আস সালামু আলাইকুম, আশাকরি সবাই ভালো আছেন। টেকটিউনস এ স্বাগতম।
টেকটিউনসে এটা আমার প্রথম টিউন্স, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
টাইটেল দেখে নিশ্চয় বুঝে গেছেন যে, আজকে আমি কি বিষয় নিয়ে লিখব। বর্তমান সময়ে প্রায় ৭৫% লোক ই উইন্ডোজ ১১ ব্যবহার করেন। ৭৫% বললাম এই কারনে যে, উইন্ডোজ ১১ ইউজ করতে গেলে কিছু রিকুয়ারমেন্ট আছে যা আমাদের মত পুরোনো ডিভাইসে নাই। অনেকে আবার এই রিকুয়ারমেন্ট গুলা বাইপাস করে উইন্ডোজ ১১ ইউজ করছে। তো আন সাপোর্টেড ডিভাইসে উইন্ডোজ ১১ ইউজ করার কারনে আমাদের ল্যাপটপ অথবা ডেস্কটপ এর প্রসেসর ও গ্রাফিক্সে পারফরমেন্স স্লো হয়ে যাচ্ছে। এই টিউন্সে আমি পারফরমেন্স বাড়ানোর উপায় বলে দিব.
সো লেটস্ গো.
১। প্রথমে সার্চ বক্স এ গিয়ে PowerShell লিখুন এবং টপ রেজাল্ট রাইট ক্লিক করুন,
২। এবার Run as Administrator অপশনে সিলেক্ট করুন,
৩। Execution Policy চেঞ্জ করতে নিমুক্ত কমান্ড টাইপ করুন এবং Enter চাপুন,
Set-ExecutionPolicy Unrestricted
৪। এখন Windows Security অ্যাপ রিসেট করতে নিন্মক্ত কমান্ড টাইপ করুন এবং Enter চাপুন,
Get-AppxPackage Microsoft.SecHealthUI -AllUsers | Reset-AppxPackage
৫। এবার UEFI যেটাকে আমরা BIOS বলে থাকি সেটা দিয়ে কম্পিউটার রিস্টার্ট দিন এবং Processor Virtualization চালু করে দিন,
৬। উইন্ডোজ ১১ আবার চালু হলে উইন্ডোজ সিকিউরিটি অ্যাপ খুলুন,
৭। Device Security তে ক্লিক করুন,
৮। Core Isolation Details সেটিং ক্লিক করুন এবং Memory Integrity এর Toggle Switch টি চালু করে দিন,
৯। এবং সর্বশেষ কম্পিউটার Restart করুন।
আশাকরি আপনার প্রসেসর ও গ্রাফিক্সে পারফরমেন্স আগের থেকে অনেক ভালো হবে।
টিউন ভালো লাগলে ফলো করে পাশে থাকুন, কটিউনসের সাথেই থাকুন।
আমি মোঃ মহিন শেখ। Admin, NewCelebWiki, Khulna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি মোঃ মহিন শেখ। একজন টেকটিউনার, ডিজিটাল যাত্রায় আমার সাথে যোগ দিন কারণ আমরা সাম্প্রতিক গ্যাজেট, প্রবণতা এবং অগ্রগতি যা আমাদের বিশ্বকে রূপ দিচ্ছে তা অন্বেষণ করি। আসুন একসাথে ভবিষ্যতকে আলিঙ্গন করি।