উইন্ডোজ ৭ এর লগ ইন স্ক্রীন নিয়ে বিরক্ত, এবার যোগ করুন একটি নতুন স্টাইল (সেফ ভাবে)

আসসালামুয়ালাইকুম । কেমন আছেন আপ্নারা সবাই ? আশা করি ভাল আছেন । আমি ভাল আছি  । আজকে আপনাদের দেখাব কীভাবে উইন্ডোজ ৭ এর লগ ইন স্ক্রীন চেঞ্জ করতে হয় ।  আমি আপনাদের ব্যাকগ্রাউন্ড এর কথা বলছি না । আমি পুরা স্টাইল এর কথা বলছি ।

প্রথমেই মাফ চাই আপনাদের সবার থেকে কারণ ইর পোস্ট এর উপর আমি আপনাদের কমেন্ট এর উত্তর দিতে পারব না , পারলে আজকের মধ্যেই দিতে পারব কারণ আমার ফাইনাল এক্সাম শুরু হবে শনিবার থেকে ।

কাজে আশা যাক । আমরা সবাই উইন্ডোজ  ব্যবহার করি । আমি উইন্ডোজ ৭ এর পাশাপাশি উইন্ডোজ ৮ ও ব্যবহার করি । উইন্ডোজ ৭ এর একটি সুবিধা হল আপনি ইচ্ছা মতো কাস্টমআইজ করা যায় । এর আগেও একজন এরকম উইন্ডোজ ৭ এর লগইন স্ক্রীন পরিবর্তন এর পোস্ট করেছিল কিন্তু সেই ফাইলটি ছিল ৭০ এমবি ও অনেকের সমস্যা হয়েছে । তাই আজকে আমি আপনাদের এটা সেফ ভাবে ইন্সটল করা শিখাব । প্রথমে এই লিঙ্ক থেকে ফাইল টি ডাউনলোড করে নিন । এখানে ক্লিক করুন

এরপর ফাইল এক্সট্রাকট করুন । পাসঃsugata

এরপর যা করণীয়ঃ

১। InstallTakeOwnership.reg নামক ফাইল টি রান করুন এবং ইয়েস দিন।

২। Win7LogonBackgroundChanger.exe খুলুন এবং এই ফোল্ডার টি সিলেক্ট করে Dark_Metro.jpg সিলেক্ট করে অ্যাপ্লাই দিন । একটা এররর দিবে । সমস্যা নাই এই এররর টি আসে । এখন alt+ctrl+del চাপুন আর দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ড বদলায় গিয়েছে ।

৩। এরপর 64bitchecker.exe রান করুন ।

৪। যদি ৩২ বিট দেখায় তাহলে Resources ফোল্ডার থেকে x86 এ যান ।

৫। যদি 64 বিট দেখায় তাহলে Resources ফোল্ডার থেকে x64 এ যান ।

৬। এখানে authui.dll নামে একটি ফাইল পাবেন । এই ফাইল কে কপি করুন ।

৭। C:\Windows\System32 এ গিয়ে authui.dll খুজে রাইট ক্লিক করে take ownership দিন । এবার ফাইল টি রিনেম করুনঃauthui.dll.bak(নাম বদলানো যাবে না)

৮। এবার আমার দেওয়া authui.dll টি পেস্ট করুন । এবার alt+ctrl+del চাপুন আর দেখবেন আপনার লগইন বদলায় গিয়েছে ।

যদি কিছু না আসে আর কিছুক্ষণ পর একটা কালো স্ক্রীন আসে তাহলে এরকম করুনঃ

১। উইন্ডোজ ৭ এর ডিস্ক ঢুকান । রিপেয়ার সিলেক্ট করুন command prompt ওপেন করে এই কোড টি লিখুনঃ

cd %windir%\system32
del authui.dll
ren authui.dll.bak authui.dll

বা
নিচের কোড টি দিতে পারেন তবে এটি খুব স্লো
sfc -scannow

যদি উপকৃত হন বা কোন সমস্যা হয় তাহলে কমেন্ট করুন ।

ধন্যবাদ

Level 0

আমি sugata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Win7LogonBackgroundChanger.exe খুলুন এবং এই ফোল্ডার টি সিলেক্ট করে Dark_Metro.jpg সিলেক্ট করে অ্যাপ্লাই দিন—- বুঝলাম না Dark_Metro.jpg কথায় পাচ্ছি না তো ………..

    Level 0

    @tanvir222: @tanvir222: vai browse folder diye download kora folder ta select korun erpor niche dekhun ekta pic ase lal ronger,oita select kore aply din,eta kaj kore error ta bug eta khoti kore na

Level 0

এরকম ভুয়া এরর যুক্ত সফটওয়্যার দিয়ে আর যাই হোক কম্পিউটারের জন্য এটা মটেও ভালো হবেনা এটা চোখ বন্ধ করে বলে দেয়া যায় ।

Level 0

Computer virus show korche

    Level 0

    @Surajit01: virus nai,vai ami kaspersky use kori , kono virus detect kore nai

Level 0

এতো গেঞ্জাইমা জিনিস কেন যে দিসেন বুঝিনা এই লন ডাউনলোড করে ইন্সটল করেন আর চোখ বন্ধ করে লগিন স্ক্রীন পরিবর্তন করুন ঃ

http://download1us.softpedia.com/dl/b98717f8576ef184c14171e7198bb5ef/51b892ce/100195457/software/desktop/LSC%20v2.5%20final.exe

যে সব পোলাপানেরা বুজুক আর না বুজুক ভাই আপনার system easyli কাম করসে… Thank-you 🙂