আমরা বেশিরভাগ মানুষই জানি কিভাবে মোবাইলের হটস্পট দিয়ে ল্যাপটপে ইন্টারনেট চালানো যায়। কিন্ত আমরা অনেকেই জানি না কিভাবে মোবাইল দিয়ে বা মোবাইলের হটস্পট দিয়ে ডেক্সপটে ইন্টারনেট চালানো যায়। আজকে আমরা এই বিষয়ে নিয়েই আলোচনা করবো, আশাকরি পুরো টিউনটি মনোযোগ সহকারে পড়বেন। মোবাইল দিয়ে ডেক্সটপে ইন্টারনেট চালাতে হলে আমাদের লাগবে একটি মোবাইল এবং একটি ইউএসবি কেবল। এগুলো আপনার কাছে থাকলে আপনি সহজেই আপনার কম্পিউটারে ইন্টারনেট চালাতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।
প্রথমেই আপনার মোবাইলের ডাটা চালু করে নিন। কারণ ডাটা চালু না করলে কম্পিউটারে নেট কানেক্ট হবে ঠিকই কিন্ত ব্রাউজ করতে পারবেন না তাই ডাটা চালু করে নিন। আরেকটা কথা আপনার যদি মোবাইল কোন ওয়াই ফাইতে কানেক্ট থাকে তাহলে ডাটা চালু করতে হবে না সেই ওয়াই ফাই এর মাধ্যমে আপনি মোবাইল দিয়ে আপনার কম্পিউটারে ইন্টারনেট চালাতে পারবেন। এবং আপনার ইউএসবি কেবলটি আপনার কম্পিউটারে এবং মোবাইলে সঠিকভাবে লাগিয়ে নিন। কেবলটি লাগানো হয়ে গেলে আপনার মোবাইলের সেটিং অপশনে প্রবেশ করুন।
সেটিং এ আসার পর আপনি বিভিন্ন অপশন দেখতে পাবেন। সেখান থেকে More অপশনে ক্লিক করুন। আপনার সেটিং এ এই অপশনটি অন্য কোথাও থাকতে পারে। যদি না থাকে তাহলে কষ্ট করে আপনার মোবাইলের সেটিংস থেকে হটস্পটের অপশনটি খুঁজে নিন।
এখানে আসার পর এখানেও অনেকগুলো অপশন দেখতে পাবেন। সেখানে থেকে Tethering & portable hotspot অপশনে ক্লিক করুন।
এখান থেকে শুধু আপনি USB Tethering অপশনটি এনাবল করে দিবেন। তাহলেই হবে যাবে, তবে অবশ্যই ইউএসবি কেবলটি কম্পিউটার এবং মোবাইলের সাথে যুক্ত থাকতে হবে। তা না হলে আপনি ডাটা শেয়ার করতে পারবেন না। অপশনটি এনাবল করে দিলে আপনি দেখতে পাবেন আপনার কম্পিউটারে ওয়াই ফাই চালু হয়ে গেছে। এবং আপনি আপনার কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
এটি একটি খুবই ছোট সেটিংস ছিল কিন্তু অনে্কেই তা জানে না। তাই তাদেরকে জানানোর জন্য এই টিউনটি করেছি। আশাকরি আপনাদের অনেক উপকারে আসবে।
আমি রাশেদুল ইসলাম। টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 62 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 16 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।