সবাই কেমন আছেন। আশাকরি ভালই আছেন, কেমন হয় যদি নোটবুক এর বিভিন্ন রকম এর টিউটোরিয়াল দেই যেগুলো আমি দৈনন্দিন কাজ করে থাকি, আমার হিসেবে ভালই হয়, নিজে করছি সাথে আপনাদের জন্য ভিডিও করে রাখছি, যাদের শিখার ইচ্ছা আছে তারা শিখতে পারলো, তো কথা না বাড়িয়ে কাজে লেগে যাই।
আপনারা যারা নতুন লেটেস্ট জেনারেশনের নোটবুক বা ল্যাপটপ ব্যবহার করেন, আর যখন উইন্ডোজ দিতে যাবেন দেখবেন যে সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে, কিন্তু যখন আপনার পার্টিশন করবেন বা পার্টিশন দেখবেন তখন হার্ডডিক্স টা শো করছে না, আজকের এই টিউনে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এইরকম লেটেস্ট নোটবুক বা ল্যাপটপ বিশেষ করে 11th Generation, 12th Generation, 13th Generation ইত্যাদি নোটবুক গুলোতে হার্ডডিস্ক না পেলে কিভাবে হার্ডডিস্ক পাইয়ে উইন্ডোজ দিবেন,
বলতে পারেন কেন হার্ডডিক্স দেখায় না, সোজাভাবে যদি আপনাদেরকে বুঝানোর জন্য বলি আগের পুরনো সালের কম্পিউটারের যে হার্ডডিক্স এর কানেক্টর ছিল মানে একটা পাওয়ার লাইন একটা ডাটা লাইন কানেক্টর, সে ডাটা লাইন কানেক্টরের একটা নাম ছিল, সেটা হল IDE ডাটা পোর্ট বা ক্যাবল তারপর AHCI, ও SATA বা ইত্যাদি, তারপরে সর্বশেষ যেই পোর্ট আসলো নাম হোল RAID, আর RAID যখন হয়ে গেছে তারপর থেকে এটা ড্রাইভার ছাড়া কাজ করে না, মানে আগের থাকা পোর্ট গুলো IDE, AHCI, SATA অপশন গুলো ছিল এগুলোতে হার্ডডিস্ক কানেক্ট করলে কাজ করা শুরু করতো, কোন ড্রাইভার বা ইত্যাদি কিছুই করা লাগতো না, কিন্তু যখন পোর্ট RAID হয়ে কানেক্ট হয় তখন ড্রাইভার প্রয়োজন হয়, ড্রাইভার দিলেই তখন হার্ড ডিস্ক দেখায়, বিস্তারিত আরো আলোচনা করেছি এই বিষয়ে এবং দেখিয়েছি কিভাবে ড্রাইভার ব্যবহার করবেন ইত্যাদি ভিডিও সম্পূর্ণ আমি তৈরি করে রেখেছি, আপনারা দেখতে পারেন এবং এর মাধ্যমে 11th Generation, 12th Generation, 13th Generation ইত্যাদি নোটবুক গুলোতে হার্ডডিস্ক না পেলে কিভাবে হার্ডডিস্ক পাইয়ে উইন্ডোজ দিবেন, আপনাদের যদি হার্ডডিস্ক না শো করে তাহলে এই পদ্ধতিতে আপনারা হার্ডডিস্ক শো করে ব্যবহার করতে পারবেন ভিডিওটি সম্পন্ন দেখলে অনেক কিছু শিখতে পারবেন।
আপনার যে কোন মন্তব্যর জন্য আমার ফেসবুক পেজ এ যোগাযোগ করুন, কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর সফটওয়্যার এর অপব্যবহার করবেন না, আজ এই পর্যন্তই আল্লাহ হাফেয।
আমি মোহাম্মাদ ইউনুছ। Support Engineer, Hardware Support Engineer, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।