কেমন আছেন সবাই আসা করি ভাল। অনেক দিন পর টিউন করতে বসলাম। আমি জানালা ৭ এর জন্য কিছু থিম দিব আসা করি ভাল লাগবে। আমার জানা মতে এইটা কেউ শেয়ার করেনি। তাই করতেছি। অবশ্য আমি এখন জানালা ৮.১ এ চলে এসেছি ।
যাই হোক কাজের কথায় আসি। জানালা ৭ এ কিছু থিম এমনিতেই থাকে কিন্তু এক জিনিস আর কত ভাল লাগে। আমি ওই থিম গুলার সাথে যদি কিছু নতুন যোগ করি ভালই লাগবে কি বলেন। প্রথমে আপনাকে জানতে হবে আপনার পিসি কি ৩২ বিট না ৬৪ বিট।
যদি ৩২ বিট হয় তাহলে নিচের ফাইল টা নামান
এবং ৬৪ বিট ইউজাররা নিচের ফাইল টা নামান
যার যেই ফাইল তারা সেটা নামিয়ে সেটআপ দিয়ে ফেলান এবং পিসি টাকে একটা restart দেন। এইবার আমরা থিম দিব। নিচের থিম গুলা নামিয়ে নিন । মিডিয়া আগুনে দিলাম 😀
থিম গুলাকে unrar করে নিন ভিতরে অনেক গুলো থিম পাবেন সেগুলাকে নিচের ফোল্ডার এ পেস্ট করে, পিসি কে এক বার restart দিলে ভাল হয়। C:\Windows\Resources\Themes
😀 এবার ডেক্সটপ এ রাইট ক্লিক করে personalize ক্লিক করে দেখেন ত নতুন কিছু পান কিনা 😀
কেমন লাগলো থিম গুলো, জানাবেন। কোনো সমস্যা হলে কমেন্ট করবেন…ধন্যবাদ
আমি সারোয়ার হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 424 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আলাদা করে যদি স্ক্রিন শট দিয়ে দিতেন তাহলে ভালো হত।