windows7 Instal করার সময় 32bit or 64bit ক্লিক করার কোন অপশন পেলাম না আপনারা কি পেয়েছেন?

আমার ল্যাপটপে আগে ছিল OS 64bit । গতকাল আমি windows7 Ultimate ইন্সটল করলাম । কিন্তু  32bit or 64bit ক্লিক করার কোন অপশন পেলাম না। পরে দেখি OS 32bit  দেখায়। কিন্তু আমার দরকার আগে যেটা ছিল অথ্যাৎ OS 64bit । কিভাবে করতে পারি কেহ কী এর সমাধান দিতে পারবেন?

বা windows7 এর অন্য কোন ভার্সনে আপনারা কী 32bit or 64bit ক্লিক করার কোন অপশন পেয়েছেন? দয়া করে জানালে অনেক উপকার হবে।

বা কখন 32bit or 64bit ক্লিক করতে হবে।

Level 0

আমি jamal10। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 91 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জেনুইন উইন্ডোজে ১টাই দেওয়া থাকে। চোরাই গুলায় ১টা বা ২টা দুরকমই থাকতে পারে।

নিচের লিন্ক থেকে ডাউনলোড যদি করতে পারেন দেখেন দুটো ভার্সনই পাবেন ৩২বিট এবং ৬৪ বিট ….

https://www.techtunes.io/download/tune-id/94896/

আপনার DVD টা চেক করে দেখুন…যদি ৬৪ বিট হয় তাহলে এটির সাইজ হবে ৩.৫ জিবির কাছাকাছি। আর Autorun File ta চেক করে দেখুন যদি ৬৪ বিট হয় তাহলে নিচের মত থাকবে

[AutoRun.Amd64]
open=setup.exe
icon=setup.exe,0

অথবা

[AutoRun]
open=sources\sperr32.exe x64
icon=sources\sperr32.exe,0

এরকম না হলে একটি উইনডোজ ৬৪বিট এর ডিস্ক কালেক্ট করুন।
৩২ বিট হলে থাকবে

[Autorun]
open=setup.exe
icon=setup.exe,0

ami o win 7 x64 bit user.
ami marcket theke ei DvD collect korechi.
aki shate win 32 & 64 bit option dewa thake.
tobe apni alada vabe only win 7 64 bit ultimate* DvD kine nite paren.