গত কয়েক বছরের মধ্যে যে প্রোডাক্টটি কানেক্টিভিটি চক্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে সেটি হলো Mesh Wi-fi। রাউটারের দুনিয়াতে গত দুবছর ধরে বেশ উত্থান পথন দেখা যায়। রাউটার ব্যবহারকারীরা রাউটারের নিত্য নতুন সিস্টেম পরিবর্তন দেখার সাথে সাথে দেখেছে সিস্টেমগুলোর আপডেট ভার্সন। তাহলে গুচ্ছের টাকা কোনটার পিছনে ব্যয় করবেন, Mesh Wi-fi নাকি Traditional Routers এর? আজকের আর্টিকেলে আপনাদের জানাবো Mesh Wi-fi বনাম Traditional Routers কোনটি হবে আপনার সঙ্গী।
Mesh Wi-fi কি?
Mesh Wi-fi এর আরেক নাম হল হোম ওয়াই ফাই। বুঝতেই পারছেন আপনার হোম নেটওয়ার্কিং সলিউশন এটি। লোকাল কানেক্টিভিটি থেকে আপনার ওয়াই ফাইকে আলাদা করার মত গুন আছে এর। এই সিস্টেমে সকল তারবিহীন যন্ত্র একটি নির্দিষ্ট ওয়াই ফাই এর আওতায় থাকে। এতে থাকা নডগুলো এক-একটি আলাদা নেটওয়ার্ক হিসেবে কাজ করে।
Traditional Routers কি?
এটি প্রথম উদ্ভাবন হয় ১৯৯৯ সালে। কিন্তু উদ্ভাবনের ২০ বছর পেরিয়ে গেলেও এর তেমন কোন পরিবর্তন দেখা যায়নি। গঠনগত অবকাঠামো এক রেখে এর রেঞ্জ, ফিচার এবং পাওয়ার এ কিছুটা পরিবর্তন এসেছে। এই রাউটারের তারটি আপনার ব্যবহৃত যন্তের পিছনে প্রবেশ করালেই আপনি ওয়াইফাই এর সকল সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন।
Mesh Wi-fi বনাম Traditional Routers
১। পুরনো ধাচের রাউটার গুলোতে যেখানে শুধুমাত্র একটি ক্যাবল প্রবেশের পোর্ট থাকে, MESH WI-FI তে আপনি পাবেন কয়েকটি ক্যাবল পোর্ট।
২। পুরোনো রাউটারের তুলনায় MESH WI-FI আপনাকে দিবে তুলনামূলক ভালো স্পীড এবং কভারেজ।
৩। MESH WI-FI এর গঠনগত অবকাঠামো Traditional Routers এর তুলনায় সম্পূর্ন ভিন্ন।
৪। ওয়াইফাই নড এর সম্বন্ধে একটি অভিযোগ হচ্ছে এটি অনেক সময় দেখতে দৃষ্টিকটু লাগে। কিন্তু নতুন কাঠামো এবং ব্যবহারকারীদের কথা মাথায় রেখে বর্তমানে MESH WI-FI গুলোকে আকর্ষনীয় করতে মিনিমাল অবকাঠামো মেনে চলার চেষ্টা করছে।
৫। দেয়াল কিংবা দরজা সিগনাল প্রবেশের ক্ষেত্রে বাঁধার সৃষ্টি করে। কিন্তু MESH WI-FI ব্যবহারে সিগনাল আসা যাওয়ায় তেমন কোন বাঁধা বিপত্তির সম্মুখীন হতে হয় না।
৬। MESH WI-FI তৈরী হয়েছে নতুন যুগের প্রযুক্তির কথা মাথায় রেখে। এতে আছে প্যারেন্টাল কন্ট্রোল, নেটওয়ার্ক ট্র্যাফিকিং এবং বিল্ট-ইন সাইবার সিকিউরিটি স্ক্যানিং।
Mesh Wi-fi বনাম Traditional Routers এরদৌড়ে কোনটি ব্যবহার করবেন আপনি? নতুন যুগের পছন্দের Mesh Wi-fi নাকি পুরোনো অবকাঠামো রক্ষা করা Traditional Router কে।
আমি আহমেদ তানভীর স্মরণ। , Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।