এবার আপনার Router থেকে USER লিমিট করে দিন, আর সান্তিতে ইন্টারনেট চালান।

আসসালামুয়ালাইকুম,

সবাই কেমন আছেন? আশা করি ভালই আছেন, আমি আলহুমদুলিল্লাহ সব সময় ভালোর দলেই থাকি, Internet Router ব্যবহার করেন না এমন মানুষ নাই বললেই চলে। আজ আপনাদের জন্য নতুন টিউটোরিয়াল কিভাবে আপনারা wifi Router এর ইউজার লিমিট করবে ধরুন আপনি চাচ্ছেন আপনার রাউটার ৫ জন এর বেশি ব্যবহার করবে না  আপনি আপনার বাসায় অথবা ক্লাব এ ওয়াইফাই রাউটার ফ্রি করে দিয়েছেন কিন্তু ১০জন এর বেশি কেউ ব্যবহার করতে পারবে না যদি এমনটা চান তাহলে এই টিউনটি আপনার জন্য।

  • আগে কিছু কথা বলে রাখি আপনি এটা করলে।
  • ১. আপনি ১০ জন এর জন্য লিমিট করে থাকলে এর ভিতরে যারা যারা আগে কানেক্ট করবে তারাই শুধুমাত্র ইউজ করতে পারবে।
  •  প্রতিটি রাইটারের আইপি এড্র্ররেস আলাদা আলাদা
  •  টিপিলিংক এর আইপি 192.168.0.1
  • টেনডা এর আইপি 192.168.1.1
  • তাছাড়াও ভিবিন্ন রাউটারে ভিবিন্ন আইপি এটা যদি আপনি বের করতে চান ?? তাহলে রাউটাররের অপরপিঠে দেখুন।
  • এই সেটিং টা আপনি ইচ্ছা মতো ইউজার সেট করতে পারেন সুধু সংখা টা দেখিয়ে দিলেই হবে।
  • এটা করার পরে আপনার Router  রিস্টার্ট হতে পারে এটাতে ভয় পাবার কিছু নাই।

এবার আপনাদের জন্য টিউটোরিয়াল দেখে শিখার পালা চলুন শিখে ফেলি

এখন টিউটোরিয়াল ভিডিও দেখুন টিউন এর পাতায়

আপনাদের যদি কোন কিছু বলার থাকে বা জানার দরকার হয় তাহলে টিউন এর টিউমেন্ট বক্স এ টিউমেন্ট করুন অথবা আমার ফেসবুক পেজএ ইনবক্স করুন, আজ এই পর্যন্তই সবাই ভাল থাকুন, আবার আসবো নতুন কিছু নিয়ে, আল্লাহ হাফেজ।

Level 3

আমি মোহাম্মাদ ইউনুছ। Support Engineer, Hardware Support Engineer, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস