আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই ।
আজ আপনাদের সাথে শেয়ার করব উইন্ডোস সেভেন এর জন্য মুভি মেকার ।
এক্সপি তে মুভি মেকার থাকলেও সেভেন এ নেই । তাই সেভেন এর জন্য মুভি মেকার টা অনেক খুঁজে আপনাদের জন্য নিয়ে এলাম ।
প্রথমে এই লিঙ্ক থেকে এই অ্যাপ্লিকেশান টা ডাউনলোড করে নিন । ডাউনলোড লিঙ্ক
তারপর অ্যাপ্লিকেশান টা ওপেন করেন ওপেন করে একটু সময় দিন তারপর দুটি অপশন দিবে আপনাকে ।
১/ Install all of windows Essential ( Recommended )
এবং
২/ Choose The programs You want to install আপনি যদি সব গুলা সফটওয়্যার একসাথে ইন্সটল দিতে চান তাহলে প্রথম অপশন টি তে ক্লিক করেন আর যদি শুধু মুভি মেকার টি ইন্সটল দিতে চান ২ নাম্বার অপশন এ যান মুভি মেকার ঠিক চিনহ রেখে বাকি গুলা তুলে ইন্সটল এ ক্লিক করেন ।
আশা করি যারা সেভেন এ মুভি মেকার নেই বলে হতাশায় আছেন আপনাদের উপকার হবে । ধন্যবাদ সবাই কে ।
ফেসবুকে আমি । http://facebook.com/myjoybd Join Korte paren
আমি Tahrat Shuvo। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই এটা কি অনলাইনে ইনস্টলার । অফলাইন নাই ?