দেখে নিন Window 8 এর কোন ভার্সন টা আপনার দরকার

আসসালামুয়ালাইকুম। কেমন আছেন আপনারা? মনে হয় ভালই আছেন। বর্তমানে চারেদিকে  Window 8 এর জয়জয়কার। গ্রাহকের কথা মাথায় রেখে Microsoft Corporation Window 8 এর চারটি ভার্সন বাজারে ছেড়েছে। আসুন আজ আমরা দেখব Window 8 এর চারটি ভার্সন এর feature গুলো। এতে আপনার দরকার অনুযায়ী ভার্সন টি আপনার পিসি তে ইন্সটল করতে পারবেন বলে আশা করি। তার আগে বলে রাখি Window 8 এর System Requirement.

প্রসেসরঃ 1 gigahertz (GHz) or faster with support for PAE, NX, and SSE2

র‍্যামঃ 1 gigabyte (GB) (32-bit) or 2 GB (64-bit)

হার্ডডিক্সঃ 16 GB (32-bit) or 20 GB (64-bit)

গ্রাফিক্সঃ Microsoft DirectX 9 graphics device with WDDM driver

ভার্সন গুলোর তুলনামুলক Features গুলো নিচে দিলাম।

বৈশিষ্ট্যWindows RTWindows 8Windows 8 ProWindows 8 Enterprize
প্রাপ্যতাডিভাইসে ইন্সটল করা থাকেঅধিকাংশ চ্যানেলঅধিকাংশ চ্যানেল লাইসেন্স কিনতে হয়
আর্কিটেকচার৩২বিট৩২বিট, ৬৪বিট৩২বিট, ৬৪বিট৩২বিট, ৬৪বিট
সাপোর্টেড র‍্যাম৩২বিট- ৪গিগা৬৪বিট-১২৮গিগা৩২বিট- ৪গিগা৬৪বিট-৫১২গিগা৩২বিট- ৪গিগা৬৪বিট-৫১২গিগা
ট্রাস্টেড বূট আছেআছেআছেআছে
ছবিযুক্ত পাসওয়ার্ডআছেআছেআছেআছে
স্টার্ট স্ক্রিনআছেআছেআছেআছে
টাচ, থাম্ব কীবোর্ডআছেআছেআছেআছে
ভাষা প্যাকেজআছেআছেআছেআছে
আপডেটেড ফাইল সার্চআছেআছেআছেআছে
স্ট্যান্ডার্ড অ্যাপসআছেআছেআছেআছে
ফাইল হিস্টোরিআছেআছেআছেআছে
রিফ্রেশ ও রিসেটআছেআছেআছেআছে
প্লে টুআছেআছেআছেআছে
উইন্ডোস আপডেটআছেআছেআছেআছে
উইন্ডোস ডিফেন্ডারআছেআছেআছেআছে
মাল্টি মনিটরআছেআছেআছেআছে
টাস্ক ম্যানেজারআছেআছেআছেআছে
ISO ইমেজ ও VHDআছেআছেআছেআছে
মোবাইল Broadbandআছেআছেআছেআছে
MS অ্যাকাউন্টআছেআছেআছেআছে
Internet Explorer 10আছেআছেআছেআছে
স্মার্ট স্ক্রিনআছেআছেআছেআছে
উইন্ডোস স্টোরআছেআছেআছেআছে
Xbox Liveআছেআছেআছেআছে
Exchange ActiveSyncআছেআছেআছেআছে
Snapআছেআছেআছেআছে
VPN কানেক্টআছেআছেআছেআছে
ডেক্সটপআংশিকআছেআছেআছে
Supported third-party appsWindows Store apps onlyWindows Store and desktopWindows Store and desktopWindows Store and desktop
ডেক্সটপ রিমোটশুধুমাত্র ক্লায়েন্টশুধুমাত্র ক্লায়েন্টক্লায়েন্ট ও হোস্টক্লায়েন্ট ও হোস্ট
Storage Spacesনাইআছেআছেআছে
Windows Media Playerনাইআছেআছেআছে
Encryption featuresDevice encryptionনাইBitLocker and EFSBitLocker and EFS
Sideload Windows Store appsআংশিকনাইআংশিকআংশিক
Boot from VHDনাইনাইআছেআছে
ডোমেইননাইনাইআছেআছে
গ্রুপ পলিসিনাইনাইআছেআছে
Windows Server VirtualizationনাইনাইOn 64-bit versions only with SLAT capable CPUOn 64-bit versions only with SLAT capable CPU
AppLockerনাইনাইনাইআছে
Windows To Goনাইনাইনাইআছে
DirectAccessনাইনাইনাইআছে
BranchCacheনাইনাইনাইআছে
ভার্চুয়ালাইজেশনরিমোট FXনাইনাইনাইআছে
Services for Network File Systemনাইনাইনাইআছে
Microsoft Office apps bundled with OSআছেনাইনাইনাই
Windows Media Centerনাইনাইভায়ানাই

এখন আপনারাই সিদ্ধান্ত নেন কোন ভার্সন টা আপনার জন্য দরকার।

ভালো লাগলে জানাবেন। খারাপ লাগলে তাও বলবেন আশাকরি। কিন্তু অশালীন ভাষা লিখবেন না প্লিজ।

ফেসবুকে আমাকে পেতে চাইলে এখানে ক্লিক করুন

আমার সাইট থেকে ঘুরে আসবেন যদি আপনার সময় থাকে।

আমা্র আগের টিউন্স গুলো পরতে নিচে ক্লিক করুন।

১ম টিউন্স

 ২য় টিউন্স

৩য় টিউন্স

৪থ টিউন্স

৫ম টিউন্স

Level 2

আমি আব্দুল মালেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল হয়েছে

Level 2

thnxxxxxx

ভাই ভাল লাগলো। তবে র‍্যাম এর ব্যাপারটা confusion লাগলো। windows 8 enterprise 2 gb ram e colbe na. চললেও কি Slow দিবে।

ভাই ! থ্যাংকস আপনাকে । আমরা সাধারণ ব্যবহার কারীরা কোনটা ব্যবহার করলে ভালো হবে ।

Level 2

Windows 8 ব্যবহার করতে পারেন ভাই।

Level 0

windows-xp/7/8 aksathe use krte chai…kw jodi system janen tahole pls janaben.. [email protected]