বিসমিল্লা হির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।অনেক দিন ধরে ভাবছি একটা টিউন করব । তাই আজ করেই ফেললাম ।
আশা করি আপনাদের কাজে আসবে ।
গান বাজানোর সময় যার তার ভাল মন্দ ছবি প্লেয়ারে অথবা মোবাইলের পর্দায় দেখতে হয়।প্রথমে যখন উইন্ডোস XP use করতাম , তখন উইন্ডোস মিডিয়া প্লেয়ারের মাধ্যমে আমি অনেক কষ্ট করে পছন্দের গান গুলাতে একটা একটা করে ছবি যুক্ত করতাম । আর এখন উইন্ডোস 7 use করি , যাতে মিডিয়া প্লেয়ারের মাধ্যমে ছবি যুক্ত করার কোন পদ্ধতিই নাই । আর এত দিন কারো কাছে এটা পাই নাই । 2 দিন আগে উঠে-পডে লাগলাম এইটার পেছনে ।
অবশেষে পেয়ে গেলাম একটা সুন্দর ও মাত্র 2.51 MB এর ছোট সফটওয়্যার । যাতে করে SETUP/INSTALL দেওয়ার পর DESKTOP এ “Mp3tag” নামক ICON আসবে, এখন এতে ডাবল ক্লিক করলে নিচের মত পর্দা আসবে।
first "add directory" তে ক্লিক করে পছন্দের ফোল্ডারটি নির্বাচন করে নিতে হবে। তারপরে mp3 গুলোর সব গুলে চাইলে সব সিলেক্ট করতে হবে নতুবা একটা হলে তা
সিলেক্ট করে title, artist , albam etc change করতে পারেন। অতপর বামের নিচে কোনে একটা চতুর্ভুজ ঘর যাতে ডান বাটন ক্লিক করে প্রথমে " remove cover" করে “add cover” তার পর আপনার ছবিটি দেখিয়ে দিয়ে save করুন ।
কাজ শেষ।
এভাবে একবারে কয়েক হাজার mp3 এ ছবি যুক্ত করতে পারবেন ।
এই সফটওয়্যার এর কোন রেজিষ্টেশন বা অ্যাকটিভ ঝামেলা নেই ।
Mp3tag এর সরাসরি ডাউনলোড লিংক দিলাম।
ধন্যবাদ সবাইকে যারা পড়বেন আর আশা করি সবাইকে শেয়ার করবেন।
আমি মোঃ আতিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাহ! দারুন তো