উইনডোজ সেভেন এর মিডিয়া প্লেয়ার দিয়ে এমপি থ্রি গানের কভার ফটো পাল্টিয়ে নিজের ছবি বসিয়ে দিন।

সবাইকে সালাম জানিয়ে আমার টিউন শুরু করছি। আজকে যে টিউনটি আপনাদের মাঝে শেয়ার করব তাহলো Win 7 মিডিয়া প্লেয়ারের মাধ্যমে mp3 গানের কভার ফটো পাল্টিয়ে নিজের ছবি বসিয়ে দিন। কাজটি দুই ক্লিকে হয়ে যাবে ।

------------------------------------------------------------------------------------------

-----------------------------------------------------------------------------------------

-------------------------------------------------------------------------

চলুন দেখি কিভাবে করা যায়। প্রথমে যে কাজটি করতে হবে তা হলো আপনি যে ছবিটি সেট করবেন তা বের করে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করুন। ছবির সাইজ 300*300 px হলে ভালো হবে। নিচের চিত্রে কাজটি দেখালাম আমার ছবিটি ডেক্সটপে ছিল তারপর কপি করলাম।

2 এবার মিডিয়া প্লেয়ারটি চালু করুন। চিত্রে দেখানে চিহ্ন টি ক্লিক করুন।

3 এখন যে কাজটি করব তা ছবি বসানোর ধাপ নয় এটা হচ্ছে আপনি যে গানটিতে ছবি সেট করতে চান সেটা ব্রাউজের মাধ্যমে ওপেন করার পদ্ধতি। প্রথমে আপনি ঠিক করুন কোন গানটিতে সেট করবেন এবার যে কোন একটি ড্রাইবে একটি ফোল্ডারে সংরক্ষন করুন এবার নিচের চিত্রের মত আপনার গানটি বের করুন যেমন প্রথমে Library তে গিয়ে Music সেট করুন তারপর মিউজিকের ডানের এরোটি ক্লিক করুন সেখানে Folder সিলেক্ট করুন তারপর যে ড্রাইভে গানটি রাখছেন সেই ড্রাইভ লেটারটি দেখান। নিচে দেখেন আপনার ফোল্ডারটি আছে কিনা তার উপর ডাবল ক্লিক করুন এবার আপনার পছন্দের গানটির উপর ডাবল ক্লিক করুন।

4 এবার মনে আছে আপনি যে আপনার ছবিটি কপি করেছেন এবার আপনার পছন্দের গানটির উপর মাউস রেখে ডান বাটন ক্লিক করুন Paste album art এ ক্লিক করুন ব্যাস ছবি পরিবর্তন হয়ে যাবে এবার যে খানে আপনি গানটি রেখেছেন সেখানে গিয়ে গানটি চালু করুন আপনার ছবিটি মিডিয়া প্লেয়ারে সো করবে। ছবিটি মিডিয়া প্লেয়ারে সামনে আনার জন্য এই কাজটি করে নিন। মিডিয়াপ্লেয়ারের উপর ডান বাটন ক্লিক করুন Visualizations থেকে Album art সিলেক্ট করে দিন আপনার ছবি মিডিয়া প্লেয়ারে বড় করে দেখতে পাবেন।

আশা করি বুঝতে পেরেছেন। এখানে পছন্দের গানগুলি বের করা একটু ঝামেলা ছবি সেট করা একদম সহজ। আমার টিউন শেষ করলাম আবার দেখা হবে । ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

=ভায়োলাইজেশন = কথা টার মানে বুঝা গেল না ?

    Level 0

    @রাহাতুল ইসলাম: সরি Visualizations থেকে Album art

Level 0

কাজটি দুই ক্লিকে হয়ে যাবে?

    Level 0

    @felu da: ভাই xp তে এত কিছু করতে হয় না মানে গান খোজতে হয় না কিন্তু 7 এ গানগুলি ব্রাউজ করে নিতে হয় এক্ষেত্রে এই কাজটি এই প্রক্রিয়ার জন্য নয়, খোজার জন্য আর 2 ক্লিক মানে কপি এবং পেষ্ট।

Level 0

ha ha ha ha Felu da……darun bolechen!

Level 0

Thanks

kaje lagbe
thanx