Windows7 নিয়ে নতুন করে আর বলার কিছু নাই। অনেকের কন্ফিগার ব্যাকডেটেড হওয়ার কারনে windows7 অনেকটা ধীর গতীতে চলে তাই কমান্ড করে বসে থাকতে হয়। কিছু ম্যানুয়ালি সেটিং করে নিন অনেকটা গতি বাড়বে। আর দ্রুত কপি করতে হলে super Copier 2 ব্যবহার করুন।
1))-Start menu থেকে টাইপ করুন services.msc এন্টার দিন। এর পর সিলেক্ট করুন Windows Search ডাবল ক্লিক করুন
জেনারেল ট্যাব থেকে Startup type থেকে Disabled করে দিন এরপর OK click করে বেরিয়ে আসুন।.
2))- আবার Start menu থেকে টাইপ করুন regedit এন্টার দিন। এর পর সিলেক্ট করুন HEKY_CURRENT_USER থেকে Control Panel থেকে Desktop এরপর ডনদিন থেকে MenuShowDelay -তে ডাবল ক্লিক করুন।
Value data: 200 থেকে 0 এর মধ্যে যে কোন ফিগার বসাতে পারেন।
3))- এরপর ডেস্কটপ থেকে Right বাটন ক্লিক করে Personalize ক্লিক করুন এরপর windows Color ক্লিক করুন
এরপর Enable transparency থেকে টিক মার্ক তুলে দিন Color intensity এর বাটন টি ডানদিকে টেনে দিন।
Apply a Standard or Basic theme ব্যবহার করুন।
4))- My Computer --Properties--Advanced system settings---এরপর Advanced tab থেকে performance খেকে সেটিং ক্লিক করুন।
সব টিক তুলে দিন ঐ তিন টা বাদ দিন। ওকে দিয়ে বেরিয়ে আসুন।
5))- Open Your Control Panel. Then Click -Change User Account Control settings
এবার ড্রাগ স্লাইডার চেপে নিচে নামিয়ে Never notify করেদিন। OK click করে রিস্টাট করুন পিসি।
6))- Open Your Control Panel. Then Click Power Option
High Performance mark করে দিন এরপর Change plan settings ক্লিক করুন এরপর change advanced power settings ক্লিক করুন
7))- Open your Control Panel - then click Sound, and Sound Tab থেকে no sound সিলেক্ট করে ওকে দিন ।
8))- Start menu ক্লিক করে Search Option গিয়ে টাইপ করুন system configuration এরপর এন্টার দিন
যেমন এখানে Sizer, Folder drives, vMware clone, প্রয়োজন নেই।
যে আইটেম আপনার দরকার নেই বাদ দিয়ে দিন।
9))- Start menu থেকে Search Option গিয়ে টাইপ করুন services এরপর এন্টার দিন।
এরকম একটি পেজ আসবে ওখান থেকে নিচের দেয়া লিস্ট মিলিয়ে সব Manual করেদিন। ডাবল ক্লিক করলেই Manual করার option পেয়ে যাবেন।
আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন।
আমি Nipu Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Open Your Control Panel. Then Click -Change User Account Control settings এই অপশনটা কম্পিউটার খুব স্লো করে না।ইউএসি চালু থাকলে অপ্রয়োজনীয় কিছু সমস্যা থেকে সহজে দূরে থাকা যায়।সুন্দর টিউন,ভালো লিখেছেন।