আপনার ল্যাপটপ কি পুরুষ নাকি মহিলা আজই জেনে নিন।

হ্যালো টিউনারস,
আসসালামুয়ালাইকুম।আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি।আজকের এই পর্বে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মজার একটি কম্পিউটার ট্রিক্স নিয়ে।
আশা করি সবার ভাল লাগবে।অনেকে হইত জানেন অনেকে হইত জানেননা।যারা জানেননা তাদের জন্যই টিউন টি করা।
চলুন আসল কাজ সুরু করা যাক।

আজকের টিউনে আমি আপনাদের দেখাব আপনার ল্যাপটপ টি কি পুরুষ নাকি মহিলা।
সুনে হইত অবাক লাগছে ল্যাপটপ আবার পুরুষ মহিলা হয় নাকি। তো আজকে আমি আপনাদের কে এই মজার বিশয়টি দেখিয়ে দিব।

এর জন্য আপনাকে জা জা করতে হবে।

১।প্রথমে নোটপ্যাড ওপেন করুন।

২।এরপর নিচের এই কোড টুকু লিখুন।

Dim speaks, speech

speaks="hello world"

Set speech=CreateObject("sapi.spvoice")

speech.Speak speaks

এই কোড টি নোটপ্যাড এ পেস্ট করুন।

৩।এরপর সেভ এস এ গিয়ে filename.vbs নাম দিন।খেয়াল রাখবেন নাম জাই হক না কেন .vbs জেন শেষে থাকে নাহলে কাজ করবেনা।
৪।এরপর ফাইল টি সেভ করুন।

তারপর ক্লিক করুন .vbs ফাইল টি তে।এখানে আপনি hello world এর জায়গায় অন্য কিছু লিখতে পারেন এবং দেখবেন আপনার ল্যাপটপ টি সেটা পরে সুনাচ্ছে।তো আপনার ল্যাপটপ যদি পুরুষ হয় তাহলে পুরুষ গলায় আর মহিলা হলে মেয়ে কন্ঠে সুনতে পারবেন কথা।

তো আশা করে সবাই বুজতে পেরেছেন।কেউ যদি বুজতে না পারেন তাহলে নিচের ভিডিও টি দেখতে পারেন।

আর যদি অন্য কোন সমস্যা থাকে তাহলে অবশ্যয় টিউমেন্ট এ জানাবেন।চেস্টা থাকবে সল্ভ করে দেয়ার।

আর চাইলে আমার চ্যানেল এ ঘুরে আসতে পারেন বিভিন্ন কম্পিউটার এর সলিউসন এর জন্য। ধন্যবাদ।

Level 0

আমি নিশান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vaggis chele, noile to amar bou amare…