Windows এর ভিতর লুকিয়ে থাকা থিমগুলো দেখতে চান ?

সবাই আশা করি ভাল আছেন। আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি Windows এর একটা জটিল ট্রিকস নিয়ে। Windows এ সাধারণভাবে ৭টি Aero Themes থাকে। বাকি আরও থিম Hidden করা আছে এগুলো কিন্তু অনেকেই জানেন না। তাই আজকে আমি আপনাদের দেখাবো বাকি থিমগুলো কিভাবে বের করা যায়।

  • প্রথমে সাধারণভাবে আপনার My Computer Open করুন। তারপর Organise এ ক্লিক করে Folder Options এ ক্লিক করুন।
  • এরপর View Tab এ ক্লিক করুন।
  • এরপর Advanced Settings এ Hidden files and folders লক্ষ্য করুন। এখানে "Show hidden files, folders, and drives." Select করুন।
  • তারপর "Hide protected operating system files (Recommended)." লেখাটা Uncheck করে দিন।

  • এরপর আপনি এই prompt টা পাবেন। Yes এ ক্লিক করুন।

  • তাহলে ঠিক নিচের মত হবেঃ

  • এরপর Apply এ ক্লিক করে OK তে ক্লিক করে নিন। অর্ধেক কাজ শেষ।
  • এইবার আসল কাজ করার পালা। এখন আপনার Windows Drive  এ গিয়ে Windows\Globalization\MCT লিখুন। ঠিক নিচের মতঃ

  • তারপর Enter চাপুন। দেখুন আসল জিনিস বের হয়ে গেছে। এগুলো প্রত্যেকটাই একেকটা Hidder থিমের Folder.

  • এই Folder গুলোতে ঢুকুন। উদাহরণস্বরূপ আমি ঢুকলাম MCT-ZA তে।

  • এরকম সব ফোল্ডারেই Theme নামক একটা Folder পাবেন। ওখানে ক্লিক করে Application এ ক্লিক করুন। ব্যাস, ওটা আপনার থিম হিসেবে বাছাই হয়ে যাবে।

আশা করি ট্রিকস আপনাদের ভাল লেগেছে। আর ভাল লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।

Level 0

আমি মেহেদি হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 276 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই এ ছারা windows 7 এ আরো থিম আছে সেগুলো কিভাবে ইউজ করবো বললে খুব ভালো হতো।

উইন্ডোজ ৮-এ C:\\Windows\Globalization এ MCT নামে কোন ফোল্ডারই নেই।