windows7 এর গতি বাড়িয়ে নিন কোন প্রকার Software ছারা।

Windows7 নিয়ে নতুন করে আর বলার কিছু নাই। অনেকের কন্ফিগার ব্যাকডেটেড হওয়ার কারনে windows7 অনেকটা ধীর গতীতে চলে তাই কমান্ড করে বসে থাকতে হয়। কিছু  ম্যানুয়ালি সেটিং  করে নিন অনেকটা গতি বাড়বে। আর দ্রুত কপি করতে হলে super Copier 2 ব্যবহার করুন।

1))-Start menu  থেকে টাইপ করুন ‍services.msc  এন্টার দিন। এর পর সিলেক্ট করুন Windows Search  ডাবল ক্লিক করুন

জেনারেল ট্যাব থেকে  Startup type থেকে Disabled করে দিন এরপর OK click করে বেরিয়ে আসুন।.

2))- আবার Start menu  থেকে টাইপ করুন regedit এন্টার দিন। এর পর সিলেক্ট করুন  HEKY_CURRENT_USER থেকে Control Panel থেকে Desktop এরপর ডনদিন থেকে MenuShowDelay -তে  ডাবল ক্লিক করুন।

Value data: 200 থেকে 0 এর মধ্যে যে কোন ফিগার বসাতে পারেন।

3))- এরপর ডেস্কটপ থেকে Right বাটন ক্লিক করে Personalize ক্লিক করুন এরপর windows Color ক্লিক করুন

এরপর Enable transparency থেকে টিক মার্ক তুলে দিন  Color intensity এর বাটন টি ডানদিকে টেনে দিন।

Apply a Standard or Basic theme ব্যবহার করুন।

4))- My Computer --Properties--Advanced system settings---এরপর Advanced tab থেকে performance খেকে সেটিং ক্লিক করুন।

সব টিক তুলে দিন ঐ তিন টা বাদ দিন। ওকে দিয়ে বেরিয়ে আসুন।

5))- Open Your Control Panel. Then Click -Change User Account Control settings

এবার ড্রাগ স্লাইডার চেপে নিচে নামিয়ে Never notify করেদিন। OK click করে রিস্টাট করুন পিসি।

6))- Open Your Control Panel. Then Click Power Option

High Performance mark করে দিন এরপর  Change plan settings  ক্লিক করুন এরপর change advanced power settings ক্লিক করুন

7))- Open your Control Panel - then click Sound, and Sound Tab থেকে  no sound সিলেক্ট করে ওকে দিন ।

 

8))- Start menu ক্লিক করে Search Option গিয়ে টাইপ করুন ‍system configuration এরপর এন্টার দিন

যেমন এখানে ‍Sizer, Folder drives, vMware clone, প্রয়োজন নেই।

যে আইটেম আপনার দরকার নেই বাদ দিয়ে দিন।

9))- Start menu থেকে Search Option গিয়ে টাইপ করুন services এরপর এন্টার দিন।

এরকম একটি পেজ আসবে ওখান থেকে নিচের দেয়া লিস্ট মিলিয়ে সব Manual করেদিন। ডাবল ক্লিক করলেই Manual করার option পেয়ে যাবেন।

  • Application Experience
  • Desktop Window Manager Session Manager (If you don't use Aero theme)
  • Diagnostic Policy Service
  • Distributed Link Tracking Client
  • IP Helper
  • Offline Files
  • Portable Device Enumerator Service
  • Print Spooler (If you don't have Printer)
  • Protected Storage
  • Remote Registry
  • Secondary Logon
  • Security Center
  • Server (If your computer is not connected to any network)
  • Tablet PC Input Service
  • TCP/IP NetBIOS Helper (If you are not in a workgroup network)
  • Themes ( If you use Windows Classic theme)
  • Windows Error Reporting Service
  • Windows Media Center Service Launcher
  • Windows Search (If you don't use Windows Search feature frequently)
  • Windows Time (If you don't want to update system tray clock time using Internet)

  আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন।

Level 2

আমি Nipu Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Open Your Control Panel. Then Click -Change User Account Control settings এই অপশনটা কম্পিউটার খুব স্লো করে না।ইউএসি চালু থাকলে অপ্রয়োজনীয় কিছু সমস্যা থেকে সহজে দূরে থাকা যায়।সুন্দর টিউন,ভালো লিখেছেন।

Level 2

টিউন টি পড়ার জন্য অনেক ধন্যবাদ।

খুব ভালো পোস্ট আপনাকে অনেক ধন্যবাদ।

Onk onkkkk sundor ekti tune…….Thank you+++++++++

Level 0

৫ নাম্বার স্টেপটা(User account control settings) চালু রাখা নিরাপত্তার জন্য ভাল

Level 2

ভালো টিউন

বেশ কটি প্রয়োজনীয় টিপস একত্রে টিউন আকারে দিয়েছেন তাই প্রিয়তে রাখলাম। 😀

Level 2

আরিফ ভাই, Rugal hashan, Shawon584, Sijanbest, Iron maiden সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

Puar Voya R faltu Tune…Amar computer Akhon slow hoye geche

amar computer e desktop>personalize ashe na!!!!!!!

vaiera ami ottonto dukkito banglay cmnt kore apnaderbirokto korar jonn.
Amar prblm holo amar w7 deoar por theke sound chole gese.amar mother board er cd nai.akon ki upay a sound setup dite pari?r dukane ki bolle amake amon disk dibe ja die ami sound,graphics setup dite parbo?jar mothr board er cd chai she bole tumar pc te hobe na.akekta pc er jonno akekta ;(

খুব ভাল tune ,
khanks

Level 0

vi ,help koren ami to photo dekte parsi na . ki kori