ওয়াই ফাই রাউটার কেনার আগে যা যা করবেন।

আমরা অনেকেই এখন ডিভাইস ব্যবহার করি যেগুলো ওয়াইফাই সাপোর্টেড। কিন্তু ওয়াইফাই কানেকশন বাসায় ব্যবহার করতে আমাদের ইন্টারনেট কানেকশনের পাশাপাশি রাউটার কেনার প্রয়োজন পরে। কিন্তু অনেকেই বুঝেন না রাউটার কেনার আগে কি কি  বিষয় খেয়াল রাখা উচিত। আমার এই পোস্ট এ আমি চেষ্টা করেছি কিছু বিষয় তুলে ধরার যা রাউটার কেনার আগে আপনার খেয়াল রাখা উচিত।

১. আপনি কয়টা ডিভাইস ব্যবহার করবেন তা আগে ঠিক করুন।

২. আপনার কতটুকু জায়গা কাভারেজ প্রয়োজন সেটি ঠিক করুন।

৩. আপনার বাসার গঠন বুঝে নিন। ওয়াইফাই দেয়াল ভেদ করে যেতে সিগনাল উইক হয়ে যায়। এজন্য ভালো কাভারেজ পাওয়া যায়না। আপনার বাসায় যদি অনেক দেয়াল থাকে আর আপনি পুরু বাসায় কাভারেজ পেতে চান তাহলে হাই পাওয়ার্ড রাউটার লাগবে।

৪. ইন্টারনেট কানেকশন ছাড়াও আপনার কি কি ফিচার লাগবে ঠিক করুন।

৪.১ ৩জি ৪জি মডেম সাপোর্ট- অনেক রাউটার আছে যেগুলো তে মডেম ব্যবহার করা যায়। সেসব রাউটারে ইউএসবি পোর্ট থাকে এবং ওয়ান পোর্ট ও থাকে যাতে ব্রডব্যান্ড এর লাইন ব্যবহার করা যায়। কিন্তু মনে রাখবেন মডেমটি অবশ্যই অটো কানেক্ট করার কাপাবিলিটি থাকতে হবে। সব রাউটার সব মডেম সাপোর্ট করে না। রাউটারের ওয়েবসাইটে মডেম কম্পাটিবিলিটি লিস্ট দেয়া আছে। যারা বাংলালায়ন আর কিউবি মডেম ব্যবহার করতে চান অটো কানেক্ট হয় এমন মডেম নিতে হবে ওদের কাছ থেকে। আপনি যদি সিওর না হয়ে থাকেন তাহলে কাস্টমার কেয়ারে ফোন করে জেনে নিবেন।

৪.২ এডিএসএল সাপোর্ট- আমাদের দেশে বিটিসিএল টেলিফোন সেট দিয়ে ইন্টারনেট কানেকশন দিয়ে থাকেন। বিটিসিএল এর কানেকশন এর জন্য এডিএসএল রাউটার লাগবে।

৪.৩ ইউএসবি কানেকশন- রাউটারে ইউএসবি কানেকশন থাকলে আপনি এফটিপি সার্ভার হোস্ট করতে পারবেন। কারন আপনি সহজেই ইউএসবি স্টোরেজ ডিভাইস কানেক্ট করতে পারবেন।

***৩জি/৪জি রাউটারেও ইউএসবি পোর্ট থাকে কিন্তু আপনি যদি ভাবেন সেটি থেকে ফাইল সার্ভার হোস্ট করবেন সেটি ভুল। আপনার রাউটারে ফাইল সার্ভার হোস্ট করার অপশন থাকতে হবে।***

৪.৪ ডাউনলোড ম্যানেজার- আপনি যদি হেভি ডাউনলোডার হয়ে থাকেন আর বাসায় না থাকলেও ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড ম্যানেজার এনাবল রাউটার কিনুন। আপনি ইউএসবি স্টোরেজ কানেক্ট করে পিসি ছাড়া ডাউনলোড করতে পারবেন।

৪.৫ স্ট্রিমিং- আপনার বাসায় স্মার্ট টিভি আছে আপনি চান আপনার পিসি থেকে মুভি দেখতে আপনি সহজেই রাউটার থেকে এ সুবিধা পেতে পারেন। ভালো সার্ভিস পাওয়ার জন্য অন্তত ৩০০ এমবিপিএস এর রাউটার প্রয়োজন।

৪.৬ ৫ গিগাহার্টজ ব্যান্ড- বর্তমানে প্রায় সব ওয়ারলেস ডিভাইস ই ২.৪ গিগাহার্টজ ব্যান্ড এ পরিচালিত হয়। এর জন্য ফ্রিকুয়েন্সি জ্যাম এর কারনের স্ট্রিমিং এ সমস্যা হয়। আপনি যদি বাসায় স্মার্ট টিভি, পিএস৪ এ স্ট্রিমিং করে থাকেন তাহলে ৫ গিগাহার্টজ ব্যান্ড আপনাকে অনেক ভালো সাপোর্ট দিবে। ৫ গিগাহার্টজ ব্যান্ড ব্যবহার করতে হলে রাউটার এবং ওয়াইফাই ডিভাইস ২ টাতেই ৫ গিগাহার্টজ সাপোর্ট করতে হবে।

৪.৭ ক্লাউড সাপোর্ট- আপনি  বাসার বাইরে থেকেও রাউটার কন্ট্রোল করতে পারবেন।

৪.৮ ভিপিএন সাপোর্ট- মনে করুন আপনার বাসা মিরপুরে। আপনার বাসায় প্রাইভেট আইপি তে আপনি ফাইল সার্ভার হোস্ট করেছেন এখন আপনি চাচ্ছেন আপনার সার্ভারটি আপনার বন্ধু গুলশান থেকে এক্সেস করুক। সাধারনত এটি সম্ভব না। কিন্তু ভিপিএন সাপোর্টেড রাউটার দিয়ে এই কাজটি করা সম্ভব।

৪.৯ পোর্টাবিলিটি- কিছু রাউটার আছে যেগুলো মোবাইলের সিম ব্যবহার করা যায়। ডিভাইসে একটা ব্যটারি থাকে যেটা চার্জ দিয়ে বাসার বাইরে রাউটার ব্যবহার করা যায়।

 

৫. উপরের ফিচার গুলোর উপর নির্ভর করবে আপনার বাজেট। যত বেশি ফিচার সে অনুপাতে প্রাইজ ও বারবে।

৬. কোন ব্রান্ডের রাউটার কিনবেন? নিচে কিছু বিষয় দেয়া হলো যা খেয়াল রাখা উচিত-

৬.১ আপনার আইএসপি কোন কোন রাউটার সাপোর্ট করে জিজ্ঞেস করে নিন।

৬.২ আইএসপি যেই ব্রান্ড নিতে বলে সেটি নিন।

৬.৩ যদি আইএসপি যে কোন রাউটার নিতে বলে তাহলে আপনার বাজেট অনুযায়ী রাউটার কিনুন।

৬.৪ ব্রান্ড প্রায়োরিটি-  সিসকো, লিঙ্কসিস, নেটগিয়ার, আসুস, টিপি লিংক, ডি লিংক, টেন্ডা ইত্যাদি।

৭. ব্রান্ডতো সিলেক্ট করলেন এবার কোন মডেল নিবেন? আপনার যেই যেই ফিচার লাগবে সেসব ফিচার যে মডেলে থাকবে সেটি নিবেন। আপনার বাজেট এখানে বড় ভূমিকা রাখবে। ১ থেকে ৪ নাম্বার পয়েন্ট গুলো নোট করুন তারপর মিলিয়ে নিন সেই মডেলে এসব পাবেন কিনা।

৭.১ শুধু ইন্টারনেট কানেকশনের জন্যঃ ১৩০০ থেকে ২০০০ স্কয়ার ফিট এর বাসার জন্য হাই পাওয়ার্ড রাউটার। যেমন- TP Link TL-WR841HP।  ১০০০ থেকে ১৩০০ পর্যন্ত TP Link TL-WR841N। ৮০০ থেকে ১০০০ পর্যন্ত TP Link TL-WR740N।

(মডেল গুলো শুধু মাত্র আইডিয়া দেয়ার জন্য উদাহরন হিসেবে দেয়া হয়েছে অন্য যে কোন ব্রান্ড আপনি কিনতে পারেন।)

৭.২ ৩জি/৪জি রাউটার- TP Link TL-MR3420

৭.৩ এডিএসএল রাউটার- TP Link TD-W8901N;  TP Link TD-W8151N

৭.৪ ইউএসবি পোর্ট সহ রাউটার – TP LINK TL-WR842ND; Netgear  JNR3210

৭.৫ ডাউনলোড ম্যানেজার সহ রাউটার – ASUS RT-N66U

৭.৬ স্ট্রিমিং রাউটার – Netgear WNDR4500;

৭.৭ ৫ গিগাহার্টজ এনাবল রাউটার – TP Link Archer C5

৭.৮ ক্লাউড সাপোর্টেড রাউটার – Dlink DIR-605L

৭.৯ ভিপিএন সাপোর্টেড রাউটার – Cisco RV042

৭.১০ পোর্টেবল রাউটার- TP Link M5350; TP Link TL MR3020

৮. রাউটার কেনার পর যা করবেন-

৮.১ রাউটার এমন একটা স্থানে রাখবেন যাতে কাভারেজ ঠিক মত পায়। যত খোলা মেলা যায়গায় রাখতে পারবেন তত ভালো সার্ভিস পাবেন।

৮.২ ঠিক মত কনফিগার করুন।

৮.৩ নিয়মিত ফার্মওয়ার আপডেট দিন।

 

ডেমো ১ঃ

আমি ২ টা স্মার্টফোন আর ১ টা পিসি ব্যবহার করবো। আমার বাসা ১০০০ স্কয়ার ফিটের। বাসায় দেয়াল খুব একটা বেশিনা। আমার শুধু ইন্টারনেট কানেকশনের জন্য রাউটার ব্যবহার করবো। এখন আমার জন্য কোন রাউটার ঠিক হবে??

আমার টার্গেট যেহেতু শুধু ইন্টারনেট লাগবে ওয়াইফাই হিসেবে সেজন্য আমার খুব একটা দামি রাউটারের প্রয়োজন নেই। ১২০০ টাকা থেকে ৩০০০ টাকার মধ্যে যে কোন রাউটার আমি কিনতে পারি।

কিন্তু আমার আইএসপি এর সাথে কথা বলে দেখলাম যে তারা টিপি লিংক প্রেফার করছে। সেজন্য আমাকে টিপি লিংক এর যে কোন মডেল নিতে হবে।

আমি এখন ১৪০০ টাকার ৭৪০এন ও কিনতে পারি আবার ২১০০ টাকার ৮৪১এন ও কিনতে পারি। সার্ভিস মোটামুটি একি পাবো শুধু ৮৪১এন এ কাভারেজ একটু বেশি পাবো।

Level 0

আমি রায়হানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 144 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Valu post

যদি গ্রামীনফোন রাউটার কিনি তাহলে কি সুবিধা পাওয়া যাবে?যদি জানেন তাহলে উপকার হবে জানালে

thanks a lot….

Level 0

ভালো তথ্যকহুল পোস্ট…ধন্যবাদ

Level 0

ধন্যবাদ। ভালা পোস্ট 😀

tp link TL 3040MR ai router a gp modem calano jabe please answer

ভাই ধরেন ১ কিলোমিটার দূর পর্যন্ত আমার নেটওয়ার্ক কাজ করবে এরকম কি কোন রাউটার নেই? ? আর যদিও না থাকে তাহলে সর্বচ্চ কতো বেশি দূর পর্যন্ত আছে ৷ এবং তার দাম কত? ? মডেল সহ

আর ভাই আপনার ফেইজবুক আইডিটা দিলে খুশি হোতাম

    @আলাউদ্দিন আহমেদ: ১ কিলোমিটার দূর পর্যন্ত নেটওয়ার্ক কাজ করবে এমন কোন রাউটার হয়তো বাংলাদেশে নেই..
    তবে Asus RT-N14UHP High Power Wireless-N300 3-in-1 Router/ AP/ Range Extender এই রাউটার এর Range অনেক।

রাউটারের ফিচারড লিষ্টের জন্য ধন্যবাদ…..কেনার সময় দারুন কাজে আসবে……দিনকে দিন আসলে রাউটারের উন্নতি হচ্ছে- তাই আপডেটেড থাকাটা জরুরি 🙂

rayhanur rahman vai ami pora 10tola buildig pashapasi2ta eksathe wifi korte chai r prottek user er jonno alada alada pasword r bebohar limit dite chai, emon router ase ki vai..thakle janaben please
r wifi er die compiuter r tab ba smart phone e file kivabe share kora jay janaben please

    @obayet ullah: হা হা ভাই আপনার কথায় হাসি পেল 😛 আমার জানা মতে এমন কোন ররাউটটার নেই।
    আর ফাইল সেয়ার করার জন্য পিসি এর SHAREit টা ব্যবহার করতে পারেন কাজ হবে আশা করি

Level 2

Thanks… 2 diner moddhe akta router kinbo. apnar post ta upokare ashbe.

অনেক ধন্যবাদ।

Level 0

banglalion modem use kora jay amn akti modem er mdl den to 1500sft er ghorer jnn r kmn hobe ki ki use kora jabe? speed kmn hobe amr banglalion modem er cnctn 1mbps (unlimited)

আচ্ছা রাউটার কেনার সময় তারা কি ইউজারকে ব্লক করার মতো কোন স্যফ্টওয়ার দেয়? ? যা দিয়ে একবার ব্লক করার পর পিসি অফ করলেও সে ব্লক থাকবে? ?

আর সর্বচ্চ কতো জনকে কানেক্ট করা যাবে সেটা কি রাউটারে সেট থাকে নাকি আমার ইচ্ছে অনুযায়ি বারিয়ে নেয়া যায় ???

Thanks for this post

ভাইয়া, আমার রাউটার TP-Link, TL-WN722N, 150Mbps, আমি Banglalion ব্যবহার করছি। আমি শুধু রাউটার ব্যবহার করে ওয়াইফাই ব্যবহার করতে পারিনা। Connectify Software দিয়ে পারি। তবুও ডেস্কটপ থেকে ল্যাপটপে কানেকশন হয়না (হলুদ রঙের তিন কোণা আশ্চর্যবোধক চিহৃ দেখায়) কিন্তু কানেক্টিফাই দিয়ে ল্যাপটপ থেকে ডেস্কটপে কানেক্শন হয়। আমার পর্যাপ্ত নলেজ না থাকার কারনে শুধু রাউটার ব্যবহার করে (Connectify Software ছাড়া ) ওয়াইফাই ব্যবহার করতে চাই কিনতু হয়না! আমাকে এই রাউটার কিভাবে সেট করবো দয়া করে জানালে খুবই উপকৃত হবো। আমি বহুবার চেষ্টা করে ব্যর্থ হয়েছি, প্রোফাইল এ্যাকটিভ করার কথা বলে কিন্তু প্রোফাইল এ্যাকটিভ করার কোন অপশন পাইনা! প্লিজ হেল্প।

    @Shakil Ahmed: ভাই আপনি জেটা ব্যবহার করেন মানে TL-WN722N এটা আসলে কোন রাউটার না এটা একটা ওয়াইফাই এডপটার তাই আপনি জেটা করতে চাইতেছেন এটা করা জাবে না তাই আপনাকে যেকোন Hotspot দিয়ে রাউটার হিসাবে ব্যবহার করতে হবে।

সুন্দর পোষ্টের জন্য আপনাকে ধন্যবাদ। ভাই আমি সাধারন একটা রাউটার কিন্তে চাই যেটা দাম কম। আমার মোবাইলে ৩জি নেই চাচ্ছি রাউটারে সিম লাগিয়ে ওয়াইফাই দিয়ে কানেক্ট করব। রবি জিপি টেলিটক ইত্যাদি সিম ।খবর দিতে পারেন ভাই

অসাধারন পোষ্ট। আচ্ছা ভাই, আমাকে একটি ভাল রাউটার প্রেফার করেন যেটাতে আমি সিম লাগিয়ে করে ওয়াইফাই ব্যবহার করতে পারব। এবং আমার রাউটারের জন্য পিসির প্রয়োজন হবে না। এবং আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারব।

কোন ব্রান্ডেরটা নেব? আর দাম কত পড়তে পারে?

আমার বাজেট ১৩০০-১৪০০ (একটু কম :p)। এই দামে সব চেয়ে ভাল কি পাব?

@নাফিউল ইসলাম: এই দামে Tp-Link 150 Mbps paben…

আচ্ছা আমি যদি Asus RT-N14UHP High Power Wireless-N300 3-in-1 Router/ AP/ Range Extender এই রাউটার টা কিনি তাহলে কত জন এটা ইউজ করতে পারবে এটাকি আমি সেট করবো নাকি আগে থেকেই 10 জন সেট করা থাকবে???আর এর থেকে বেশী কভারেজ ওয়ালা কোন রাউটার নেই????

আশাকরি সবগুলো প্রশ্নের উওর পাবো…..:-):-)

    আমার জানা মতে আপনি যে রাউটারের নাম বলেছেন এটি প্রায় ১ টি বড় রোড কভার করতে পারে যদি এটি খোলামেলা একটা ভাল জায়গায় রাখেন।
    আর এই রকম কিছু ১০ বা ২০ জন ছেট করা থাকে না বাট আপনি চাইলে করতে পারবেন।

আমার ব্রডব্যান্ড user password দিয়ে login করতে হয় । রাউটারে এইটা করবো কিভাবে ?

Bro amar 3 ti prosno chilo.

01. Banglalion + Tel E talk er usb modem rowter a use korte chai.
02. Rowter er maddhome jara connect hobe tader speed limit set er option thakbe.
03. office 2000 sft but modem office er majkhane rakhle chardike 1000 sft hobe.

Tahole amar jonno kon rowter ti best hobe?

R rowter niye khub sundor 2ti tune er jonno apnake osonkho dhonnobad. Vhalo thakben.

আচ্ছা কাউকে কিভাবে ব্লক করবো এরকম কোন সিস্টেম আছে কি? ?? থাকলে তা কিভাবে? ??

ভাই কম দামের মাঝে একটা পকেট রাউটার সাজেস্ট করেন ৷

vai apni akta vlo model suggest krn… saita e kinbo… ami kub vlo akta buji nah…. ami amdr basai computer & Android phon a use krbo… maja maja fnz ra o aktu use krba……
akn konta kinla vlo hbaaa??? plz bolen kal e kinbo ☺☺☺
#Advance_tnq ✌✌

vai 3 tala building er cover dibo ..kon router valo hobe ar dam koto porbe

ধন্যবাদ