা অনেকেই জানালা ৮ (উইন্ডোজ ৮) ইন্সটল করেছেন। আশাকরি নতুন উইন্ডোজ সবাই খুব উপভোগ করছেন।আমি অনেককেই দেখেছি উইন্ডোজ ৮ ব্যবহার করতে খুবই আগ্রহী, কিন্তু গলার কাটা অ্যাক্টিভেশন। আমার এই পোস্ট আপনাদের জন্যই! আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই উইন্ডোজ ৮ ও অফিস ২০১৩ অ্যাকটিভেট করতে পারবেন। অতিরিক্ত হিসেবে আজকে আরো জানতে পারবেনঃ

*অ্যাক্টিভেশন প্রোসেস কিভাবে কাজ করে

*ফেক অ্যাক্টিভেটর কিভাবে চেনা যায়

তো শুরু করা যাক ।

আপডেটঃ এই টুল এর মাধ্যমে উইন্ডোজ ৭, ভিস্তা, অফিস ২০১০ ও অ্যাক্টিভেট করতে পারবেন, পার্মানেন্ট ভাবে

উইন্ডোজ ৮ অ্যাক্টিভেশন

উইন্ডোজ ৮ অ্যাক্টিভেশনের জন্য প্রথমে আপনাকে এই লিঙ্ক থেকে KMS PICO 5.1 নামাতে হবে (ডাউনলোডের সময় টিক উঠিয়ে নিন)। মাত্র ১ এমবি

এরপর আপনাকে উইন্ডোজ স্মার্ট স্ক্রিণ ফিল্টার বন্ধ করতে হবে। ভয় নেই এটি একটি সেফ টুল। এই পোস্টেই তার ব্যাপক প্রমাণ পাবেন 😛  । স্মার্ট স্ক্রিণ ফিল্টার বন্ধ করার জন্য নিচের ছবির মত অ্যাকশন সেন্টার খুলুন।

Action Center

তারপর ক্লিক করুন Change Windows SmartScreen settings

 Change Windows SmartScreen settings

তারপর একদম শেষ অপশন মানে Don’t do anything সিলেক্ট করুন এবং ওকে করে বেরিয়ে আসুন।

এবার ডাউনলোড করা ফাইলটি এক্সট্রাক্ট করুন winrar, 7zip বা আপনার পছন্দের টুল দিয়ে।


KMSpico Install ফোল্ডারটি খুলুন।

tool

এখানে একটা কথা বলা দরকার তিনটা ফোল্ডারই কাজ করে। OEM ফোল্ডারটা হল প্রিইন্সটল অপশন। মান আগে থেকে উইন্ডোজ ইনস্টলার ISO ইমেজ এক্সট্র্যাক্ট করে তারপর OEM ফোল্ডার কপি করে পেস্ট করলে ইনস্টল হবে অ্যাক্টিভেটেড উইন্ডোজ। অবশ্যই ফোল্ডার পেস্ট করার পরে আপনাকে আবার ISO পূনরায় কম্প্রেস করে বুট্যাবল করতে হবে। সাধারণ ব্যবহারকারী দের জন্য একটু কষ্টকর তবে অ্যাডভান্স ইউজার রা উইন্ডোজ সেটাপ দেয়ার পর অ্যাক্টিভেশনের ঝামেলা থেকে বাঁচতে ইউজ করতে পারেন। আর KMSpico Only Service সফটওয়ারটা ইনস্টল করবেনা, শুধু সার্ভিস মানে KMS EMULATOR সার্ভিসটা ইনস্টল করবে। তবে এটাও সাধারণ ব্যবহারকারীদের কাছে ঝামেলার মনে হবে তাই আমি রিকমেন্ড করব প্রথম ফোল্ডারের টা ব্যবহার করতে।

এবার আপনি KMSpico_Install_v5.1 এ রাইট ক্লিক করে সিলেক্ট করুন Run as administrator

ইনস্টলেশন ফিনিশ করুন

তারপর টাস্কবারে এরকম একটি আইকন দেখতে পাবেন কিন্তু কোন উইন্ডো আসবে না।

তারপর একটি কন্ঠ শুনতে পাবেন “Automatic defense procedure initiated, Affirmative”। এরপর টাস্কবারের আইকনটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। দেখবেন ডেস্কটপের কোনায় Windows PRO/ ENTERPRISE (আপনি যে ভার্সন ব্যবহার করছেন) build 9200 লেখাটা চলে গেছে। কম্পিউটারের প্রপার্টিজ চেক করুন, আপনি এখন অ্যাক্টিভেটেড! কারো কারো লেখাটা থেকে যেতে পারে, সেক্ষেত্রে ৫ মিনিট অপেক্ষা করে কয়েকবার রিফ্রেশ করুন, তাতেও না গেলে রিস্টার্ট করুন।

এখন আপনি পার্সনালাইজেশন এর সব কিছু স্টার্ট স্ক্রিণ/ লকস্ক্রিণ ব্যাকগ্রাউন্ড, অ্যাকাউন্ট পিকচার সব চেঞ্জ করতে পারবেন।



অফিস ২০১৩ অ্যাক্টিভেশন


অফিস ২০১৩ অ্যাক্টিভেট করার জন্য প্রথমে টাস্কম্যানেজারে গিয়ে চেক করুন কোন অফিস অ্যাপ চলছে নাকি, চলতে থাকলে বন্ধ করুন। তারপর স্টার্ট স্ক্রিণে গিয়ে নিচের ছবির মত Run as administrator দিন।

অপেক্ষা করুন, এবারও শুনতে পাবেন “Automatic defense procedure initiated, Affirmative”। টাস্কবারের আইকন্টা যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

টাডা! আপনার অফিস ২০১৩ এখন অ্যাক্টিভেটেড।

এই অ্যাক্টিভেটরটি কিভাবে কাজ করে?

আমি যখন আমার উইন্ডোজ ৮ রিভিউ তে লিখেছিলাম, উইন্ডোজ ৮ এর অ্যাক্টিভেটর কবে আসবে তা স্বয়ং এর ভবিষ্যৎ নির্মাতাও বলতে পারবেনা। আমার কথায় সবাই হতাশ হয়েছিল, এখন সেই হতাশা দেখি আমাদের ফেসবুক গ্রুপে। আমার কথাটাই ঠিক ছিল। HELDIGUARD,  মাইডিজিটাল লাইফ ফোরামের মেম্বার যে এটা তৈরি করেছে তার বক্তব্য, “আমি স্রেফ বজ্রপাতের মতই ঘাটাঘাটির সময় পেয়ে গেলাম”। আশাকরি আজকের পর থেকে আর উইন্ডোজ ৮ এর ব্যবাহারকারীদের কাছ থেকে সেই হতাশাটা পাবনা   🙂 । অনেকেই হয়ত ভ্রু কুঁচকে আছেন, আপনি ছিলেন অ্যাক্টিভেটরের সবচেয়ে বড় বিরোধী আর আজকে আপনি শেয়ার করছেন অ্যাক্টিভেটর? আমি বরাবর ই অ্যাক্টিভেটরের বিরোধী, হ্যাক/ফেক অ্যাক্টিভেটরের। এই অ্যাক্টিভেটরটি মোটেও সেরকম নয়। এটির মদ্ধ্যে রয়েছে একটি KMS EMULATOR। আগে আমরা KMS SERVER দিয়ে অ্যাক্টিভেট করতাম, সেগুলো ছিল পূর্ণাঙ্গ উইন্ডোজ সার্ভার। এই এমুলেটরটি সেই সার্ভারের কাজ করে, শুধু এর আকার অত্যন্ত কম। অ্যাক্টিভেট করতে পূর্ণাঙ্গ সার্ভারের প্রয়োজন হয়না, কয়েকটি কম্পোনেন্ট সেই কাজ করে। উইন্ডোজ সার্ভারের শুধু মাত্র সেই কম্পোনেন্ট গুলো নিয়েই এটি তৈরি বলে এর আকার ছোট ও পোর্ট্যাবল করা সম্ভব হয়েছে। আপনি যদি প্রোগ্রামিং জানেন তবে দেখতে পারবেন, আমরা KMS অ্যাক্টিভেশনে যে তিনটি কমাণ্ড ব্যবহার করতাম তাই এটি এক্সিকিউট করছে

slmgr.vbs -ipk KMS KEY

slmgr -skms KMS SERVER IP

slmgr.vbs –ato

পরিবর্তন শুধু আমাদের ছোট্ট এমুলেটরটা KMS SERVER এর কাজ করছে। অ্যাক্টিভেশন ১৮০ দিন থাকবে। তবে চিন্তা করবেন না, আপনাকে বার বার অ্যাক্টিভেট করতে হবেনা, এর ডে কাউন্ট ১৭৯ দিনে নেমে আশা মাত্র টুল্টি নিজ থেকে পুনরায় অ্যাক্টিভেট করবে। তাই চিরকাল আপনার ডে কাউন্ট ১৮০ দিনই থাকবে। মানে এটি পার্মানেন্ট অ্যাক্টিভেটর!

আপডেটঃ অনেকে উইন্ডোজ ৭ এ অফিস ২০১৩ ইউজ করেন তারাও এটি ইউজ করতে পারবেন

 

কিভাবে ফেক আক্টিভেটর চিনবেন

এই অ্যাক্টিভেটর টা যে কার্যকর তার প্রমাণ পার্সনালাইজেশন মেনু আনলকড। তবে তারপরও আপনার মনে একটুকুও সন্দেহ থেকে থাকে তবে তা এখনি হার্পিক দিয়ে ধুয়ে দিচ্ছি  :mrgreen:

কমান্ড মেনু থেকে এক্সিকিউট করুনঃ sfc /scannow



এবার দেখুন আর কোন সন্দেহ আছে কিনা!

এখন প্রশ্ন হল ফেক অ্যাক্টিভেটর কিভাবে চিনবেন? উপরের স্ক্যান নাউ কমান্ডরটি এক্সিকিউট করলে যদি অ্যাক্টিভেশন না থাকে তবে সেটা ফেক অ্যাক্টিভেটর। ফেক অ্যাক্টিভেটর গুলো আপনার সিস্টেমের কিছু .dll এডিট করে অ্যাক্টিভেটেড শো করে। এই কমান্ড সেই এডিটেড ফাইল গুলোকে রিস্টোর করে। তাই এটাও বুঝা গেল এই অ্যাক্টভেটর সিস্টেমের কোন ফাইলই চেঞ্জ করেনা! এটি সিস্টেম কে ‘ফুল’ করে কিন্তু ফেক অ্যাক্টিভেটর গুলো ‘ফুল’ করে আপনাকে  😈

শেষ কথা

অনেকদিন ধরে ফেসবুকে টিজার দিয়ে আসছিলাম আজকের পোস্টের 😆 । পোস্টটি করতে পেরে খুবি ভাল লাগছে। আরো ভাল লাগছে জানালা ৭ ফ্যানবয় দের মুখ বন্ধ করে। তাদের অন্যতম গর্বের বিষয়, তাদের একটা অ্যাক্টিভেটর আছে 😛  (লুল)। জানালা ৮ ব্যবহারকারীদের অনুরোধ, আপনারা আজ থেকে বেশী বেশী গর্ব করবেন 😀 যারা এখনো নানা বিষয় নিয়ে ভ্রু কুচকাচ্ছেন, তাদের বলি আসছে উইন্ডোজ ৮.১ তখন দেখা যাবে!  তো সবাই ভাল থাকেন আর বেশী বেশী কমেন্ট করবেন, কারণ এত কষ্ট করে লেখার পর ভাল/খারাপ কমেন্ট না পেলে খারাপ লাগে খুব।

Level 0

আমি মুশফিকুস সালেহীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 229 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমি KJ দিয়ে এক্টিভেট করসিলাম। সমস্যা হল পার্সনালাইজেশন মেনু আনলকড করলেও System এ গেলে Windows is not activated আসে!!

পার্সনালাইজেশন মেনু আনলকড, কিন্তু System এ গেলে Windows is not activated দেখানোর কারন কি? আসলে এক্টিভেটেড, কিন্তু not activated দেখায় কেন? হেল্প প্লিজ!

টিউনটা সুন্দর হয়েছে। 🙂

Level 0

এই একটিভেটর শুধু কি উইন্ডোজ ৮ এ কাজ করে। আমি উইন্ডোজ ৭ ব্যবহার করি। কিন্তু অফিস ২০১৩ একটিভেট করতে পারতেছি না।যদি উইন্ডোজ ৭ এ অফিস ২০১৩ এর কোন একটিভেটর থাকে তাহলে একটা লিংক দেন। আমার অফিসটা একটিভেট করি।

ধন্যবাদ আপনাকে, আপনার এক্টিভেটরের অপেক্ষায়ই ছিলাম। প্রিইন্সটল এর জন্য আইএসও কিভাবে তৈরী করতে হয় জানালে খুশি হব। আমার ইমেইলঃ [email protected]

Level 0

MS office 2013……..

Automatic বলার পর stop হয়ে যায়। active করতে পারলাম না। আশা করি সাহায্য পাবো।

মুশফিকুস সালেহীন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ…. এত দিন ফালতু Activator use korechi…. Many Many Thanks

Level 0

অস্থির মামা!! অস্থির!!!

প্রথমেই ধন্যবাদ এত সুন্দর করে গুছিয়ে টিউনটি করবার জন্য । সত্যি কথা বলতে অনেক দিন আগে তোমার একটি নির্বাচিত টিউন Windows 8 নিয়ে ওইটা পড়বার পরই আমি Windows 8 এ গেসি । কয়েকদিন আগেও আমি একটি একটি ভেটর শেয়ার করেছিলাম আমার টিউন এ , https://www.techtunes.io/windows-8/tune-id/188198
যদিও আমি ৩২ বিট এ ইউস করতাম এটি । ৬৪ বিট এ কাজ করে কিনা জানি না । তোমার টিও সংগ্রহে রাখলাম 🙂

ভাই, এই একটিভেটর ব্যবহার করার পর কি উইন্ডোজ আপডেট দিতে পারব?

ভাই, অনেকের দেখছি আপডেট ইন্সটল করার পর activation চলে যায়। just wanted to confirm if I use the activator I won’t have the problem? will I?

where is Office Activator ????

মাখন একটা একটিভেটর 😀 আমি প্রথমে কিছু ভুয়া একটিভেটর দিয়ে একটিভ করে চরম ফাপরে পরছিলাম 3:) কয়েকবার উইন্ডোজ ও ক্র্যাশ করছে :'( আবার একটিভ হইলেও Personalization, Settings এগুলো আস্তো না । কিন্তু পড়ে খোজাখোজি করে এইটা পেয়ে আমি তো পুরাই পার্টে :mrgreen:

একটা ফাপরে এখনো আছি! সাউন্ড নিয়া সমস্যা 🙁 SRS Audio Lab ইন্সটল দিলে সাউন্ড অনেক ঝামেলা করে । হটাত আসে আবার আসে না । রিমুভ করে দিলাম । এখন এমিতেও সাউন্ড আসে আবার আসে না 🙁 হেডফোন লাগালে সাউন্ড আসে, স্পিকার দিলে আসে না । আবার হটাত আসে । মাইক সামনে লাগালে আসে । কিন্তু পিছে লাগালে আসে না । পিছে লাগালে স্কাইপ সহ অন্য সব জায়গায় মাইক ব্যবহার করা যায়, কিন্তু সাউন্ড রেকর্ড করতে গেলে রেকর্ড হয় না ( স্ক্রীন রেকর্ডার এ) আবার আমার সাউন্ড কার্ড লাগাইলে সাউন্ড কার্ড সাপোর্ট দেয় না । সাউন্ড কার্ড উইন্ডোজ ৭ এ সাপোর্ট দিতো । এই একটাই ঝামেলা আমায় জালাইতেছে 🙁 আশা করি সমাধান দিবেন 😉

    @কম্পিউটার লাভার: ধন্যবাদ। আসলেই ফাপরে আছেন বোঝা যাচ্ছে :mgreen: ড্রাইভারের সমস্যা হতে পারে। সাউন্ড কার্ডের মডেল দিয়া খুজে দেখেন উইন্ডোজ ৮ সাপোর্টেড ড্রাইভার পান নাকি

ভাই কেমন আছেন, আপনার পোষ্টটি আনেক সুন্দর হয়েছে। কিন্তু আমি আপনার পোষ্ট অনুযায়ী আপভেট করতে যেয়ে ২টি সমস্যায় পড়তে হল ১.(KMS GUI ELDl has stopped working) A problem caused the program to stop working correctly.Windows will close the program and notify you if a solution is available
2. sfc /scannow > you must be an administrator running a console session in order to use the sfc utility. এখন কি করব দয়া করে বলবেন কি ? আশা করি উওর পাবো।

    @েহেদী: প্রথমটা কি কারণে হল বুঝতে পারছিনা। সব স্টেপ আরেকবার ফলো করে দেখুন। দ্বিতীয়টার ক্ষেত্রে cmd অ্যাডমিন হিসেবে চালাতে হবে। Winkey + X চাপুন, তারপর command prompt (admin)

প্রথমে টিউন এর জন্য ধন্যবাদ
W8 আমার রেজিষ্ট্রেড ভার্সন আছে তাই activator এর দরকার পড়েনি, কিন্তু office professional plus এর জন্য দরকার ছিল activator , গত কয়েক দিন আগে kmsnano নামক এটি activator দিয়ে active করলাম কাজ করছে এখনো !!!
এর ব্যাপারে কোন ধারনা আছে ?

এটা কি অফ লাইনে করতে হবে না ওন লাইনে করতে হবে

KMSpico Install ফোল্ডারটি?

আপনার কাছে আমি কৃতজ্ঞ ।

Level 0

অপূর্ব। আরে মুশফিক ভাই এর পোস্টে কমেন্ট করার কি আছে। মুশফিক ভাই মানেই ভাল টিউন। ধন্যবাদ বস। যদিও আমি (v4.4) টা আগেই পেয়েছিলাম, Its still Working… 😀

আগে এক্টিভেট কইরা নেই! পরে কমেন্ট করুম :p

Level 0

@মুশফিকুস সালেহীন, আমার প্রিয় টিউনারেদের মধ্যে একজন। কাজে লাগবে যারা উইন্ডোজ ৮ ব্যবহারকারী । ধন্যবাদ আরও টিউনের প্রত্যাশায় রইলাম । ধন্যবাদ ।

Boss muximum website a visit er somoy chainees language ase ami win 8 activated koreci via skypee dia,please help.

Level 0

ভাইজান টিউনটি করতে অনেক কষ্ট করেছেন বোঝা যাচ্ছে। এর জন্য অনেক থ্যাংকস, আমার মনে হই জানালা ৮ এ অনেক বাগ এখনও আছে, রিলায়াবল ভার্সন কবে আসবে বলতে পারবেন? আবারো থ্যাংকস সুন্দর উপকারী টিউন করার জন্য।

    Level 0

    @Saikat: জানালা ৮ এ এখন অনেক বাগ আছে? :p গত ছয় মাসে একবারও উইন্ডোজ সেটআপ দেওয়ার প্রয়োজন হয় নাই যেখানে আগে প্রতিমাসে 7 সেটআপ না দিলে চলত না। জানুইন ভাবে একটিভেট করা তাই একদম নিশ্চিন্ত 😀

অনেক ধন্যবাদ ভাই । কিন্তু আমার ল্যাপটপ এ DotNet35 টা ইন্সটল হচ্ছেনা । সাহায্য বিভাগে একটা পোস্ট করেছিলাম । https://www.techtunes.io/help-ask/tune-id/202700 এই পোস্ট টি দেখে একটু সাহায্য করলে খুশি হতাম ।

ভাই আপনার লেখার হাত খুবই ভাল,আমার খুব ভাল লাগে আপনার লেখা।কয়জনেরই বা প্রথম পোষ্ট নির্বাচিত হয়?
সত্যি আপনার কাছ থেকে লেখার স্টাইল শিখতে হবে।

Level 0

@ মুশফিকুস সালেহীন: Brother can you please provide Windows 8 download link. Please do not provide any torrent link as it take huge time to download. Please help.

Level 0

OEM এ বিফল হইলাম 🙁

    @mmr.abir: আমি নিজেও ট্রাই করি না, পোষ্ট এও তাই রিকমেন্ড করি নাই। আবার সেটাপ দিলে ট্রাই করব নে 😀

Level 0

আমার উইন্ডোজ ৮ অরজিনাল এ্যাক্টিভেশন আছে কিন্তু অফিস ২০১৩ জন্য এই সফটওয়ার ব্যবহার করলে কি আমার উইন্ডোজ ৮ এর অরজিনাল এ্যাক্টিভেশন চলে যাবে?
প্লিজ জানালে খুশি হব।

ভাই আমি File Extract করতে পারতেছিনা । Extract করতে গেলে Winrar:Diagnostic Message নামের একটি Window আসে । তাতে { c:\User\Evan\Downloads\Releases_v5.1.7z: Unknown method in KMSpico Only Service\Check_Activation_All.cmd } নামের ও আরো ১৫ টি অন্য নামের Report Message আসে । সব ফোল্ডার আসে কিন্তু File গুলো Emty আসে । প্লিজ হেল্প মি……….আপনার নাম্বারটা পেলে খুব খুশী হতাম । আমারটা-০১৭৪৮৯১১৩২৯

ভাই আমি Office 2013 RTM টি এক্টিভ করতে পারছি না । Activate বলার সাথে সাথে আইকনটি চলে যায় । Active হচ্ছে না ।

Level 0

ভাই আমি windows 8 blue(build 9364) use করি । যেভাবে বলেছেন , করলাম কিন্তু সব সেসে এই কণ্ঠ সুনতে পাই,primary shield are failing….. কি করব একটু বলেন please.

Level 0

Brother. Ami Techtunes er ei site theke
https://www.techtunes.io/windows-8/tune-id/216867 activator diye activate krsi.. bt apnar ta diye jakhn korchi kono response pacchi na bcoz apnr soft install deyar por jakhon ami restart dilam pc thn Win pro 9800 ei likha gula asche..akhn ki korar ache…apnar ta diye kivhabe kora jabe…???????????????? naki ager activator er karone ei prob hocche…solution ta ki..??? janle upokrito hobo…

Level 0

Brother. Ami Techtunes er ei site theke 1st tym
https://www.techtunes.io/windows-8/tune-id/216867 activator diye activate krsi.. bt apnar ta dekahr por eta diye jakhn korchi kono response pacchi na bcoz apnr soft install deyar por jakhon ami restart dilam pc thn Win pro 9800 ei likha gula asche..akhn ki korar ache…apnar ta diye kivhabe kora jabe…???????????????? naki ager activator er karone ei prob hocche…solution ta ki..??? janle upokrito hobo…

Level 0

vai Office 2013 active হইতেছে না । কি করব বলবেন কি ?

ভাই আমি File Extract করতে পারতেছিনা । Extract করতে গেলে Winrar:Diagnostic Message নামের একটি Window আসে । তাতে { c:\User\Evan\Downloads\Releases_v5.1.7z: Unknown method in KMSpico Only Service\Check_Activation_All.cmd } নামের ও আরো ১৫ টি অন্য নামের Report Message আসে । সব ফোল্ডার আসে কিন্তু File গুলো Emty আসে । প্লিজ হেল্প মি……….আপনার নাম্বারটা পেলে খুব খুশী হতাম । আমারটা- 01830371174

Level 0

ভাই আমি সব প্রসিডিউর সাকসেসফুলি কমপ্লিট করেছি, কিন্তু আমার উইন্ডোজ ৮ একটিভ হচ্ছে না। Windows 8 Pro with Media Center Build 9200 লেখাও যাচ্ছে না। রিস্টার্ট করার পরেও যাচ্ছে না। একাধিকবার ইনস্টল দিয়েছি, কিন্তু লাভ হচ্ছে না।

ভাই, চমৎকার একটি টিউন করেছেন। অসংখ্য ধন্যবাদ।

@মুশফিকুস সালেহীন ভাই লিঙ্ক টা কাজ করতেছে না।জানালা ৮ কালকে সেটআপ দিলাম,কিন্তু একটিভেট এর জন্য টেনশনে ছিলাম, টি টি তে অনেক টিউন থাকলেও সেগুলো ভালো লাগেনি,এই টিউন খুব ভাল লেগেছে,কিন্তু এই লিঙ্ক টা কাজ করছেনা।(http://www.datafilehost.com/d/29a35116)দয়া করে একটা নতুন লিঙ্ক দেন। জানালা ৮ একটিভ করতে পারলে খুভ উপকার হত।এই সাইটে এরকম মেসেজ দিচ্ছে The file you requested (id 29a35116) does not exist. It might have been deleted due to inactivity (no downloads) or due to not complying with our terms.