আপনারা সবাই কেমন আছেন,
আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব
সময় ভালো থাকেন
এই কামনা রইলো।
কম্পিটারের স্ক্রীন রেকর্ডারের জন্য
অসংখ্য সফটওয়্যার রয়েছে। কিন্তু
আপনি কোনটি বেছে নিবেন? নিশ্চয়ই ঐ
সফটওয়্যারটিই যেটি সবচেয়ে ভালো
এবার নিচ থেকে Software টি Download করুন
******** Advantage.......
১) ভিডিও কিংবা ইমেজ সরাসরি হার্ড
ড্রাইভে সেভ হবে।
২) ভিডিও গুলো avi,wmv, flv, mpg, mp4, mov
এবং অন্যান্য ফরমেটে করতে পারবেন।
৩) সম্পূর্ণ স্ক্রীন কিংবা আপনার পছন্দ মত
স্ক্রীনের যে কোন সাইজ রেকর্ড
করতে পারবেন
।
৪) রেকর্ড করার সময় মাইক্রোফোন
রেকর্ডিং অর্থাৎ আপনার কথা রেকর্ড
করতে পারবেন।
৫) আপনার কথার
পাশাপাশি ইচ্ছে করলে বক্সের সাউন্ড
অর্থা সিস্টেম সাউন্ড রেকর্ড
করতে পারবেন।
৬) মাউস হাইলাইট কিংবা হাইড করে ভিডিও রেকর্ড
করতে পারবেন।
আসুন App টির Screenshot দেখে নেই
আমার সাইট http://trickmela.com Visit করবেন।
আমি শিমুল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল হইছে এই মাত্র download করলাম