Windows 7 এর জন্য অসাধারন কিছু কী-বোর্ড Shortcut ট্রিকস, না দেখলেই মিস !

সবাই আশা করি ভালই আছেন। আজ আমি আপনাদের Windows 7 এর জন্য অসাধারন কিছু মজার Shortcuts দিব। এগুলো আপনাদের ভাল লাগবে আশা করি। চলুন তাহলে দেখে নিই Windows 7 এর এই মজার শর্টকাটস গুলো।

  • [Windows + D]  desktop তে ক্লিক করে আপনি আপনার ডেক্সটপকে Show অথবা hide করতে পারবেন।
  • [Windows + Up Arrow] অথবা  [Windows + Down Arrow] তে ক্লিক করে যেকোন Window কে Maximize বা Minimize করতে পারবেন।
  • [Windows + Left arrow] অথবা [Windows + Right Arrow] তে ক্লিক করে যেকোন  Window কে Maximize বা Minimize করে ডানে বামে নিতে পারবেন।
  • [Alt + Tab] এ ক্লিক করে আপনার এই মুহূর্তে যতগুলো Window Open আছে সবগুলো এরকম বক্স আকারে দেখতে পাবেন। তার মধ্যে থেকে আপনি সহজে বাছাই করে নিতে পারবেন।

  • [Windows] + [+] অথবা [Windows] + [-] এ ক্লিক করে আপনি যেকোন জিনিসকে ছোট-বড় করে দেখতে পারবেন। Full Screen, Lens, Docked বিভিন্ন ভাবে এই কাজ করতে পারেন।
  • [Windows + E] ক্লিক করে সহজেই My Computer Open করতে পারবেন।
  • [Windows] + [T] অথবা [Windows] + [SHIFT] + [T] ক্লিক করে Tasbar এ থাকা যেকোন আইটেম Focus করে T ক্লিক করে Hold করে Open করতে পারবেন।
  • [Windows + L] ক্লিক করে সহজেই কম্পিউটার Lock করে ফেলতে পারবেন।
  • [Windows + M] ক্লিক করে সকল Window Minimize করে ফেলতে পারবেন।
  • এটা আমার দেখা সবচে মজার ট্রিকস! তাই এটা সবশেষে শেয়ার করলাম। যা করতে হবে তা হল, [Windows + Tab] ক্লিক করুন। তারপর আমাদের যতগুলো Window Open করা আছে সবগুলো 3D আকারে আসবে। Tab এ ক্লিক করে সিলেক্ট করতে পারবেন।

Level 0

আমি মেহেদি হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 276 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai sesher ta i to holo na

    আমার তো হচ্ছে। আপনার কি সমস্যা তা তো বললেন না।

    @Tanveer Dat:
    আপনি যথাসম্ভব Clasic theme টা ব্যবহার করছেন। শেষ trics টা সচরাচর Aero theme এ কাজ করে।

ভাই কাজের জিনিস, অনেক ভাল লাগল। এরকম আরও চাই।

Level 0

ভাই শেষেরটা জটিল।

Level 0

আপনার সবগুল কি চমৎকার এবং উপকারি। ধন্যবাদ শেয়ার করার জন্য।

নতুন কিছু শর্টকাট থাকলে শেয়ার করুন। 😐

Level 0

vai shesher ta jottillllllllllllllllllllllllllllllllllllll…………………………………………..

Cool!