এবার সবচেয়ে সহজ উপায়ে ইন্টারনেট শেয়ার করুন মাত্র একটি Button চেপে; কোন সফটওয়্যার ছাড়াই! ( এই টিপস কিন্তু আর কোথাও পাওয়া যাবে না!!)

আসসালামু আলাইকুম। টেকটিউনস এর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভাল আছেন। মূল প্রসংগে আসি। সফটওয়্যার ছাড়া ওয়াইফাই হটস্পট বলতেই cmd তে কোড লিখে/কপি পেস্ট করার কথাই আমাদের সামনে চলে আসে। কিন্তু প্রতিবার হটস্পট অন করতে যে পরিমাণ ঝামেলা হয়, তার চেয়ে সফটওয়্যার ব্যবহার করতেই অনেকে পছন্দ করেন। কিন্তু সমস্যা হলো ভাল মানের সফটওয়্যারতো আর বিনামূল্যে পাওয়া যায় না। আর crack?!

বকবক বন্ধ! যে জন্যে পোস্ট দেখতেছেন সেখানে চলে যাই,

শুরুতে এই batch file ডাউনলোড (12 kb) করে নিন। (অথবা ছবিতে প্রদর্শিত code গুলো notepad এ লিখে .bat format এ save করে নিতে পারেন)। এবার নিচের ধাপগুলো অনুসরণ করুন। ভয় পাবেন না, এটি মাত্র একবারই করা লাগবে।

১. Start wifi HotSpot.bat ফাইলটিতে রাইট ক্লিক করে edit এ ক্লিক করুন। ‘ssid=’ এরপরে Name এর জায়গায় আপনি হটস্পটের যে নাম দিতে চাচ্ছেন সেটি লিখুন। আর ‘Key=’ এরপরে Password এর জায়গায় আপনার পাসওয়ার্ড দিন। (পাসওয়ার্ড পরিবর্তন না করলে; আপনার পাশের বাড়ির কেউ যদি এই পোস্ট পড়ে আপনার ইন্টারনেট ব্যবহার করে, তাহলে কিন্তু আমাকে দোষরোপ করতে পারবেন না!)

২. এবার Start wifi HotSpot.bat ফাইলটিতে রাইট ক্লিক করে একটি shortcut তৈরি করুন। shortcut টিতে রাইট ক্লিক করে এর properties এ যান। আর নিচের ধাপগুলো অনুসরণ করুন:

ক. Advanced অপশনে যেয়ে Run as administrator এ check করে দিন।

খ. Shortcut key তে ক্লিক করে আপনার পছন্দমত একটি key চাপুন (যেটি আপনি হটস্পট চালু করার জন্য ব্যবহার করতে চান),

গ. Run এর জায়গায় minimized সিলেক্ট করতে পারেন। আর change icon অপশন থেকে, ডাউনলোডকৃত iconটি ব্যবহার করতে পারেন।

৩. Shortcut টি desktop এ নিয়ে আসুন। এবার ডাবল ক্লিক করুন অথবা ২ এর ‘খ’ ধাপে যে key দিয়েছিলেন সেই key চাপুন।

৪. Control Panel থেকে Network and Sharing Center এ গিয়ে দেখুন একটি নতুন নেটওয়ার্ক তৈরি হয়েছে। (আমার ক্ষেত্রে Name নামে Local Area Connection* 3 তৈরি হয়েছে, আপনার ক্ষেত্রে ‘Local Area Connection*’ এরপর যেকোন নম্বর থাকতে পারে)

৫. যে connection টি আপনি শেয়ার করতে চান সেটিতে ক্লিক করে properties এ যান। সেখান থেকে Sharing ট্যাব থেকে ‘Allow other network users to connect through this computer’s internet connection’ এ check করে দিন আর ‘Home networking connection’ থেকে নতুন যে connection টি তৈরি হয়েছে সেটি সিলেক্ট করে ok করে করে বের হয়ে আসুন।

৬. এবার দেখুন ম্যাজিক!

৭. পরবর্তিতে প্রতিবার হটস্পট চালু করতে শুধুমাত্র যে key দিয়েছিলেন, সেটি চাপলেই অন হয়ে যাবে।

৮. হটস্পট অফ করতে ওয়াইফাই অফ করুন অথবা stop wifi hotspot.bat ফাইলটিকে '২' নম্বর ধাপে বর্ণিত পদ্ধতি অনুসরণ করুন।

কাজ না হলে করণীয়:

১. আপনার পিসি হটস্পট সাপোর্ট করে কিনা এটা দেখতে cmd কে run as administrator মুডে  অপেন করে  ‘netsh wlan show drivers’ লিখে এন্টার চাপুন। যদি Hosted Network Supported এ ‘Yes’ দেখায় তাহলে বুঝবেন আপনার পিসি হটস্পট সাপোর্ট করে।

২. ওয়াইফাই অন করেছেন তো?

৩. ওয়াইফাই অফ করে আবার অন করুন।

৪. এন্টিভাইরাসের ফায়ার ওয়াল অফ করে দিন অথবা ইন্টারনেট শেয়ারিং অন করে দিন।

৫. যে কম্পিউটারটি হটস্পটে যুক্ত করতে চান সেটিতে ‘Tcp/IPv4’ এ ‘Obtain an IP address automatically’ দেয়া আছে কিনা তা চেক করুন।

Level 0

আমি তানভীর আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Bohut Poraton Trick Vai 🙂

পুরোটা দেখেন ভাই।

bhai amarta mobile -e connect hoi but net chole na…. PC sharing korsi but kono lav hoi nai… pls. help me…

কিছু শক্তিশালী এন্টিভাইরাস (যেমন Bitdefender) শেয়ারিং অফ করে দেয়, আপনি দেখবেন কানেক্টেড তারপরও নেট পায় না। সেক্ষেত্রে এন্টিভাইরাসের অপশনগুলো খুঁজে দেখতে পারেন। তাও না হলে ফেইসবুকে মেসেজ দিতে পারেন। চেয্টা করবো সমাধান দেয়ার। https://www.facebook.com/tanvirme2k9