বন্ধ হয়ে যাচ্ছে উইন্ডোজ সেভেনের সাপোর্ট, বর্তমানে উইন্ডোজ সেভেন ব্যবহারকারীরা যা করতে পারেন

আসসালামু আলাইকুম। উইন্ডোজ ৭ রিলিজের এখন ১০ বছরেরও বেশি হয়ে গেছে। ২০০৯ সালের জুলাই মাসের ২২ তারিখে রিলিজ পাওয়া উইন্ডোজ সেভেন মাইক্রোসফটের এখন পর্যন্ত আনা অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে অনেকের কাছেই সবচেয়ে প্রিয়। কিন্তু এখন সময় এসেছে পুরনোকে বিদায় জানানোর। কারণ মাইক্রোসফট ১৪ জানুয়ারী ২০২০ থেকে বন্ধ করে দিবে উইন্ডোজ সেভেনের সাপোর্ট।

পূর্ববর্তী উইন্ডোজ ভিস্তা এবং পরবর্তী উইন্ডোজ ৮ দুটিই বেশ সমালোচিত হয়েছিলো। কিন্তু উইন্ডোজ ৭ কে বেশ সাদরেই গ্রহণ করে নিয়েছিলেন ইউজাররা। কিন্তু সাপোর্ট বন্ধ হওয়ার পর, উইন্ডোজ ৭ ব্যবহার করা আর নিরাপদ থাকবে না। কেননা, যেহেতু এখানে আর কোন সিক্যুরিটি প্যাচ আসবে না, ফলে ভাইরাসের আক্রমণের জন্য উইন্ডোজ ৭ অনেকটাই উম্মুক্ত হয়ে যাবে।

তাছাড়া, স্বাভাবিকভাবেই এখন, এন্টিভাইরাস ও অন্যান্য বিভিন্ন অ্যাপ নির্মাতারা উইন্ডোজ ৭ কে আগের তুলনায় কম ফোকাস করবে। সব মিলিয়ে উইন্ডোজ ৭ এখন ব্যবহার না করাটাই নিরাপদ হবে।

তবে অবশ্য আপনি চাইলে উইন্ডোজ ৭ ব্যবহার চালিয়ে যেতে পারবেন, কিন্তু আপনার নিরাপত্তাস ঝুঁকি থেকে যাবে। সমাধান হিসেবে, আপনার যদি পকেটে টাকা থাকে এবং আপনার পিসির স্পেক যদি মোটামুটি ভালো হয়, তাহলে আপনি উইন্ডোজ ১০ এ আপগ্রেড করে নিতে পারেন।

অন্যদিকে, কোন লিনাক্স ডিস্ট্রোতে সুইচ করা হতে পারে অর্থ সাশ্রয়ী একটি ভালো অপশন।

সোর্স

https://www.microsoft.com/en-us/microsoft-365/windows/end-of-windows-7-support

https://bn.wikipedia.org/wiki/%E0%A6%89%E0%A6%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%8B%E0%A6%9C_%E0%A7%AD

আমার ব্লগে ঢুঁ মারতে পারেন, আশা করি ভালোই লাগবে। আমার ব্লগ: হযবরল.বাংলা

Level 2

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস