আমি আমার PC তে অনেক দিন ধরে চেষ্টা করছি Partition দেওয়ার জন্য, কিন্তু পারছি না। আমার পিসি টা Netbook (ছোট পিসি) তাই সেট আপ না দিয়ে রিকভারি করে নিই। আমার সি ড্রাইভ এ ১৩০ GB ছিল। এটা ভেঙ্গে ৩৫ GB করছি। কিন্তু বাকি খালি যায়গাটুকু Partition করতে পারছি না।এখানে show করে maximum Number Partition করা আছে। আমি ১টা ড্রাইভ ডিলিট করে ও দেখছি কাজ হয় না।
আমি কিভাবে খালি যায়গাটুকু ব্যবহার করতে পারব কেউ কি বলতে পারবেন?
আমি এলোমেলো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
IT সম্পর্কে জানতে চাই!!!!
প্রাইমারি পার্টিশন ভেঙ্গে লজিকাল পার্টিশন করুন।