WINDOWS 7 Ultimate install করতে সমস্যা হচ্ছে? সাহায্য চাই !!!

আমি আমার আসুস ল্যাপটপ এ WINDOWS 7 Ultimate install করতে গেলে সমস্যা হচ্ছে। নিচে দেখুন-------

আমার ল্যাপটপ এর Hard Disk এ Partition নীচের মতো, সব গুলি ডিস্ক ই NTFS সিস্টেম শুধু C: ছাড়া। C: তে –file system- FAT , Disc space: 7.79 MB. এটা কিভাবে তৈরী হয়েছে বলতে পারবনা !!-

Primary Drive যেখানে এখন Windows XP ইন্সটল করা আছে সেখানে WINDOWS 7 Ultimate ইন্সটল করতে গেলে নীচের মেসেজ দেখায়-

G: Drive যেখানে এখন 55.00 GB পুরোটাই খালি WINDOWS 7 Ultimate ইন্সটল করতে গেলেওঃ নীচের মেসেজ দেখায়-

অথচ আমার যে ড্রাইভটিতে WINDOWS 7 ইন্সটল করার জন্য সিলেক্ট করেছি তাতে ৫৫.০০ গিগাবাইট জায়গা আছে। আমার ল্যাপটপ এর কনফিগারেশন নীচে দেয়া হলো-

ASUS Laptop

K40IJ Series

Hard Disk: 250 GB

CPU: Pentium(R) Dual-Core CPU T4300 @ 2.10GHz

MEMORY : 2.0 GB

Operating System: Windows XP Professional

সরাসরি সিডি/ডিভিডি দিয়ে বুট করেও ইন্সটল করতে গেলেও একই মেসেজ আসে। কি করি বলবেন কেও?

লিখতে কষ্ট হলে ফোন / মোবাইল নাম্বার দিলে আমি নিজেই ফোন করবো, প্লিজ হেল্পান !!!:#(:#(

এরর মেসেজে PARTITION এর system এর  সমসা বলতেছে। এমন কোন সমস্যা হলে ডাটা অক্ষত রেখে কি করে PARTITION ঠিক করা যাবে জানেন কই?

Level 0

আমি fahimd5। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপ্নার কাছে যদি আলাদা কোন Hard Disk থাকে তাহলে আপ্নার ডাটাগুলো আলাদা Hard Disk এ রেখে WINDOWS 7 সিডি থেকে বুট করে ল্যাপটপ এর Hard Disk এর সবগুলা পার্টিসন ডিলিট করে নতুন করে পার্টিসন করে WINDOWS 7 Ultimate ইনস্টল করতে পারবেন।এছারা অন্য পথ আছে কিন্তু লিখে বলতে পারছি না অনেক সময় লাগবে।[email protected]

Change your setup disk.

Partitions সিলেক্ট করা অবস্থায় Load Driver এ গিয়ে format দিয়ে দেখেন কাজ হয় কিনা। আশা করি কাজ হবে যদি পূর্বে এটা না করে থাকেন।