আমি আমার PC তে Windows 7 install করতে গেলে এরকম Error দেখাচ্ছে যার বক্তব্য মোটামুটি এই ধরেনর , Your DVD drive is not recognized , Plz Select driver from CD/DVD drive or Hard disk or flash drive . আমার DVD drive এর Model হল Asus DVD E-616A. আমি Asus এর Website এ Windows 7 এর জন্য কোন driver খুজে পাইনি। যদি কারো কাছে এর সমাধান থাকে তাহলে Plz একটু Help করেন ।
আমি রেজা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনাকে ধন্যবাদ।
আপনার Windows 7 OS টি আপনার optical drive টি recognize করতে পারছে না। কারণ হল ঐ Windows 7 Os টির মধ্যে optical drive টির driver দেয়া হয় নি।
ঐ ডিস্কটি change করে দেখুন। যদি সম্ভব হয় তাহলে ঐ Opticl drive টি change করে দেখুন।
Feed back দিতে ভুলিয়েন না।