আমি উইন্ডোজ ৭ ultimate version-32 bit টা চালাই।উইন্ডোজ ৭ এ আমার পিসি তে game খেলা নিয়ে বড় সমস্যা হচ্ছে।কয়েকদিন আগে NFS-Most Wanted গেমটা ইনস্টল করলাম। ক্যারিয়ার মুডের ৪নং স্টেজে গিয়ে খেলাটা crash করলো। গেমের অন্য সব অপশন গুলোতে ঠিকিই খেলতে পারি। আস্তে আস্তে যেই সব গেম গুলো খুব ভালো খেলতে পারতাম,কোন সমস্যা হতো না সেগুলোও ইদানিং সব Crash করছে। প্রবলেব দেখায় app.crash। .exe Stop working!!গেম গুলির compatiblity sitting/Display sitting ইত্যাদি সব ঘাটিয়ে দেখেছি। কোন লাভ হয়নি।
কেউ কি বলতে পারবেন এই সমস্যা কেন হচ্ছে? আমার সব গেম এর রিকোয়ারমেন্ট পিসি সাপোর্ট করে।তারপরও কেন এই সমস্যা আমার মাথায় আসছেনা।পারলে কেউ সাহায্য করুন!!প্লিজ!প্লিজ!প্লিজ!----ধন্যবাদ!
আমি sajibmazhar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে ভালো এন্টি ভাইরাস দিয়ে পিসি স্ক্যান করে নেন। দেখেন ঠিক হয় কিনা তবে আমি শিউর আপনার গ্রাফিক্স কার্ডে সমস্যা হয়েছে। সেটি পরিবর্তন করে নিতে পারেন। এছাড়া অন্য কোন পথ নেই।