কেমন আছেন সবায়। আশা করছি ভাল। আমি ভাল আছি আলহামদুল্লিাহ।আজ আবার উপস্থিত হলাম আরেকটি টিউন নিয়ে।এটা আমার ২য় টিউন।আমার প্রথম টিউনটি ছিল pc এবং android কে voice amplifier বানানোর। টিউনটি এখান থেকে দেখে নিতে পারেন। আজ আমি আপনাদেরকে দেখাব কিভাবে আপনি আপনার pc তে windows xp,vista,7,8 এর পাসওয়ার্ড খুলবেন না জেনেই।এডমিন হোক বা উজার। অনেক সময় আমরা আমাদের পাসওয়ার্ড হারিয়ে ফেলি। এটা বেশীরভাগ অতি নিরাপত্তার জন্য হয়ে থাকে। administrator দিয়ে শক্ত পাসওয়ার্ড দেই পরে দেখি নিজেই পাসওয়ার্ড ভুলে গেছি। (আমার কখোনো এরকম হয়নি) তারপর কি করবেন ফরমেট করবেন না windows লাগাবেন না youtube দেখবেন ? youtube এ বেশীর ভাগেই সবায় safe mode দিয়ে administrator এ ঢুকে আপনি কি করবেন ? আপনি তো administrator উস করছেন।এই খেত্রে আপনার কি করা উচিত দেখে নিন। আপনার পাসওয়ার্ড এর জায়গাটা খালি করে দিন pc login now 2.0 সফ্টয়্যারটি দিয়ে। আগে এখান থেকে iso ফাইলটি Download করে নিন। তারপর একটি ব্লাংক ডিস্কে বার্ন করুন। ইউএসবি দিয়ে বুট নাও হতে পারে জানিনা। আপনার কাছে power iso না থাকলে এখান থেকে download করে নিন। এবার আপনার কম্পিউটারটি স্টার্ট করে boot menu তে প্রবেশ করুন।first boot device cd/dvd রুম select করুন। রিস্টার্ট করে boot শুরু করুন।কিছু সময় loading হবে তারপর এই screen টি আসবে।
next বাটনে ক্লিক করুন।
আপনার operating system বেছে নিন।তারপর next বাটনে ক্লিক করুন।
আপনার user select করে password is empty তে চেক দিয়ে next এ ক্লিক করে বেরিয়ে আসুন। আপনার কাজ শেষ। রিস্টার্ট হবে।ডিস্ক চেকিং হবে তারপর login হয়ে যাবে। আজ এই পর্যন্তই।
ধন্যবাদ।
ভাল থাকবেন।
আমি আহমাদ কাফী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 53 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Prieo tunes e rakhlam ! Jodi kaz kore tahole valo . Kono time e kaz e lagbe thanks 🙂