এখনি আপনার Windows 7 কে জেনুইন করে নিন

কেমন আছেন আপনারা। আশা করছি মহান আল্লাহ তায়ালা সবাইকে খুব ভালো রেখেছেন। সবাই ভালো থাকলেই ভালো লাগে। তো অনেক কথা হয়েছে এবার মূল কথায় আসা যাক।

মূল কথা হল বর্তমানে বাংলাদেশে অধিক সংখ্যক লোক Windows 7 ব্যবহার করে। যদিও খুব সম্প্রতি Windows 9 রিলিজ হওয়ার কথা শোনা যাচ্ছে। যাই হোক আমরা যারা Windows 7 ব্যবহার করি তারা Windows 7 ব্যবহার করি ঠিকই কিন্তু Genuine করতে পারি না।

তাই আজ আমি আপনাদের এমন একটি সফটওয়্যার দিব যা দিয়ে আপনি আপনার Windows 7- কে Genuine করতে পারবেন। এই সফটওয়্যারটির নাম হল Windows 7 Loader । এটির ব্যবহার তেমন কোন জটিল বিষয় নয়। খুব সহজেই আপনি আপনার Windows 7 কে Genuine করতে পারবেন।

ব্যবহারের নিয়ম====>

১. প্রথমে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

২. তারপর এটি Extract করে নিন।

৩. এখন আপনি .exe ফাইলটা ইন্সটল দিন।

৪. হয়ত Restart চাইতে পারে, যদি চাই তাহলে দিবেন।

আমি সবসময় চাই আমি যা জানি তা অন্যদের জানাতে। তাই আমার এই জানার পরিমাণটা আরও বাড়িয়ে দিতে আমার এই ব্লগ থেকে একটু ঘুরে আসুল এখান থেকে

আর এই ধরনের আরও বিষয় জানতে আমাদের এই  ফেসবুক ফ্যান পেইজের সাথে থাকুন।

Level 0

আমি Mizanur Rahaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I think everything is possible if you want.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thanks vai ata ami khujchilam.

Level 2

amar kache ai software ta agei chilo…. 🙂
ami akta help chai tune somondhe.ami jokhon tune korbo tokhon thumbnail image kivabe set korbo??