আপনার Laptop এর সিডি/ভিভিডি ড্রাইভ নস্ট Windows দিতে পারছেন না (নিয়ে নিন সমাধান)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

মাঝে মাঝে আমাদের Windows এর প্রবলেম এর কারনে Windows চালু হয় না, আর এরই মধ্যে আপনি Windows দিবেন দেখেন যে CD/DVD রম কাজ করছে না, তখন যে কত বিরক্তি লাগে যার সমস্যা হয় সে ছাড়া আর কেউ জানে না। আজ আমি এমন এক সমাধান দিব যে আর দ্বারা আপনি সমস্যা থেকে সমাধান পাবেন। আর বর্তমানে কিছু নোট বুক আছে যার মধ্যে কোণ CD/DVD থাকে না তখন ও এই সমস্যা থেকে মুক্তি পাবেন। আজকের টিউনে।

তাহলে আসুন শিখে নিয় ছোট কাজের টিপস টি।

প্রথমে এখান PowerISO সফট টি ডাউনলোড করে ISO ফাইল তৈরি করার জন্য।
ডাউনলোড হয়ে গেলে তারপর চালু করুন।
এখন মেনুবার থেকে Tools>Make CD/DVD/Blu-ray Image File এ ক্লিক করুন, তার আগে আপনার CD/DVD রোমে Windows এর সিডি রাখতে হবে। এখন মনে প্রশ্ন আসতে পারেন আমার তো CD/DVD রম নস্ট আমি কিভাবে এই কাজ টা করব, আপনি অন্য CD/DVD ভাল এ এই কাজটি করতে হবে।

তাহলে নিচের মত আসবে, Source drive আপনার DVD ফাইলটি দেখিয়ে দিন আর Destination file .iso এর ফাইলটি কোথায় সেভ হবে তা দেখিয়ে দিন।

সবশেষ OK তে ক্লিক করুন, আর ১০/১২ মিনিট অপেক্ষা করুন।

ব্যাস তারপর দেখুন আপনার Windows এর একটি ISO ফাইল তৈরি হয়ে গেল।

এখন আমরা শিখব ISO ফাইল কে বুটেবল হিসাবে PENDRIVE এ রুপান্তর করব, মানে এই ISO File দিতে আমরা Windows দিব PENDRIVE দিয়ে।

২। এখন আবার PowerISO চালু করুন পেন ড্রাইভ কে বুটেবল করার জন্য,

তারপর Tools menu থেকে Create Bootable USB Drive এ ক্লিক করুন।

তারপর Source Image File এ আপনার ISO / সিডি কপি করা ফাইলটি দেখিয়ে দিন।
Destination USB Drive এ আপনার PENDRIVE টি দেখিইয়ে দিয়ে Start এ ক্লিক করুন।

কিছুক্ষণ সময় নিবে বুটেবল হতে তাই ততক্ষন পর্যন্ত অপেক্ষা করুন। যদি নিচের মত লেখা আসে তাহলে বুঝে নিতে হবে আপনার কাজ শেষ।

ব্যাস তৈরি হয়ে গেল বুটেবল পেন ড্রাইভ এইবার আপনি নিজেই পেনড্রাইভ দিয়ে Windows দিন খুব সহজে।

বুটেবল পেন ড্রাইভ

টিউন থেকে বিদায় নিয়ে যাওয়ার আগে যে কথা গুলো না বললে নয়ঃ

আমার কষ্টের টিউন যদি আপনাদের মনে একটু ভাল লেগে থাকে, আর বুঝতে কোন প্রকার অসুবিধা হলে, নিচে টিউমেন্টের মাধ্যেমে আপনার মতামত জানাতে ভুলবেন না। কারন আপনার টিউমেন্ট এর দ্বারা আমি বুঝতে পারব, আমার টিউনটি করা সার্থক হয়েছে কিনা। আর আপনি অনেক কিছু শিখে যাবেন একটি মতামত জানাতে পারবেন না এটা কেমন কথা, টিউমেন্টে টিউনারদের উৎসাহিত করবেন। এখানে শিখতে এসেছেন কিছু শিখার চেষ্টা করুন, অযথা স্প্যাম করবেন না, কারন আপনার দেখাদেখি অন্যারা স্প্যাম করতে শিখবে, অযথা টেকটিউনস এর মনোরম পরিবেশ নষ্ট করবেন না। আর টিউনটি যদি ভাল লেগে থাকে এবং নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন করতে পারেন। সর্বশেষ যে কথাটি বলবো- সবাই মিলে করবো মোরা টেকটিউনস কে মনোরম পরিবেশ, আজ এখানেই আমার টিউনটি শেষ। ইনশাআল্লাহ দেখা হবে আগামী টিউনে। সে পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।

ফেইসবুকে আমি

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    ধন্যবাদ ১ম টিউমেন্ট এর জন্য @ Media/dropbox তে আপলোড দিলাম তাও ফাইল সমস্যা @ তাই অবশেষে 4shared তে আপলোড দিলাম দেখি এখানে ঠিক আছে @ এবার ডাউনলোড করুন কোন প্রকার সমস্যা ছাড়া।

    সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন >>>https://userscloud.com/p7evmqdwh9ys

যাদের ডাউনলোড করতে সমস্যা হচ্ছে, তারা সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন >>>https://userscloud.com/p7evmqdwh9ys

তা তো বুঝলাম।

টিউনটি করার জন্য আপনাকে ধন্যবাদ।

কিন্তু এ বিষয়ে আমি একটি সমস্যার সম্মুখীন হচ্ছি।
সেটা হচ্ছে আমার দুটো পেনড্রাইভ যার মধ্যে দুটোই বুট হয়
কিন্তু তার মধ্যে একটিতে সমস্যা।
সমস্যাটি হল যখন আমি partition formate or delete kore next এ ক্লিক করি তখন আর
কাজ করে না। কিন্তু আমার অপর পেনড্রাইভটি ঠিকই কাজ করে।

তাহলে সমস্যাটি কোথায়?
আগেই বলে রাখি যে আমার যে পেনড্রাইভে এ সমস্যা সেই পেনড্রাইভটি USB 3.0

tx apni kub valoo valo full version software niye tune koren seguli aMR KHUB valo lage,

place help me, windows10 setup দিতে গেলেই recovery, your pc/divice needs to be repair.a component of the operating system expired
error code;0x0000605
you ll” need to use recovery tools dekha. windows setup দিতে parcina.reimage repair tool install hoina.place amake help koren

Level 0

যখন আইএসও ফাইল তৈরি করতে যায় তখন এই মেসেজ পাচ্ছি : Eror Reading Media information
বি:দ্র: আমার ল্যাপটপের ডিভিডি রম নষ্ট, অপারেটিং : উইনডোস 7, পাওয়ার আইএসও ভারর্সন: 6.2
টিউনারের দৃষ্টি আকর্ষণ করছি, ধন্যবাদ।

আমি চেষ্টা করছি,যদি হয় আমি খুব খুশি হব।

ভাই আমার ৩২ দেয়া আছে,তাই কাজ করছেনা?