আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন।
TP Link এই নামটা আমরা সবাই জানি। যারা ওয়াইফাই ব্যবহার করি তাদের সবার একটি করে TP Link থাকে। TP Link লগিন করার জন্য আমরা ইউজার নাম admin এবং পাসওয়ার্ড admin দিয়ে লগিন করলেই TP Link এর ভিতরে প্রবেশ করতে পারি। কিন্তু যদি অন্যকেও আপনার রাউটার প্রবেশ করে তাহলে কি করবেন, আপনার রাউটার সম্পূর্ন ক্রন্টোল চলে যাবে তার কাছে।
তাই কেও যাতে আপনার TP Link কেও প্রবেশ করতে না পারে সেজন্য আপনি চাইলে আপনার TP Link এর ইউজার নেম এবং পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন, যাতে করে কেও প্রবেশ করতে না পারে।
কিভাবে আপনার TP Link এর ইউজার নেম এবং পাসওয়ার্ড পরিবর্তন করবেন সেজন্য আমি একটি ভিডিও তৈরি করেছি। ভিডিও টি দেখলে আপনি খুব সহজেই TP Link এর ইউজার নেম এবং পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। এতে করে কেও আর আপনার TP Link লগিন করতে পারবে না।
এই ভিডিও টির মাধ্যমে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে TP Link ইউজার নেম এবং পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়। তাই ভালো ভাবে বুঝার জন্য ভিডিও টি সম্পূর্ন দেখবেন।
যদি ভিডিও টি ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং আমার চ্যানেল টি সাবস্ক্রাইব করবেন।
আমার চ্যানেল এর নাম Jowel143 Tech Bangla। একবার আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসলে খুব খুশি হবো
আমাারে ইউটিউব চ্যানেল খুরে আসার জন্য এখানে ক্লিক করুন। আর হে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আমি সোহেল মন্ডল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।