হট নিউজ বাজারে এসেছে নতুন Xiaomi mi মিনি WIFI রাউটার (নতুন চমক)

 

সুখবর সুখবর সুখবর কম্পিউটার ব্যবহার কারীদের জন্য সুখবর। আস্ সালামু আলাইকুম নতুন বছরে শুরুতে আপনাদের জন্য সুখবর। শুরুতেই বলে রাখছি ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আপনার কম্পিউটার বা ল্যাপটপ লাগিয়ে দিন আর উপভোগ করুন wi-fi সুবিধা; এই ডিভাইস দিয়ে আপনি আনলিমিটেড ডিভাইস কানেক্ট করতে পারবেন; এবং এটিক ওয়ারলেস ল্যানকার্ডের মত ব্যবহার করতে পারবেনব্যবহারবিধি: এটা ইউজ করতে আপনার পিসি/ল্যাপটপে ইন্টারনেট থাকতে হবে। মডেম, ব্রডব্যান্ড যে কোন ইন্টারনেট থাকলেই হবে। তারপর এই ডিভাইস পেনড্রাইভের মত USB পোর্টে লাগাবেন, ১টা সফটওয়্যার ইন্সটল করবেন আর সাথে সাথে আপনার পিসির ইন্টারনেট WIFI HotSpot হয়ে যাবেআপনি সরাসরি এই WIFI রাউটার এ “সিম / ব্রডব্যান্ড” লাইন ইউজ করতে পারবেন না। এটা USB পোর্টেবল WiFi রাউটার। এর কাজ আপনার পিসি/ ল্যাপটপের ইন্টারনেটকে WIFI করা এই ডিভাইসের সাহায্যে যা করতে পারবেন: পিসি/ল্যাপটপের ইন্টারনেট মোবাইল/ট্যাব/অন্য ল্যাপটপ/অন্য পিসিতে ইউজ করতে পারবেনআবার মোবাইলের ইন্টারনেট বা অন্য যে কোন WIFI ইন্টারনেট পিসিতে ইউজ করতে পারবেন, এটা তখন WLAN card এর কাজ করবে১টা পিসির ইন্টারনেট আরেকটা পিসিতে শেয়ার করতে পারবেন ২টা ডিভাইস লাগিয়ে মোবাইল থেকে বা পিসি থেকে ফাইল ট্র্যান্সফার করতে পারবেন। তাই আর দেরি না করে এক্ষুনি আপনার নিকটস্থ কম্পিউটারের দোকানে গিয়ে ক্রয় করুন এই Xiaomi mi মিনি WIFI রাউটার। এর সফটয়সারটি পিসির জন্য ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন। এখানে থেকে মিডিয়াফায়ার লিংক ১০০%। আশাকরি সকলেই কাজে লাগবে। ব্যবহার করলেই বুঝতে পারবেন।

Level 0

আমি AvBqye। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস