ল্যাপটপ থেকে ল্যাপটপে ফাইল শেয়ার করুন ওয়াই-ফাই এর মাধ্যমে অভিনব কায়দাই! ল্যান কানেকশনের আইপি সেটিংস থেকে চিরমুক্তি নিয়ে নিন।


বিসমিল্লাহির রাহ মানির রাহিম

টিউনারশীপ পাবার পর এটাই আমার প্রথম টিউন তাই ভূল ত্রুটি মার্জনীয়। আশা করি বিশাল এই টেকটিউনস কমিউনিটিতে সবাইকে  পাশে পাব। কারন আমরা সবাই একই পরিবার।

শিরোনাম দেখে অনেকের বুঝতে কষ্ট হতে পারে। আসলে আমরা অনেকে শেয়ার ইট ব্যবহার করি ফাইল ট্রান্সফার করার জন্য। কিন্তু শেয়ারইট ব্যবহার করাও একটা ঝামেলার বিষয়। আর শেয়ারইট এ মাঝে মাঝে অনেক ঝামেলা করে। তাই আপনারা যারা ব্যবসা প্রতিষ্ঠানে একাধিক কম্পিউটার ব্যবহার করেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষন করছি। আপনারা সকল পিসির কানেকটিভিটি ঠিক (হটষ্পট) করে ইচ্ছেমত ফাইল ট্রান্সফার করতে পারেন। এতে আপনার সময় ও শ্রম দুটোই কমবে বলে আশা করছি। বারবার পেন ড্রাইভ লাগানোর দায় থেকেও মুক্তি পাবেন। তো চলুন শুরু করা যাক কিভাবে এটি কাজ করে সে বিষয়ে বিস্তারিত জেনে আসি।

প্রথমে সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করি।

ডাউনলোড শেষ হলে পিসিতে ল্যাপটপে (আপনার ওয়াইফাই ডিভাইস থাকে তো পিসিতেও ইউজ করতে পারেন) ইনস্টল করুন। এভাবে আপনার ব্যবহৃত সকল ল্যাপটপ/ পিসিতে সফটওয়্যারটি ইনস্টল করুন। ইনস্টল শেষ হলে সকল ল্যাপটপে/ পিসিতে সফটওয়্যারটি ওপেন করুন সাথে সাথে হটস্পট ও অন করুন

আপনার হটষ্পট অন করতে এই জিপ ফাইটি ডাউনলোড করুন। এর মধ্যে দুইটি ফাইল আছে। প্রথমেই আপনি ফাইলটি এক্সট্রাক্ট করুন, এরপর আপনার ল্যাপটপ/ কম্পিউটারের হটস্পট অন করতে Start wifi HotSpot লেখা ফাইলটি Run as Administrator পারমিশন দিয়ে ওপেন করুন। তাহলেই আপনার হটস্পট চালু হয়ে যাবে। অপ্রয়োজনে আপনার কম্পিউটারের হটস্পট বন্ধ করতে পরের ফাইলটা একইভাবে ওপেন করুন। প্রয়োজনমত যখন হটস্পট অন করার প্রয়োজন হবে (আসলে কম্পিউটার রিস্টার্ট করলে হটস্পট বন্ধ হয়ে যায়, তাই আবার নতুন করে চালু করতে হয়) তখন একই নিয়মে প্রথম ফাইলটা অন করলেই হবে। বাড়তি ঝামেলার কোন প্রয়োজন নেই। তবে আপনার ল্যাপটপ/ পিসিতে অবশ্যই ওয়্যারলেস ড্রাইভার ইনস্টল করা থাকতে হবে। আপনার কম্পিউটার/ ল্যাপটপে ড্রাইভার ইনস্টল আছে কিনা সেটা জানতে Start মেনু থেকে Run এ ক্লিক করুন। এরপর লিখুন cmd এন্টার করুন। নতুন একটা কালো রঙের উইন্ডো আসবে এখানে টাইপ করুন ipconfig এরপর আবার এন্টার চাপুন। নিচে আপনার ল্যান ড্রাইভার ও ওয়্যারলেস ড্রাইভার এর বিস্তারিত তথ্য এখানে পাবেন। যদি ড্রাইভার ইনস্টল না থাকে তবে পাবেন না।

আপনার ল্যাপটপ/ পিসি হটস্পট এর আওতাভুক্ত হওয়ার পর আপনার ইনস্টলকৃত সফটওয়্যারটি ওপেন করুন। লাইসেন্স কি চাইবে কিন্তু আপনি কেটে দিন। এখন আপনার সফটওয়ারটি অটোমেটিকভাবে আপনার হটস্পটকৃত ল্যাপটপ/ পিসি ডিভাইসগুলো সার্চ করতে শুরু করবে। সার্চ শেষ হলে দেখবেন নিচের চিত্রের মত আপনার হটস্পটকৃত ডিভাইসের নাম দেখাচ্ছে। ওখানে থেকে আপনি বিভিন্ন ধরনের অপশন পাবেন। যে ল্যাপটপ/ পিসি থেকে ফাইল সেন্ড করতে চান সেই ল্যাপটপ/ পিসি থেকে হটস্পটের পাশের অপশনে লেখা আছে সেন্ড, আপনি এখানে ক্লিক করে ফাইল ব্রাউজ করে কাংখিত কম্পিউটারে ফাইল সেন্ড করতে পারেন ইচ্ছেমত। এতে আপনার কোন ডাটা চার্জ বা ল্যান কানেকশনের প্রয়োজন নেই। নেই কোন আইপি সেটিংস করার ঝামেলা। প্রয়োজনে আপনার সময় ও শ্রম দুটোই একসাথে বাঁচাতে এটা আপনাকে সাহায্য করতে পারে।

বন্ধু হিসাবে গ্রহণ করতে ফেইসবুকে রিকোয়েস্ট দিতে পারেন। এটা আমার ফেসবুক আইডি

প্রথম টিউন হিসাবে কেমন উপস্থাপন করতে পারলাম জানিনা, তবে চেষ্টা করবো আগামীতে আরো ভালো ও মানসম্মত নতুন ধারার টিউন উপহার দিতে। টেকটিউন আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমিও চাই টেকটিউনস এর সকল ফ্যানদের নতুন কিছু শেখাতে অবশ্যই শিখতেও। আশা করি সবাইকে আমার পাশে পাবো।

টেকটিউনস এর পরিচালক, সকল শুভানুধ্যায়ী, টিউনার ও ফ্যানদের জানাই বিজয়ের মাসে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবার জন্য সু-স্বাস্থ্য প্রার্থনা করে ও নিজের জন্য দোয়া চেয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ্ হাফেজ....

Level 1

আমি কম্পিউটার হোম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাংলাদেশ ডিজিটাল আইটি সলিশন টিম প্রফেশনাল আউটসোর্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। তিন মাস মেয়াদী কোর্সটিতে ওয়েব ডিজাইন, এসইও, ব্লগিং, অ্যাফিলিয়েটেড মার্কেটিং এবং গুগল অ্যাডসেন্সের উপর প্রশিক্ষণ দেওয়া হবে। বিড করার কৌশল, কাজ পাওয়ার পদ্ধতি, কাজ বায়ারদের অ্যাকাউন্টে আপলোড করা, অর্জিত টাকা দেশে নিয়ে আসা প্রভৃতি বিষয় হাতে-কলমে শেখানো হবে। কোর্স শেষে আউটসোর্সিং কাজের জন্য সহায়তা করা হবে। ফোন :01858-312544.

আরে ভাই সব কিছু পাবেন এই ওয়েবসাইট এ নতুন মোবাইল এর দাম, বাংলা ভিডিও গান, বাংলা মুভি, এন্ড্রোয়েড এপ্স, বাংলা খবর এবং যে কোনো ধরনের টিউন।
শুধু মাত্র
http://www.alistorebd.com
এখুনি ভিজিট করুন।

Level New

ধন্যবাদ