যেভাবে রাউটার দিয়ে ব্যান্ডউইথ/স্পিড লিমিট করবেন।

আসসালামু আলাইকুম। আজকে আমি আমার লেখায় বর্ননা করবো কিভাবে রাউটারে স্পিড লিমিট করা যায়। যতই দিন যাচ্ছে ওয়ারলেস ডিভাইস বেড়েই চলেছে। তাই নানা কারনে ডিভাইসে স্পিড লিমিট দেয়ার প্রয়োজন হয়। কিন্তু অনেকেই জানেন না কিভাবে এটি করতে হয়। আজকে আমি এটি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার লেখাটি পড়ার পর আপনি নিজে অনেক সহজেই স্পিড লিমিট/ ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারবেন।

আসুন দেখি কিভাবে এটি করা যায়।

ধাপ ১- প্রথমে রাউটারের এডমিন পেজ এ যাবেন। ১৯২.১৬৮.০.১ সাধারনত রাউটারের আইপি এমন হয়। আপনারটা অন্যরকমও হতে পারে। আমি টিপি লিংক রাউটার ব্যবহার করেছি।

ধাপ ২- এখন যে ডিভাইসটির স্পিড লিমিট করতে চান সেটির ম্যাক এড্রেস এ একটি আইপি পার্মানেন্ট করে দিতে হবে। এটি করার জন্য প্রথমে আপনার ডিভাইসটিকে আপনার ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট করুন।

এখন রাউটারের DHCP Client List এ যান। আপনি ম্যাক আর আইপি সহ ডিভাইসটি দেখতে পারবেন। আপনি যদি ম্যাক চিনতে না পারেন তাহলে ডিভাইসের ম্যাক ডিভাইস থেকে দেখে নিন।

এখন Address Reservation এ যান। Add New তে ক্লিক করুন। নিচের মত দেখাবে।

MAC Address      এখানে ডিভাইসটির ম্যাক এড্রেস দিন

Reserved IP Address  এখানে আইপি এড্রেস দিন

Status এনাবল করুন

এখন রাউটারটি রিবুট করুন। ব্যস হয়ে গেলো আইপি পার্মানেন্ট করা।

ধাপ ৩- এখন আমরা দেখবো কিভাবে ১৯২.১৬৮.০.১০৫ আইপি তে স্পিড লিমিট করে দিতে পারি। এর জন্য Bandwidth Control এ যেতে হবে। নিচের ছবির মত করে ইনপুট দিয়ে সেভ করুন।

এখন Rules List এ গিয়ে Add New তে ক্লিক করুন। এবং নিচের ছবির মত ইনপুট দিন এবং Save করুন।

আমি ৫১২ কেবিপিএস দিয়েছি। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ব্যান্ডউইথ দিবেন।

ব্যাস হয়ে গেলো স্পিড লিমিট দেয়া।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।

Level 0

আমি রায়হানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 144 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Very nice post

ধন্যবাদ

vai kal thaka amar routter dia mobail cannect hotsa na but computera a net use korta parsi help karan

3mobail dia daksi taw hay na

valoi kaje asbe.

ভাইয়া আপনার পোস্টটি দেখলাম। খুব ভাল লেগেছে। মূলত আমি Asus RT-N10U মডেল এর রাউটার ব্যাবহার করি আমি কিভাবে করতে পারব একটু যদি বলতেন। তাছাড়া আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আমি আমার মেইল আইডি দিচ্ছি দয়া করে আপনার ফোন নাম্বার টা আমাকে একটু মেইল করে দেন। আমি আপনার মেইল এর অপেক্ষাই থাকব। [email protected]. please.

router related joto problem amake bolte paren. asa kori somadhan dite parbo.

skype- ashikur017

Ami jantam agay only microtik ar router a ai kaj kora ta possible akhon dekc tp link aaa possible. ভাই কিছু প্রশ্ন ছিল সেগুলো হল আপনি কি শেয়ার্ড কানেকশন ইউজ করেন? আপনি যদি শেয়ার্ড কানেকশন ইউজ করেন সেহেতু আপনি আইএসপি থেকে একটি শেয়ার্ড আইপি পেয়েছে যা রাউটার ডিটেক্ট করেছে মেইন আইপি হিসেবে তাই না। এখন আপনি আপনার মোবাইল/ ল্যাপটপ যেগুলোতে ম্যাক লক করে দিলেন সেগুলোর ডাইনামিক আইপি রাউটারই সেট করে দিবে নাকি আপনার করে দিতে হয়েছে???

বাইয়া সিরাম ওইছে, বাললাগছে, ছালিয়ে ঝাও, মুই আছি। আননে আওরো আগাই জান।ধন্যবাদ……..