উইন্ডোজ সেভেনের Logon Screen পরিবর্তন করুণ

উইন্ডোজ সেভেনের Logon Screen পরিবর্তন করার জন্য নিচের প্রক্রিয়া অনুসরণ করুণ।

১) এই লিঙ্ক থেকে রেজিস্ট্রি ফাইলটি ডাউনলোড করে নিন।ফাইলটি এক্সট্র্যাক্ট করুণ এবং রাইট বাটন ক্লিক করে মার্জ করুণ অথবা ডাবল ক্লিক করুণ।

২) এখন নিচের ফোল্ডারে যেতে হবে

C:\Windows\System32\oobe (আপনি যে ড্রাইভে উইন্ডোজ সেভেন Install করেছেন)

৩) এখানে info নামে  একটি ফোল্ডার তৈরি করুণ। info ফোল্ডারের ভিতর backgrounds  নামে আর একটি ফোল্ডার তৈরি করুণ।

৪) আবার আপানর পছেন্দের ছবিটি backgrounds  নামক ফোল্ডারে কপি করুণ এবং ছবিটির নাম দিন backgroundDefault.  আপনার ছবিটি অবশ্যই jpg  ফরম্যাটের এবং সাইজ ২৫৬ কিলোবাইট এর মধ্যে হতে হবে।

৫) আপনার কাজ শেষ। এবার আপনার কম্পিউটার রিস্টার্ট করুণ এবং পরিবর্তন দেখুন।

Level 0

আমি মুঃ মশিউর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Bachelor of Science in Computer Science and Engineering


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজ না করলে খবর আছে।

সুন্দর টিউন । আশাকরি ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর টিউন করবেন ।

ভালো টিউন তবে এর থেকে বোধয় অন্য সফটওয়্যার দিয়ে কাজটা করলে অনেক বড় সাইজ এর ফটোও লগন স্ক্রীন এ রাখা যাবে ।

Level 0

Windows 7 Manager দিয়ে এই কাজটি অনেক সহজে করা যাবে।