হ্যালো টিউনারস,
আসসালামুয়ালাইকুম।আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি।
আজকের এই পর্বে আমি আপনাদের দেখাব কিভাবে উইন্ডোজ এর লোকাল ড্রাইভকে খুব সহজে হিডেন করা যায়।
অনেক সময় আপনার হইত অনেক পারসনাল ফাইল থাকে যেগুলো হইত আপনি হিডেন করে রাখতে চাচ্ছেন। সেগুল হইত জিপ করে রাখাও অনেক সময়ের বিষয়।
সুতরাং পুর লোকাল ড্রাইভ আপনি হিডেন করে রাখলে এই সমস্যার সমাধান পাওয়া যায়।
চলুন সুরু করা যাক।
১।প্রথমে my computer এর উপর mouse রেখে right click করবেন।
২।এরপর manage অপশনটি সিলেক্ট করুন।
৩।এরপর একটা উইন্ডো আশবে।সেখানে disk management অপশন এ ক্লিক করুন।
৪।এরপর আপনি যেই ড্রাইভটি হিডেন করতে চান সেটার উপর right click করবেন।এরপর change drive & letter path সিলেক্ট করুন।
৫।এরপর রিমুভ অপশন টি ক্লিক করুন। দেখবেন আপনার লোকাল ড্রাইভ টি হিডেন হয়ে গেছে।
এভাবে খুব সহজে আপনি আপনার লোকাল ড্রাইভ টি হিডেন করে ফেলতে পারবেন।
এখন এটাকে কিভাবে ফিরিয়ে আনবেন সেটা বলছি।
১।যেই ড্রাইভটি হিডেন করেছেন অইটার উপর right click করবেন।এরপর change drive & letter path সিলেক্ট করুন।
২।এখন আপনি add অপশন টি সিলেক্ট করুন।এরপর আপনি যে কোন একটা লেটার দিন।অকে করুন।
দেখবেন আবার সেই হিডেন ড্রাইভ ফেরত এশে গেছে।
আশা করি সবাই বুজতে পেরেছেন।যদি কেউ বুজতে না পারেন তাহলে এই ভিডিও টি দেখতে পারেন।
https://www.youtube.com/watch?v=-T5Zj0AhLRE
আর যদি কোন সমস্যা হয় টিউমেন্ট এ অবশ্যয় জানাবেন।
আমার চ্যানেল এ চাইলে ঘুরে আসতে পারেন।
আমি নিশান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি লিখেছেন- “যেই ড্রাইভটি হিডেন করেছেন অইটার উপর right click করবেন।” তাহলে আর হিডেন হল কই?