Windows 7 এর মজার কিছু দেখাব যা আপনি হয়ত জানতেন না !! [ পোস্টটি না দেখলে আমার পরিশ্রম বৃথা ]

অনেকদিন হল টিপস- ট্রিকস নিয়ে কোন টিউন করি না ।

আজকে আপনাদের সামনে কিছু চরম ট্রিক তুলে ধরব যা অধিকাংশ Win-7 user-ই জানেন না ।

নিন তাহলে চমক শুরু করি...

Snipping Tool

আপনি কি দিয়ে Screenshot নেন ?? নিশ্চয়ই LightShot বা FireShot বা অন্য কোন সফটওয়্যার ?

কিন্তু আপনি কি জানেন এই কাজের জন্য চমৎকার একটা জিনিস আপনার পিসিতেই লুকানো আছে ??

Start Menu-তে গিয়ে সার্চবারে লিখুন Snipping Tool.

আর মজা দেখুন... 😆

Control Panel-এ বারবার ঢুকতে কষ্ট হয় ?

দেখুন তো এটা পছন্দ কি না !

যদি পছন্দ হয়, তবে শুরু করুন...

Taskbar-এ রাইট ক্লিক করে Properties-এ ঢুকুন ।

এরপর, Start Menu-তে ঢুকে Customize-এ ঢুকুন ।

তারপর চিত্রের মত করুন ।

ব্যস, OK করে বেরিয়ে আসুন ।

চাইলে ব্রাউজার ছাড়াই ইন্টারনেট ঘুরাতে পারি !!

কি বিশ্বাস হচ্ছে না ??

তাইলে দেখেন...

Taskbar-এ ক্লিক করে Toolbars-এর ওপর মাউস রেখে Address -এ ক্লিক করুন...

তারপর ??? দেখুন...

এইটা সরিয়ে ফেলতে একইভাবে Address থেকে টিক তুলে দিন ।

আপনি কি জানেন, আপনার পিসিতে পাঁচটা Theme লুকান আছে ??

My Computer-এ ঢুকুন । এবার Organize-এ ক্লিক করে Folder & Search Option-এ ক্লিক করুন।

Image:Find the Secret Windows 7 Themes Step 1.jpg

এরপর, চিত্রে দেখান কাজগুলো করুন...

Image:Find the Secret Windows 7 Themes Step 2.jpg

এবার , OK করে apply দিয়ে বেরিয়ে এসে My Computer-এর সার্চবারে লিখুন...

C:\Windows\Globalization\MCT

তারপর, আপনি সেই লুকানো Theme পেয়ে যাবেন।

Image:Find the Secret Windows 7 Themes Step 3Bullet2.jpg

Microsoft Word

আপনার কি Microsoft Word ভাল লাগে না ?

আমারও লাগে না । ভাল না লাগলেও কি আমাকে এটা ইউজ করতে হবে ??

না, কখনই না !!!

Start Menu-তে সার্চ করুন Word Pad. আর এই Word Pad দিয়েই আপনি MS Word-এর Document খুলতে পারবেন !

বন্ধুদের জ্বালায় অবস্থা খারাপ ??

বন্ধুরা কি কম্পিউটার নিয়ে কাড়াকাড়ি করে ?

তা করুক, কিন্তু আপনার মুল্যবান ডাটা হারিয়ে যাওয়ার ভয় নেই তো !!! কম্পিউটার নষ্ট হয়ে যেতে পারে না তো ?

যাই হোক, আপনাকে আর চিন্তা করতে হবে না।

Run Command-এ যান (win key + R)

এরপর লিখুন PSR এবং এন্টার দিন ।

এবার কম্পিউটারে যা যা করা হবে সবকিছুই Record হতে থাকবে ।

এতে করে আপনার কম্পিউটারের কিছু হলে আপনি কি করে কি হল তা ধরতে পারবেন এবং সমাধান করা সহজ হবে ।

আজ আর নয় । কেমন লাগলো তা কমেন্ট করবেন ।

আর একটা কথা, আপনারা আমাকে অনেক উৎসাহিত করছেন । এজন্য আপনাদের সবাইকে আমার প্রাণ থেকে শুভেচ্ছা ।

 

আমার আরও কিছু টিউন দেখতে পারেন...

 

এবার কোনরকম Upload ছাড়াই আপনার বন্ধুকে ছোট-বড় যেকোন সাইজের ফাইল পাঠান অনায়াসে-Super Tune!!!(মিস করা হয়ত উচিৎ হবে না)

 

পোর্টেবল সফটওয়্যার কালেকশন (পর্ব-৭):::Google Books থেকে বই ডাউনলোড করুন, No need টাকা-পয়সা!! একদম ফ্রী!!!! [Updated]

 

Android এর Paid Apps গুলো ডাউনলোড করুন Free-তে, ব্যবহার করুন সারা জীবন__কাজ এবার হবেই !!![1000%]

 

নিজের E-mail আইডি না ব্যবহার করে ইচ্ছামত Fake আইডি ব্যবহার করে মেইল করুন আপনার বন্ধুকে আর তাকে চমকে দিন। Must See!!!

 

আপনাদের জন্য কিছু টিপস, কিছু ট্রিকস এবং কিছু উপহার!!!

 

 

 

|| আল্লাহ হাফেজ ||

Level 0

আমি মল্লিক গালিব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 1799 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মল্লিক গালিব শাহরিয়ার, কম্পিউটার-প্রকৌশল বিভাগ, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Valo laglo.. thanks

খুব ভালা লিখসেন।

Level 0

fine হইছে…

@boundola: Welcome ভাই !

ato kisu kora lage? zei page er screen shot niben sei page e jan… keyboard thaka akbar press koren ” Print Screen SysRq” button e…. bass ebar all programes thaka Assesories thaka paint open koren….. upore bam dike Past e click koren ass hoye gelo…. ebar save kore nen

    @Tanveer Dat: আমি আপনাদের নতুন কিছুর সাথে পরিচয় করিয়ে দিতে চেয়েছি মাত্র !!

    @Tanveer Dat: টিউনটি কি ভাইয়া ভাল হয়নি ? পরবর্তীতে আরও ভাল কিছু দিতে চেষ্টা করব ।

    Level 0

    @Tanveer Dat: vai apnarta ekta universal procedure. But apni jokhon kono specific kaj korben for example jokhon power point presentation create korben tokhon hoyto khubi small ekta portion capture korte hobe, tokhon spining tool ta onek kaje dey. just eita diyai koto presentation,lab riport ekrate complete korci tar kono hiseb nai.

    Thanks to the tuner βℓąȼЌ ďяąǥ๏ɲ vai for this cool tune.

Level 0

Thaks a lot vai.

Verry nice tips. these are sectrets of win-7.

এমন টিউন আপনার দ্বারাই সম্ভব ।

Thanks Bosss…

Level 0

thanx bro

valo tune

βℓąȼЌ ďяąǥ๏ɲ@ …………… সবকিছুই Record@@@@@@@ অছাম !!!!!!!!! আর কয়বার Thx! দিমু আপনারে!!! কাহিল হইয়া গেলাম……… কই ছিলেন এতদিন?

Level 0

হিডেন থিমগুলো পেয়ে এতো ভাল লাগলো। অনেক ধন্যবাদ নেবেন ভাই। এরকম ব্যতিক্রমী পোস্ট আরো চাই।

তয় βℓąȼЌ ďяąǥ๏ɲ bro………. সবচাইতে মাথা নষ্ট করার মতো লাগলো ………”” এবার কোনরকম Upload ছাড়াই আপনার বন্ধুকে ছোট-বড় যেকোন সাইজের ফাইল পাঠান অনায়াসে-Super Tune!!!(মিস করা হয়ত উচিৎ হবে না)”” টিউনটা ………… ওফফফফফফফফফ!!!!!!!!! কি যে দিলেন boss!!! বুজ্জছি আপনারে আমার আরও কিছু দরকারি Request করন লাগবো…… আশা রাখি সবই পাবো COZ আপনি ভাই বহুত আনকমন টিউন দ্যান ……………… ভালো থাকবেন। আর আপনার এ পর্যন্ত সমস্ত টিউন এর একটা লিঙ্ক দিবেন প্লীজ ……… কেননা আমার এপর্যন্ত দেখা আপনার যে যে টিউন পাইছি সবই আমার কাজে আসছে আর বাকি গুলাও নিশ্চয়ই আসবে……………।।
##############################
আপাতত আমার এই তিনটি জিনিস নিয়ে যদি টিউন করতেন তবে যে কি উপকার হবে বলে বোঝনো সম্ভব নয়…… দয়া করে একটু দিবেন…… আর যদি টিউন গুলো করেন তো আমার অনুরোধ! আমার মেইল-এ একটু কষ্ট করে লিঙ্ক গুলো পাঠিয়ে দিবেন কেননা আমার মাঝে মাঝে টিউন ভিউ করা সম্ভব হয় না তো তাতে যদি আপনার দেয়া এই টিউন গুলো মিস করি…… তাইলে আমি শ্যাষ!
My mail id> (polashbd2012@yahoo/gmail/hotmail.com)

* টেকটিউনস এ টিউন করতে হয় কিভাবে (Video/Jpg ফরম্যাট এ)

* ইউটিউব-এ যদি কোনো ভিডিও ফাইল আপলোড করা হয় তাতে যদি ভিউয়ারস-রা ভিউ করে তাহলে তাতে আয় কিভাবে হবে আর নিজের কোথায় বা কিভাবে টাকা জমবে একটু বিস্তারিত।

* সব চাইতে সহজভাবে এবং সবচাইতে বেশি পরিমানে যেকোনো সাইজের ডাটা আজীবন জমা রাখতে পারবো কোথায় আর তাও আবার ফ্রি-তে, আর অন্য যে কেউ চাইলে একটি লিঙ্ক এর মাধ্যমেই তা সহজেই ডাউনলোড করতে পারবে এমন কোনো কিছু কি সম্ভব মানে আছে?

আপনি ভালো লিখেন

@βℓąȼЌ ďяąǥ๏ɲ Thxxxxxxxxxxxxx…………..boss!

priotee

Thanks for “psr”. windows 8 nia kichho tune korben.

অনেক দিন পর টিটি ওপেন করে আপনার টিউন পড়লাম । জাস্ট অসম টিউন । ফাটাফাটি হয়েছে …

onnk darun liksen jodio kico kico jani……….

Level 0

ar bitlocker drive encryptioner baparta?
otao diten

Level 0

vai screenshot-e je theme ta dichen………..etar nam ki?

[URL=http://fusionbd.com]new [/URL]