এবার pendrive দিয়ে windows install করুন

আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টিটিতে এটা আমার প্রথম টিউন। তাই ভূল হলে মাফ করবেন। কথা না বাড়িয়ে আসল কথাই আসি। আমরা সাধারণত CD/DVD দিয়ে Windows ইন্সটল করে থাকি। তবে পিসির CD/DVD drive নষ্ট হয়ে গেলে Windows ইন্সটল করতে পারি না। তাই, আজ আমরা pendrive  কে bootable করে windows ইন্সটল করা শিখব।

যা যা লাগবেঃ

১. একটি পিসি

২. একটি Pendrive

৩. “WIN TO FLASH” নামের একটি software.

৪.CD/DVD থেকে পিসিতে copy করে রাখা একটি Windows ফাইল

প্রথমে এই লিঙ্ক হতে সফটওয়্যারটি ডাউনলোড করুন। লিঙ্কঃ http://www.softpedia.com/get/System/System-Miscellaneous/WinToFlash.shtml

তারপর জিপ ফাইলটি Unzip করুন। সফটওয়্যারটি run করুন। Next করতে থাকুন। কিছুক্ষণ পর দেখবেন software টি windows files path চাচ্ছে। তখন copy করে রাখা windows files এর folder টি দেখিয়ে দিন। এরপর ৬-৮ GB storage এর pendrive insert করুন এবং format দিন। “WIN TO FLASH” নামের software টি তে USB drive এ আপনার pendrive টি দেখিয়ে দিন। Next করুন। এরপর দেখবেন কাজ শুরু হয়েছে। ১০০% হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ১০০% হলে পিসি restart দিন এবং boot menu থেকে USB Drive কে দেখিয়ে দিন। ব্যস CD/DVD এর মত windows install হবে। এভাবে দ্রুত windows install করা যাই।

বি়. দ্রঃ আপনার motherboard অবশই boot from USB enabled হতে হবে।

এর আগে এই post Techtunes এ করা হলে আমি দুঃখিত। সবাই ভালো থাকবেন। আল্লাহ্‌ হাফেয।

Level 0

আমি ABBAS007। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

CD/DVD থেকে পিসিতে copy করে রাখা একটি Windows ফাইল—-?

আমি জানতে চাচ্ছি এই ফাইলটি কি Windows সেটআপ সিডি র ফাইল
ধন্যবাদ“ জানাবেন প্লিজ।

Vai iso file deya ki ai vabe setup deya jabe. Plz reply koren.

ভাই আমার প্রবলেম হল যখন পেন ড্রাইভ দিয়ে পিসি সেট আপ দেই তখন New Volume : D আসে না । এর কারন টা কি ?

vai kaw ki amak aktu help krben

1gb kine net use kri ami but ei 1gb er modde ami mone hoi 600mb use krtha pari but
r mb gola amr leptop e kaipelthache bujthachi na ki krbo ..
modem lagaile hoilo automatic mb kata shoro

ami gp modem diya teletalk sim use kri plz plz help meeeeeeeeeeeeeeeeeeeeeee

help meeeeeeeeeeeeeeeeeeeee help meeeeeeeeeeeeeeeeeee

Level 0

iso file diye hobe

Level 0

ha windows dvd te thaka sob file copy korte hobe@আসাবুর রহমান

Level 0

আসাধারন টিউন । আনেক কাজে লাগলো