পোস্ট টি কাদের জন্য?
ডেল বা অন্যান্য ল্যাপটপ এর ক্ষেত্রে যারা উইন্ডোজ ৮ এ ব্লুটুথ চালানোর জন্য Broadcom (widcomm) এর কোন সফটওয়্যার খুঁজে পাচ্ছেন না বা ব্লুটুথ অন থাকা সত্ত্বেও ব্লুটুথ খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের জন্য
ডেল ব্যাবহারকারীরা ব্লুটুথ সফটওয়্যার http://support.dell.com/support/downloads/index.aspx থেকে নামিয়ে নিন যদি না থাকে (উইন্ডোজ ৭ এর টা নামালেই হবে)
এরপর সফটওয়্যার টা এক্সট্রাক করুন (অনেক সময় নাও করা লাগতে পারে), এবার সফটওয়্যার এর ভিতরে win 32 win 64 নামে এ ২ টি ফোল্ডার আছে, আপনার কম্পিউটার ৩২ বিট হলে win 32 ফোল্ডার আর ৬৪ বিট হলে win 64 ফোল্ডার এ প্রবেশ করুন। Inst.exe ফাইল তা ইন্সটল করুন। প্রয়োজনে run as administrator দিন। এরপর দরকার হলে restart করুন।
সময়ের অভাবে বিস্তারিত ছবি সহ লিখতে পারলাম না। এ নিয়ে আগে যেখানে পোস্ট হয়েছে সেখানে বিস্তারিত ছবি সহ দেখা যাবে লিঙ্কঃ http://www.blogonerd.me/2012/11/how-to-install-bluetooth-drivers-on.html
আমি unknown2। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই, আপনি তো শুধু ডেল ল্যাপটপ এর সমাধান দিলেন… অন্যান্য ব্রান্ড গুলোর সমাধান তো দিলেন না …।