কিভাবে নোটিফাই অপশন ডিজএ্যাবেল করা যায়? নতুনদের জন্য। সেই সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেকেন্ড শিপ্ট (ওয়েটিং) রেজাল্ট দেখতে ঘুরে আসুন আমার আকাশে।

কিভাবে নোটিফাই অপশন ডিজএ্যাবেল করা যায়? নতুনদের জন্য এই ছোট্ট টিউন অনেক কাজে দিবে আশাকরি।

দয়াকরে গুরু, বস, স্যার, জনাব, ওস্তাদ, অনারএ্যাবল, পন্ডিত, বিশেষজ্ঞ, বড় ভাই, গডফাদার অথবা পূর্ব লেখকদের জন্য এই টিউন নয়।

সাধারণত উইন্ডোজ 7 এ এই সমস্যা প্রায়ই দেখা যায় যে, কোন প্রোগ্রাম সেটআপ দেওয়ার আগে ছোট্ট একটা পপ আপ উইন্ডো আসে যেটা অনেকের কাছে বিরক্তকর মনে হতে পারে। নিচের ছবিটির দিকে খেয়াল করলেই মনে পরে যাবে।

এটির অপশন খুব সহজে বন্ধ করে দেয়া যেতে পারে।

১। ক্লিক স্টার্ট

২। ক্লিক কন্ট্রোল প্যানেল

৩। ক্লিক ভিউ বাই থেকে স্মল আইকনস ( প্যানেলের ডান পাশে ছোট আইকন দেখুন)

৪। ক্লিক এ্যাকশন সেন্টার

৫। ক্লিক চেন্জ ইউজার এ্যাকাউন্ট কন্ট্রোল সেটিংস ( উপরে বামে লাল বক্স) চিত্র খেয়াল করুন।

৬। ক্লিক অলওয়েজ নোটিফাই অথবা নেভার নোটিফাই অথবা পছন্দের ক্যাটাগরি সিলেক্ট করুন।

৭। ক্লিক ওকে।

অবশ্যই ইমেজ ফলো করে কাজটি করুন। সমাধান পাবেন।

ধন্যবাদ সকলকে। ভুল হলে ক্ষমা করবেন। মন চাইলে আমার আকাশে ঘুরে আসতে পারেন। আর না চাইলে ভুলেও ক্লিক করবেন না। আমরা আমরাই তো। ইউ ক্যান গেট এ্যানিমোর এ্যাট ইয়োর হোম।

আমার সাইট 

এই মূহুর্তে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেকেন্ড শিপ্ট রেজাল্ট দিবে ওয়েটিং লিষ্ট এর। মন চাইলে দেখে আসতে পারেন। 

Level 0

আমি skytipsbd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 233 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আগেই জানা ছিল

    Level 0

    @Roni the X-man: একটু দয়াকরে চোখ রাখুন ভাই।
    দয়াকরে গুরু, বস, স্যার, জনাব, ওস্তাদ, অনারএ্যাবল, পন্ডিত, বিশেষজ্ঞ, বড় ভাই, গডফাদার অথবা পূর্ব লেখকদের জন্য এই টিউন নয়।