উইন্ডোজ ৭ এর লগ ইন স্ক্রীন নিয়ে বিরক্ত, এবার যোগ করুন একটি নতুন স্টাইল

আসসালামুয়ালাইকুম । কেমন আছেন আপ্নারা সবাই ? আশা করি ভাল আছেন । আমি ভাল আছি  । আজকে আপনাদের দেখাব কীভাবে উইন্ডোজ ৭ এর লগ ইন স্ক্রীন চেঞ্জ করতে হয় ।  আমি আপনাদের ব্যাকগ্রাউন্ড এর কথা বলছি না । আমি পুরা স্টাইল এর কথা বলছি ।

প্রথমেই মাফ চাই আপনাদের সবার থেকে কারণ ইর পোস্ট এর উপর আমি আপনাদের কমেন্ট এর উত্তর দিতে পারব না , পারলে আজকের মধ্যেই দিতে পারব কারণ আমার ফাইনাল এক্সাম শুরু হবে শনিবার থেকে ।

কাজে আশা যাক । আমরা সবাই উইন্ডোজ  ব্যবহার করি । আমি উইন্ডোজ ৭ এর পাশাপাশি উইন্ডোজ ৮ ও ব্যবহার করি । উইন্ডোজ ৭ এর একটি সুবিধা হল আপনি ইচ্ছা মতো কাস্টমআইজ করা যায় । এর আগেও একজন এরকম উইন্ডোজ ৭ এর লগইন স্ক্রীন পরিবর্তন এর পোস্ট করেছিল কিন্তু সেই ফাইলটি ছিল ৭০ এমবি ও অনেকের সমস্যা হয়েছে । তাই আজকে আমি আপনাদের এটা সেফ ভাবে ইন্সটল করা শিখাব । প্রথমে এই লিঙ্ক থেকে ফাইল টি ডাউনলোড করে নিন ।এখানে ক্লিক করুন

এরপর ফাইল এক্সট্রাকট করুন । পাসঃsugata

এরপর যা করণীয়ঃ

  • InstallTakeOwnership.reg নামক ফাইল টি রান করুন এবং ইয়েস দিন।
  • Win7LogonBackgroundChanger.exe খুলুন এবং এই ফোল্ডার টি সিলেক্ট করে Dark_Metro.jpg সিলেক্ট করে অ্যাপ্লাই দিন । একটা এররর দিবে । সমস্যা নাই এই এররর টি আসে । এখন alt+ctrl+del চাপুন আর দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ড বদলায় গিয়েছে ।
  • এরপর 64bitchecker.exe রান করুন ।
  • যদি ৩২ বিট দেখায় তাহলে Resources ফোল্ডার থেকে x86 এ যান ।
  • যদি 64 বিট দেখায় তাহলে Resources ফোল্ডার থেকে x64 এ যান ।
  • এখানে authui.dll নামে একটি ফাইল পাবেন । এই ফাইল কে কপি করুন ।
  • C:\Windows\System32 এ গিয়ে authui.dll খুজে রাইট ক্লিক করে take ownership দিন । এবার ফাইল টি রিনেম করুনঃauthui.dll.bak(নাম বদলানো যাবে না)
  • এবার আমার দেওয়া authui.dll টি পেস্ট করুন । এবার alt+ctrl+del চাপুন আর দেখবেন আপনার লগইন বদলায় গিয়েছে ।

যদি কিছু না আসে আর কিছুক্ষণ পর একটা কালো স্ক্রীন আসে তাহলে এরকম করুনঃ

উইন্ডোজ ৭ এর ডিস্ক ঢুকান । রিপেয়ার সিলেক্ট করুন command prompt ওপেন করে এই কোড টি লিখুনঃ

cd %windir%\system32
del authui.dll
ren authui.dll.bak authui.dll

বা
নিচের কোড টি দিতে পারেন তবে এটি খুব স্লো
sfc -scannow

যদি উপকৃত হন বা কোন সমস্যা হয় তাহলে কমেন্ট করুন ।

ধন্যবাদ

Level 0

আমি sugata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 233 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আপনাকে

Level 0

dur

    Level 0

    @felu da: কি হল ?

বেশ ইন্টারেস্টিং! আপাতত উইন্ডোজ ৮.১ চালাচ্ছি তো, পরে সু্যোগ পেলে চেষ্টা করে দেখব। পোস্ট প্রিয়তে…

Level New

আমার পিসিতে START SAFE MODE,START WITH A NETWORK,START WINDOWS NORMALY এই COMMAND গুলো আসে । start normaly দেয়ার পরেও বার বার আসে । কি করি ? WINDOWS 7

    Level 0

    @JOYANTA: ভাই সমস্যা হলে কি করতে হবে বলেছি তো