এক ক্লিকে হাজার হাজার অডিও ফা্ইলে আপনার ছবি যুক্ত করুন

বিসমিল্লা হির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।অনেক দিন ধরে ভাবছি একটা টিউন করব । তাই আজ করেই ফেললাম ।
আশা করি আপনাদের কাজে আসবে ।

গান বাজানোর সময় যার তার ভাল মন্দ ছবি প্লেয়ারে অথবা মোবাইলের পর্দায় দেখতে হয়।প্রথমে যখন ‍উইন্ডোস XP use করতাম , তখন ‍উইন্ডোস মিডিয়া প্লেয়ারের মাধ্যমে আমি অনেক কষ্ট করে পছন্দের গান গুলাতে একটা একটা করে  ছবি যুক্ত করতাম । আর এখন ‍উইন্ডোস 7 use করি , যাতে মিডিয়া প্লেয়ারের মাধ্যমে ছবি যুক্ত করার কোন পদ্ধতিই নাই । আর এত দিন কারো কাছে এটা পাই নাই । 2 দিন আগে উঠে-পডে লাগলাম এইটার পেছনে ।

অবশেষে পেয়ে গেলাম একটা সুন্দর ও মাত্র 2.51 MB এর ছোট সফটওয়্যার । যাতে করে SETUP/INSTALL দেওয়ার পর DESKTOP  এ “Mp3tag” নামক ICON আসবে, এখন এতে ডাবল ক্লিক করলে  নিচের মত পর্দা আসবে।

 

first "add directory" তে ক্লিক করে পছন্দের ফোল্ডারটি নির্বাচন করে নিতে হবে। তারপরে mp3  গুলোর সব গুলে চাইলে সব সিলেক্ট করতে হবে নতুবা একটা হলে তা

সিলেক্ট করে  title,  artist , albam etc change করতে পারেন। অতপর বামের নিচে কোনে ‍একটা চতুর্ভুজ ঘর যাতে ডান বাটন ক্লিক করে প্রথমে  " remove cover" করে  “add cover”  তার পর আপনার ছবিটি  দেখিয়ে দিয়ে  save করুন ।

কাজ শেষ।

এভাবে একবারে কয়েক হাজার  mp3 এ ছবি যুক্ত করতে পারবেন ।

এই সফটওয়্যার এর কোন রেজিষ্টেশন বা অ্যাকটিভ ঝামেলা নেই ।

Mp3tag এর সরাসরি ডাউনলোড লিংক দিলাম।

ধন্যবাদ সবাইকে যারা পড়বেন আর আশা করি  সবাইকে শেয়ার করবেন।

Level 0

আমি মোঃ আতিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাহ! দারুন তো

ভাল জিনিস

Thanks for read

Level 0

try korbo very good

Level 0

try korbo good

Level 0

vai onek onek thanks

apnakew thanks
but apnar profile picture koi?
dite problem hole bolen bole dei.

    Level 0

    @atikur rahman: ji vai profile pic dite parsi na apni help korben plz…………………………………..

Level 0

kaajer tune
Thanks bhai.

Level 3

Thanks

Level 0

@atikur rahman: ji vai profile pic dite parsi na apni help korben plz…………………………………..

না আর পালাম না।
Thanks না বলার জন্য অনেক চেষ্টা করলাম।
তাই বলেই ফেললাম।
ভাই আপনার এই টিউনের জন্য আপনাকে অনেএএএএএএএএক Thanks. সত্যিই উপকৃত হলাম।

Thankx

shajibsm vi apnake help korbo aktu wait plz

ধন্যবাদ……। টিউন টি অনেক সুন্দর হইছে……… চালিয়ে যান। কিন্তু Windows 7 এর মিডিয়া প্লেয়ার দিয়ে ছবি অ্যাড করা যায় না কথাটা ঠিক না

Level 0

অনেক ধন্যবাদ ভাই।। এইটা আমার খুব দরকার ছিলো , বসে বসে সবগুলা ছবি রিমোভ করলাম

Windows 7 এর মিডিয়া প্লেয়ার দিয়ে ছবি অ্যাড করা যায় কিভাবে দয়া করে জানাবেন শিখে রাখতাম ।

shajibsm vi ‍ai link a gia aktu porben…. then very easy process গ্রাভাটার account kore photo add kore aste hobe. tarpor any post comment korle kaj ses.
ami koresi apnew korun no voy .

https://www.techtunes.io/techtunes-resource/tune-id/36249

kaje lagbe
thanx