টেকি ভাইদের দৃষ্টি আকর্ষন করছি!! Windows7 এ Partition ২ টার বেশি কিভাবে করা যায়?

আমি আমার PC তে অনেক দিন ধরে চেষ্টা করছি Partition দেওয়ার জন্য, কিন্তু পারছি না। আমার পিসি টা Netbook (ছোট পিসি) তাই সেট আপ না দিয়ে রিকভারি করে নিই। আমার সি ড্রাইভ এ ১৩০ GB ছিল। এটা ভেঙ্গে ৩৫ GB করছি। কিন্তু বাকি খালি যায়গাটুকু Partition করতে পারছি না।এখানে show করে maximum Number Partition করা আছে। আমি ১টা ড্রাইভ ডিলিট করে ও দেখছি কাজ হয় না।
আমি কিভাবে খালি যায়গাটুকু ব্যবহার করতে পারব কেউ কি বলতে পারবেন?

আমি ১টি partition Delete করে ও দেকছি কিন্তু কাজ হয় নাই।

Level New

আমি এলোমেলো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

IT সম্পর্কে জানতে চাই!!!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রাইমারি পার্টিশন ভেঙ্গে লজিকাল পার্টিশন করুন।

একটা হার্ডডিস্কে সর্বোচ্চ ৪টা প্রাইমারি পার্টিশন থাকতে পারে। আপনার তো এমনিতেই ৪টা হয়ে গেছে।

তবে একটা উপায় আছে। রিকোভারি আর সিস্টেম রিজারভড এই ২টা পার্টিশন মুছে দিন। আর EasyBCD দিয়ে বুটলোডার সি ড্রাইভ এ ইন্সটল করুন। তাহলে আপনার অপ্রয়োজনীয় পার্টিশন ২টা কমে গেল। এবার আরো ২টা নতুন পার্টিশন বানাতে পারবেন।

সতর্কতা: শেষ দুইটা ড্রাইভ মডিফাই করে প্রাইমারির সাথে মার্জ বা শ্রিঙ্ক করার চেষ্টা কইরেন না, হার্ডডিস্ক এর এমএফটি নষ্ট হইয়া যাবে।

    EasyBCD না থাকলে আপনি শুধু রিকোভারি দিয়ে .৮৭ গিগার পার্টিশন মুছে দিন। এবার কাজ হবে 🙂

D/E ড্রাইভ Delete করে দিলে নতুন ১টা ড্রাইভ বানানো যাবে? ২ টা ড্রাইভ থাকলে ই যথেষ্ট। আমি শুধু চাই খালি যায়গাটা ব্যবহার করতে। ৯.৮৭ গিগার পার্টিশন মুছা যায় না। @ শাওন

    মানে রাফি আর কাওসার এই দুইটা ড্রাইভ? হ্যা মোছা যাবে, ওই দুইটা মুছে ফাকা করে ৯১.৫গিগাবাইটের পার্টিশনের সাথে মিলিয়ে একটা ড্রাইভ বানাতে পারবেন। রিকোভারি ড্রাইভ না মুছলে লিনাক্স এর যেকোন সিডি থেকে বুট করে কাজ করুন অথবা GParted এর সাহায্য নিন

      আমি ১টি partition delete করে ও দেকছি কিন্তু কাজ হয় নি। যেটা Delete করছি সেটা Free Space Show করে, আর আগের খালি যায়গাটা Unallocated Space Show করে।

একটি Hard Disk সবোর্চ্চ চারটি Primary Partition Support করে। চারটির বেশী Partition প্রয়োজন হলে সবোর্চ্চ ৩টি Primary Partition করে একটি বাকি জায়গাগুলো Extended Partition করে তাকে Logical Drive এ ভাগ করতে হয়। Extended Partition ও এক প্রকার Primary Partition. সবোর্ত্তম পন্থা হলো ১টি Primary Partition করে একটি বাকি জায়গাগুলো Extended Partition করে তাকে Logical Drive এ ভাগ করা। আপনার Hard Disk দেখা যাচ্চে ১ম ৩টি Primary Partition এবং শেষ দুটি Partition Extended Partition এর ভেতর Logical Drive. আপনি EASEUS Partition Master ব্যবহার করে Extended Partition কে বাম দিকে Free Space পযর্ন্ত Resize করে করে নিন। এর পরে Extended Partition এর ভেতর Free Space এ যত খুশি Logical Drive এ ভাগ করুন। ওওওও যত খুশি বললে ভুল হবে সবোর্চ্চ ২৪টি Drive Letter ব্যবহার করতে পারবেন। English Alphabets ২৬টি, Floppy Disk Drive এর জন্য দুটি বাদ বাকী থাকে ২৪টি। কিন্তু DVD Rom ও Flash Drive এর জন্য কিছু Drive Letter রাইখেন।
এটা TechTunes আমার প্রথম Comment Post. মনে হয় বেশী কথা বলে ফেললাম। Plz ভুল হলে ক্ষমা করবেন।

    জাহাঙ্গীর ভাই আপনার প্রথম কমেন্ট কিন্তু অনেক ভালো এবং যুক্তিসঙ্গত হয়েছে। এই প্রথম আমি কাউকে হার্ডডিস্ক এর প্রাইমারি আর লজিকাল এর ব্যপারটা নিয়ে ক্লিয়ার ধারণা থাকতে দেখলাম। ধন্যবাদ 🙂

at last! Jahangir vai is in Techtunes!!
wlkm Bro 🙂
আর আমি নিজেও EASUS Partition Master ব্যাবহার করে কাজ করেছি!
কিন্তু এই ব্যাপারটা জানতামনা! জেনে নিলাম ভাইয়া 🙂