চুয়েট এ আসার পর থেকেই আমার যেন অভিজ্ঞতার ঝুলি বারছে, এর মধ্যে কম্পিউটার সম্পর্কিত অভিজ্ঞতা গুলো কম নয় । ছোট-খাটো জিনিস পারি বলে আমার হলের কেও সমস্যাই পরলেই আমার সরনাপন্ন হয়, আমার যেটুকু সামর্থ্য আমি তাকে সাহায্য করার চেষ্টা করি । এরি সূত্রপাত ধরে সেদিন আমার এক বন্ধু আসল তার ল্যাপটপ টা নিয়ে , সে নাকি ভীষণ বিপদে পড়েছে, এটাও আমাকে জানাতে ভুল্লনা ।
যাহোক, তার সমস্যা টা একটু বিস্তারিত আলোচনা করি
সে ল্যাপটপ টা তার এক বন্ধুর কাছ থেকে কিনেছে , আর তার বন্ধুটি ওটা কিনেছে খুব বেশি দিন হই নি । আর হা, এটা বলে রাখা ভালো যে, ল্যাপটপ টা বাইরে থেকে আনা হয়েছিল আর এটাতে windows 7 pre-installed ছিল আর মোটে ১টা ড্রাইভ ছিল । তো সেদিন নাকি সে ল্যাপটপ টা যখন অন করে সেটা অন হতে বেশ সময় নেই । তো সেদিন তার বেস্ততার কারনে সে এই বেপারটাই বেশি নজর দেই না । এরপর সে বেস্ততার কারনে অনেক দিন যাবত ওটা অন করেনা । পরবর্তীতে সে ওটা অন করলে দেখে সেটা অন হচ্ছেনা , অনেক্ষন যাবত লগন স্ক্রীন দেখায় । তার ঐ ড্রাইভ এ বেশ কিছু প্রয়োজনীয় ফাইল ছিল । তাই সে setup ও দিতে পারছিলনা । পরবর্তীতে সে আমার কাছে আসলে আমি ubuntu live setup দিয়ে ল্যাপটপ অন করি । যখন ড্রাইভ টা খুলতে যায় তখন এররর মেসেজ দেখাই, এররর ফিক্স করতে গেলে দেখাই ড্রাইভ টা উইন্ডোজ এ নিয়ে check disk করতে বলে । কোন উপায় না দেখে বন্ধুটি setup দেয়ার সিধান্ত নেই, সেভেন এর সিডি ঢুকাই । তারপর setup শুরু হয় । এক পর্যায়ে গিয়ে setup বন্ধ হয়ে যায় , বলাবাহুল্ল ব্যাপারটা install option টা আসার আগেই ঘটে । বেশ কয়েকবার চেষ্টা করি , সফল হইনি । চট্রগ্রাম এ এক service centre এ নিয়ে গেলে তারা বলে ওটাতে setup দিতে নাকি ১ হাজার পরবে, আর কোন যন্ত্রাংশ নষ্ট হলে সেতার হিসাব আলাদা । বন্ধুটি হতাশ হয়ে চলে আসল । সে ঢাকা তে একজন কে জিজ্ঞাস করেছিল , ওখানে প্রাই ১৫০০০ টাকা ডিমান্ড করেছিল !
এই হল সমস্যা । কেও কি সাহায্য করতে পারবেন ???? অপেক্ষাই আছি ...
আমি গৌরব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 251 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
am a student of ARCHITECTURE in CHITTAGONG UNIVERSITY of ENG & TECH. i've much curiosity in technology thats why i m here :) am proud to be a bangladesh
আপনার বন্ধুর ল্যাপটির হার্ডডিক্সে সমস্যা রয়েছে। হার্ডক্সি চেঞ্জ করুন অথবা ফুল ফরম্যাটিং করা সম্ভব হলে চেষ্টা করুন এবং নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করুন… সমধান হবে ইনশাল্লাহ্য।