বিষয়টি চিন্তা করতেও কঠিন লাগে, মাত্র ২০ বছর আগে ইন্টারনেট এক নতুন আবিষ্কার ছাড়া আর কিছুই ছিল না। শুধু বড় বড় কলেজের প্রোফেসর আর গবেষণা গাড়ে ইন্টারনেট ব্যবহৃত হতো। হঠাৎ করেই ইন্টারনেট বিরাট আকার লাভ করতে আরম্ভ করলো আর কানেকশন টেকনলজিতে চলে আসতে আরম্ভ করলো বিশাল পরিবর্তন।
যদিও আজকে আমরা ডায়াল-আপ ইন্টারনেটের যুগ পার করে এসেছি আর আমাদের কাছে রয়েছে, ৩জি, ৪জি, ব্রডব্যান্ড, ওয়াইমাক্স ইত্যাদি। কিন্তু তারপরেও হোম ইউজ বা অফিস ইউজের ক্ষেত্রে ওয়াইফাই'র ব্যাপক চাহিদা রয়েছে। ওয়াইফাই রাউটার আর হটস্পটের সাহায্যে পুরাতন ডায়াল-আপ কানেকশনের ইন্টারনেট'কেও ওয়াইফাই ওভার ট্র্যান্সমিট করানো সম্ভব।
কিন্তু ওয়াইফাই নেটওয়ার্কের সাথে সমস্যা হচ্ছে, যদি আপনার নেটওয়ার্ক টিতে যথেষ্ট সিকিউরিটি ব্যবস্থা না থাকে, তো যেকেউ আপনার অনুমতি ছাড়ায় আপনার নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে ইন্টারনেট ইউজ করতে পারে। আপনি এই টিউনটি পড়ছেন, এর কারণ হতে পারে কেউ অলরেডি আপনার নেটওয়ার্কে ডুকে বিনা পারমিসনে আপনার ইন্টারনেট ব্যবহার করছে।
যখন কেউ আপনার ওয়াইফাই চুরি করে, আপনার অনেক ব্যান্ডউইথ নষ্ট নয় আর স্পীডও অনেক কমে যায়। অনেক সময় আপনার ওয়াইফাই চুরি করে আপনার মেশিনকে আক্রান্ত করিয়ে দিতে পারে কিংবা আপনার কম্পিউটার থেকে সকল তথ্য গুলো চুরি করতে পারে।
এই টিউনে আমরা জানবো, কিভাবে ওয়াইফাই চোর'কে আপনি খুঁজে বেড় করবেন এবং কিভাবে আপনার নেটওয়ার্ক'কে আরো সিকিউর তৈরি করবেন! তো শুরু করা যাক...
ওয়াইফাই এর জন্য স্ট্যান্ডার্ড সিকিউরিটি এনক্রিপশন আর স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করার পরেও আপনার ওয়াইফাই নেটওয়ার্ক হ্যাক হওয়া সম্ভব বন্ধু, হতে পারে আপনার পরিবারের কোন সদস্য কোন প্রতিবেশি'কে পাসওয়ার্ড দিয়ে দিয়েছে আর আপনি সেটা জানেনই না। আবার কেউ আপনার নেটওয়ার্ক'কের উপর ব্রুট ফোর্স অ্যাটাক চালিয়েও আপনার পাসওয়ার্ড হাইতে নিতে পারে।
(কিভাবে নিজের ওয়াইফাই নেটওয়ার্কের উপর নিজের অ্যাটাক চালিয়ে সিকিউরিটি নিশ্চিত করবেন?) আপনার নেটওয়ার্কের সাথে কোন কোন ডিভাইজ কানেক্টেড রয়েছে, সেটা চেক করার মাধ্যমে আপনি ১০০% বুঝতে পারবেন, কে আপনার অজান্তে আপনার ওয়াইফাই ব্যান্ডইউথ চুরি করছে। জাস্ট আপনাকে রাউটার সেটিং এক্সপ্লোর করতে হবে, আর আপনি জেনে যাবেন। আপনার রাউটারের গায়ে লিখে থাকা আইপি অ্যাড্রেসটি সরাসরি ব্রাউজারে প্রবেশ করিয়ে ঢুকে পড়ুন। অনেক সময় আইপি অ্যাড্রেস http://192.168.0.1 অথবা http://192.168.1.1 হয়ে থাকে, যাই হোক, আপনি আপনার আইপি অ্যাড্রেস ইউজ করুণ।
এবার আপনার রাউটারের লগইন পেজ চলে আসবে, সেখানে আপনার রাউটার ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রবেশ করান। লগইন করার পরে Attached Devices অথবা Device List. অপশনটি খোঁজার চেষ্টা করুণ। এই লিস্টে আপনার রাউটারের সাথে কানেক্টেড থাকা সকল আইপি অ্যাড্রেস গুলোকে আপনি দেখতে পাবেন এবং কানেক্টেড থাকা ডিভাইজ গুলোর ম্যাক অ্যাড্রেস গুলোকেও আপনি দেখতে পাবেন। কোন কোন রাউটারে IP filtering নামক অপশনেও এই লিস্ট থাকতে পারে। জাস্ট চেক করে দেখুন।
এবার এই লিস্ট থেকে আপনার ডিভাইজ গুলোর আইপি অ্যাড্রেস চেক করে দেখুন। আপনার সকল ডিভাইজ, আপনার ফোন, আপনার ট্যাবলেট, আপনার ল্যাপটপ, আপনার ডেক্সটপ সবকিছুর আইপি অ্যাড্রেস চেক করে নিন। যদি কোন আইপি অ্যাড্রেস আপনার না হয়, তবে অবশ্যই বুঝে নেবেন, সেটাই ঐ চোরের আইপি অ্যাড্রেস। IP filtering অপশন থেকে সহজেই তাকে ব্ল্যাক লিস্ট করে দিতে পারবেন।
আজকের অনেক মডার্ন রাউটারে বিশ্বস্ত ডিভাইজ সেট করে রাখা যায়। আপনি চাইতে আপনার সকল ডিভাইজ গুলোকে বিশ্বস্ত ডিভাইজ আকারে সেট করে রাখতে পারেন, এতে এই ডিভাইজ গুলো ব্যতীত আলাদা ডিভাইজ গুলো রাউটারের সাথে কানেক্টেড হতে পারবে না। সাথে যদি দেখতে পারেন, কেউ আপনার ওয়াইফাই চুরি করছে, তো সাথে সাথে ঐ আইপি ব্লক করে এবং আপনার ওয়াইফাই পাসওয়ার্ড'কেও পরিবর্তন করে নিন।
যদি আপনার ওয়াইফাই রাউটারটি অনেক পুরাতন হয়ে থাকে, তো স্বাভাবিক ভাবে সেখানে হয়তো কানেক্টেড ডিভাইজের লিস্ট শো করবে না। তাহলে কি করবেন? চিন্তার কোন কারণ নেই (কারণ আপনি টেকটিউনসে রয়েছেন!) কেনোনা আপনার নেটওয়ার্কের সাথে কানেক্টেড ডিভাইজ গুলোর লিস্ট এবং আইপি অ্যাড্রেস পাওয়ার জন্য অনেক টুল রয়েছে।
এই ক্ষেত্রে আমার সবচাইতে ভালোলাগা টুলটি হলো Wireless Network Watcher। এই টুলটি ব্যবহার করা পানির মতো সহজ, আপনাকে কোন কিছুর সেটিং নিয়ে মাথা ঘামাতে হবে না। জাস্ট টুলটি ওপেন করেই আপনার রেঞ্জের সকল আইপি অ্যাড্রেস গুলোকে স্ক্যান করতে আরম্ভ করে দেবে। আপনি যদি আলাদা কোন অ্যাডাপ্টার বা আলাদা আইপি রেঞ্জ স্ক্যান করতে চান, সেক্ষেত্রে F9 প্রেস করে অপশন সিলেক্ট করতে পারেন।
এই টুলটির আইপি স্ক্যানিং প্রসেস অনেক ফাস্ট, আর মাত্র কয়েক সেকেন্ডই লাগে সম্পূর্ণ হতে। এই টুলটির স্ক্যান রেজাল্ট থেকে আপনি সকল তথ্য গুলো পেয়ে যাবেন। আপনার নেটওয়ার্কে কানেক্টেড থাকা আইপি অ্যাড্রেস, ডিভাইজ ম্যাক অ্যাড্রেস, ডিটেকশন এবং একটিভিটি ইত্যাদি সব কিছুই আপনি ট্র্যাক করতে পারবেন। সবচাইতে ভালো ব্যাপার হচ্ছে, এই টুলটির পোর্টেবল ভার্সনও রয়েছে।
এই টাইপের আরো অনেক টুল রয়েছে, যেগুলো ব্যবহার করে সহজেই আপনি নেটওয়ার্কে কানেক্টেড থাকা ডিভাইজ গুলোকে খুঁজে পেতে পারবেন। আপনার ডিভাইজ গুলোর সাথে স্ক্যান লিস্ট ক্রস চেকিং করুণ, যদি কোন অচেনা ডিভাইজ বা আইপি অ্যাড্রেস কানেক্টেড থাকতে দেখতে পান, সেটাকে রাউটার থেকে ব্ল্যাক লিস্ট করে দিন এবং আপনার ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করে নিন। আমি নিচে আরো কিছু টুলের লিস্ট দিয়ে দিলাম, আপনি এগুলোও ইউজ করে দেখতে পারেন।
সর্ব প্রথম এটাই বলবো অবশ্যই আপনার এনক্রিপশন স্ট্যান্ডার্ড পরিবর্তন করে নিন, যদি আপনি এখনো WEP ব্যবহার করে থাকেন। অবশ্যই WPA অথবা WPA2 এনক্রিপশন স্ট্যান্ডার্ড ব্যবহার করুণ। WEP আজকাল লিনাক্স ব্যবহার করে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ক্র্যা*ক করে ফেলা সম্ভব। WPA অথবা WPA2 অনেক শক্তিশালী এনক্রিপশন ব্যবস্থা। সাথে অবশ্যই প্রচন্ড শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুণ।
যেটা লম্বা আর জটিল পাসওয়ার্ড হওয়া প্রয়োজনীয়। যদিও এটা কোথাও নেই, যে ঠিক কতো ক্যারেক্টার লম্বা করার পরে পাসওয়ার্ড সবচাইতে বেশি সুরক্ষিত হয়। কিন্তু আমি রেকমেন্ড করবো, কমপক্ষে ১৫ ক্যারেক্টারের পাসওয়ার্ড সেট করুণ। আর পাসওয়ার্ডের মধ্যে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, সংখ্যা, স্পেশাল ক্যারেক্টার (@#$%^&) ব্যবহার করুণ। অবশ্যই যে শব্দ অভিধানে খুঁজে পাওয়া যাবে, এমন শব্দ ব্যবহার করে পাসওয়ার্ড তৈরি করবেন না। কিভাবে হ্যাক প্রুফ পাসওয়ার্ড তৈরি করতে হয়, সে ব্যাপারে একটি বিস্তারিত টিউন করে সেখানে আরো বিস্তারিত আলোচনা করবো।
তো বন্ধু, এই ছিল কিছু টিপস যেগুলোর মাধ্যমে আপনি সহজেই ওয়াইফাই চোর'কে ধরে ফেলতে পারবেন। তো আপনি ওয়াইফাই চোর কে ধরার জন্য কোন পদ্ধতি অবলম্বন করেন? আপনার কাছে কি আরো নিশ্চিত পদ্ধতি রয়েছে? আমাদের নিচে টিউমেন্ট করে জানান।
আমি তাহমিদ বোরহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 177 টি টিউন ও 680 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 43 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি তাহমিদ বোরহান। টেক নিয়ে সারাদিন পড়ে থাকতে ভালোবাসি। টেকটিউন্স সহ নিজের কিছু টেক ব্লগ লিখি। TecHubs ব্লগ এবং TecHubs TV ইউটিউব চ্যানেল হলো আমার প্যাশন, তাই এখানে কিছু অসাধারণ করারই চেষ্টা করি!