পিসির নেট ওয়াইফাই দিয়ে ব্যবহার করুন আপনার ফোন বা ট্যাবলেট এ!!! (আপডেট)

কেমন আছেন সবাই?। আশা করি ভালো আছেন সবাই।

আমরা প্রায় সবাই পিসি ব্যাবহার করি আর পিসি তে নেট ও ব্যাবহার করি। তাহলে আবার ফোন এ এক্সট্রা টাকা খরচ করে নেট নেওয়ার দরকার কি??। বন্ধুরা আজকে দেখাবো কিভাবে পিসি এর নেট আপনার ডিভাইস এ ব্যাবহার করবেন। এটার সবচেয়ে ভালো দিক হল আপনার রুট আন রুট সব ডিভাইস এ নেট ব্যাবহার করতে পারবেন।

যা যা লাগবে

উইন্ডোজ ৭ বা ৮ ( উল্লেখ্য এক্সপি তে এই সফটওয়্যার টা সাপোর্ট করে না। যারা এক্সপি ব্যাবহার করেন তারা কমেন্ট এ বলবেন তাদের জন্য আর একটা সিস্টেম আছে)

চলুন সফটওয়্যার টির স্ক্রীন শট দেখে নেওয়া যাক

করার আগে কিছু কথা জেনে নিন

আপনি যদি ডেক্সটপ পিসি ব্যাবহার করেন তাহলে আপনার ওয়াইফাই ডিভাইস কিনতে হবে। থাকলে তো হয়েছে আর না থাকলে কিনবেন দাম বেশি না ৮০০-১০০ টাকার মধ্যে পাবেন। আর না হয় বিক্রয়. কম বা সেল বাজার এ দেখতে পারেন।

আপনি যদি ল্যাপটপ ব্যাবহার করেন তাহলে আপনার তো ভাই মজাই মজা। আপনার কোনও টাকা খরচ করতে হবে না।কারন এখন কার প্রায় ল্যাপটপ এ Buil-In ওয়াইফাই ডিভাইস থাকে।

কিভাবে কি করবেন

  • প্রথমে সফটওয়্যার টা ডাউনলোড করে ইন্সটল করে নেন।
  • তারপরে সফটওয়্যার টা ওপেন করুন। এরপর ৩ টা অপশন দেখবেন
    • Hotspot Name- এখানে আপনার ইচ্ছামত নাম দিবেন।
    • Password- ওয়াইফাই কে সিকিউরিটি দেয়ার জন্য পাস ওয়ার্ড।
    • share for – আপনার পিসি এর নেট কে দেখিয়ে দিবেন।
    • Max Client- আপনি কয়টা ডিভাইস এ নেট শেয়ার করবেন তা।

সবকিছু পূরণ করে স্টার্ট হটস্পট এ ক্লিক করুন। আর নিজের ওয়াইফাই এর মজা নেন।

 

****************আপডেট*****************

 

অনেকে উইন্ডোজ এক্সপি এর জন্য সফটওয়্যার দিতে বলেছেন। একটা সফটওয়্যার দিচ্ছি।

ডাউনলোড লিঙ্ক-  ডাউনলোড

 

 

 

 

বি.দ্র.- অনেক অ্যান্টিভাইরাস এর Firewall নেট কানেক্ট করতে দেয় না। এরকম সমস্যা হলে Firewall অফ করে নিবেন।

 

যদি পোস্টটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে নির্বাচিত মনোনয়ন হিসাবে  ভোট দিতে পারেন। (যদি ইচ্ছা হয়)

পারলে কমেন্ট করবেন। ধন্যবাদ

পোস্টটি প্রথমে আমাদের ফেসবুক গ্রুপ এ প্রকাশিত হয়েছে।

ভালো থাকবেন সবাই।

সৌজন্যে: Android Paid Apps World

Level 0

আমি Shahriar Kabir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এতে করে তো যখন মোবাইল দিয়ে নেট ইউজ করব তখনও পিসি চালু থাকতে হবে 🙁

প্রিয় টিউনার,

আপনার টিউন গুলো খুবই ভাল হচ্ছে। আপনার টিউনটি নন-ফরমেটিং অবস্থায় ছিল তবে টেকটিউনস থেকে তা ফরমেট করে দেওয়া হয়েছে। আপনি আপনার পরবর্তী টিউনে সঠিক ফরমেট করে টিউন করুন। ফরমেটিং এর জন্য নিচে কিছু গাইডলাইন দেওয়া হল।

➡ তবে আপনি আপনার টিউনে প্রয়োজনীয় ছবি ও স্ক্রীনসট ব্যবহার করুন।

ছবি ও স্ক্রীনসট আপনার টিউনের মানকে ও টিউডার (টিউন রিডার) কে আকৃষ্ট করার মান আরও বাড়িয়ে তুলবে। কীভাবে টিউনে ছবি ও স্ক্রীনসট যোগ করবেন তা দেখার জন্য টেকটিউনসের ‘টিউন করা শিখে নিন’ ভিডিও টিউট গুলো https://www.youtube.com/iTechtunes দেখুন।

➡ আপনার টিউন আর সুন্দর করে ফরমেট করুন।

বিভিন্ন পয়েন্ট গুলো বুলেট আকারে দিন।
টিউনের প্রধান টপিত গুলো H2 করে দিন।
সাব হেডিং গুলো H3 করুন।
টিউনের কোন অংশে কখনও H1 হেডিং ব্যবহার করবেন না।
নিজের সাইট বা কোন লিংক টিউডারের কাছে আকৃষ্ট করার জন্য কখনও কোন লিংকে হেডিং (h1,h2,h3) বা বড় টেক্সট করে দিবেন না। আপনার সাইটের লিংক দেবার জন্য টিউনের নিচে ব্লককোট করে “সৌজন্যে:” লিখে সাইটের লিংক দিন। এই টিউনটি https://www.techtunes.io/internet/tune-id/188009 লক্ষ করুন টিউডার ও টিউজিটরদের কোন প্রকার অযাচিত আকৃষ্ট না করে টিউনের শেষে; নিচে কীভাবে ব্লককোট করে “সৌজনে:” লিখে লিংক দেয়া হয়েছে। এতে আপনার টিউনের টিউডার ও টিউজিটরা আপনার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করবে।
টিউনে কখনও বিভিন্ন টেক্সট ভিন্ন ভিন্ন কালার ব্যবহার করবেন না এতে টিউডার টিউনে পড়তে বিরক্তি বোধ করবে।

কীভাবে সুন্দর করে টিউন ফরমেট করবেন তা জানতে টেকটিউনসের টিউন করা শিখে নিন ভিডিও টিউট গুলো https://www.youtube.com/iTechtunes দেখুন।

➡ নিচে কিছু দারুন ও সুন্দর ভাবে ফরমেট করা টিউনের উদহরণ দেয়া হল। লক্ষ করুন

টিউন গুলোতে কিভাবে প্রাসঙ্গিক ছবি => https://www.techtunes.io/freelancing/tune-id/141620
প্রয়োজনীয় স্ক্রিনসটের ব্যবহার => https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/102544
ঠিক ভাবে হেডিং ও সাব হেডিং এর ব্যবহার => https://www.techtunes.io/reports/tune-id/111219
বিভিন্ন পয়েন্ট গুলোকে বুলেট পয়েন্ট করে দেখানো => https://www.techtunes.io/reports/tune-id/111219
টিউনের মাঝে নির্দিষ্ট প্যারা তৈরি করা => https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/129685
টিউনে স্ক্রিনসট সহ টিউটোরিয়ালের বিভিন্ন ধাপ দেখানো => https://www.techtunes.io/featured/tune-id/95448
টিউনে কোড থাকলে তা কোড হাইলাইটারের মাধ্যমে উপস্থাপন => https://www.techtunes.io/web-design/tune-id/77692/

ইত্যাদি করে সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে।

এই টিউনের ফরমেট গুলোকে আদর্শ হিসেবে নিয়ে সবসময় আপনার টিউন গুলোকে সুন্দর ফরমেটে উপস্থাপন করুন। এতে আপনার টিউনের পাঠযোগ্যতা টিউডার ও টিউজিটরের কাছে বহুগুণে বৃদ্ধি পাবে।

➡ আপনার টিউনে যদি প্রোগ্রামিং সংক্রান্ত টিউন হয় ও টিউনে কোডের ব্যবহার থাকে তাহলে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড যেমন HTML, CSS, JS, PHP ইত্যাদি কোড সুন্দর ও সঠিক ভাবে দেখাতে টেকটিউনসের রয়েছে নিজেস্ব “কোড হাইলাইটার”। টেকটিউনসের “কোড হাইলাইটার” কিভাবে ব্যবহার করতে হয় তা জানতে এই টিউনটি https://www.techtunes.io/web-design/tune-id/77692/ দেখুন।

➡ টিউন করার আগে কিছু সময় নিয়ে পরিকল্পনা করুন।

➡ টিউডার ও টিউজিটররা বিস্তারিত, যত্ন নিয়ে, প্রয়োজনীয় ছবি যোগ করা ও সাবলীল ভাষার টিউনারদের খুবই পছন্দ করে। তাই সময় নিয়ে সুন্দর ভাবে, পরিপাটি করে ভাষা গুছিয়ে, আপনার মেধার পূর্ণ প্রয়োগ করে বিস্তারিত টিউন করুন।

অসম্পূর্ণ, অগোছালো, সুনির্দিষ্ট নয়, নাম মাত্র টিউন বা কোন রকম টিউন – এ ধরনের টিউন না করে সময় নিয়ে, সুন্দর ভাষার সুষ্ঠু প্রয়োগ করে, মেধার পূর্ণ ব্যবহার করে বিস্তারিত ভাবে টিউন করুন।

➡ কিছুদিন পর পর বা বেশ সময় ব্যবধানে টিউন না করে নিয়মিত টিউন করে কমিউনিটিতে আপনার বিশ্বস্থতা ধরে রাখুন। নিয়মিত টিউনারদের টিউডাররা খুব পছন্দ করে ও আস্থা রাখে। টিউন করার জন্য সপ্তাহের দুটি দিন বেছে নিন। এতে আপনার নিয়মিত টিউন করার ধারাবাহিকতা থাকবে।

টেকটিউনস বিজ্ঞান প্রযুক্তি চর্চার এক উন্মুক্ত সৌশাল নেটওয়ার্ক। টেকটিউনসে আপনার বিজ্ঞান ও প্রযুক্তির চিন্তা চেতনা মনন, অভিজ্ঞতার প্রকাশ ঘটান। আপনার বিজ্ঞান ও প্রযুক্তির জানা বিষয় গুলো প্রযুক্তির এই সুবিশাল নেটওয়ার্কে অন্যদের মাঝে ছড়িয়ে দিন। নিজেকে একজন মানসম্মত, দ্ক্ষ, কমিউনিটির অন্যদের সাথে বন্ধু ভাবাপন্ন টিউনার হিসেবে গড়ে তুলুন। হয়ে উঠুন একজন আদর্শ টেকটিউনার।

টিউনটা অনেক সুন্দর হইছে, ভালো লাগলো। তবে আশাকরি আমার প্রশ্নের উত্তর দিবেন। আমার ল্যপটপটির বয়স প্রায় দেড় বছরের মত। তবে আমি বুঝতে পারছিনা যে ল্যপটপে ওয়াইফফাই আছে কিনা। এটা বোঝার উপায় কী। আর আপনার দেয়া সফটয়্যারটি কী সব ওয়াইফাই ডিভাইসেই কাজ করবে নাকি ওয়াইফাই ডিভাইস ভেদে সফটয়্যারও ভিন্ন ভিন্ন। তবে আমি ল্যপটপ কেনার সয় যে সফটয়্যারটি পেয়েছি সেটা আমার পিসিতে ইন্সটল হয়না। এরপর এই ঘটনা শুনে আমার এলাকার একটা ছেলে বললো ল্যপটপের ওয়াইফাই ডিভাইস নাকি নস্ট । আমি মোবাইল মডে দিয়ে নেট ব্যবহার করি এখেত্র্রে ওয়াইফাই এর মাধ্যমে নেট ব্যবহার করা যাবে কীনা, নাকী মডেমই লাগবে। আর একটি কথা মনে করেন আমি আনলিমিটেড নেট ব্যবহার করি এ ক্ষেত্রে সবোচ্চ কয়টি পিসিতে ওয়াইফাই এর মাধ্যমে নেট শেয়ার করা যাবে, এবং একাধিক ডিভাইসে নেট

    এবং একাধিক ডিভাইসে ওয়াইফাই এর মাধ্যমে নেট শেয়ার করালে নেটের স্পিড কমবে কিনা।

Level 0

apnar avg2014 er post ta ektu follow korben please

Level 0

ভাই , এক্স পি এর জন্য লাগব।

Fatafati

মাহমুদ ভাই – আপনার ল্যাপটপ এ ওয়াইফাই থাকার কথা। ওয়াইফাই ডিভাইস ভেদে সফটয়্যারও ও বিভিন্ন হয়। আমার মনে হয় আপার ওয়াইফাই ড্রাইভার আপডেট করতে হবে। এর আপনি বলেন নাই যে আপনি কি উইন্ডোজ ব্যাবহার করেন। আপনি কন্ট্রোল প্যানেল থেকে Device Manager- Network Adaptars এ যাবেন। যদি সেখানে ওয়ারলেস বা ওয়াইফাই এ জাতীয় কোন নেটওয়ার্ক Adaptar দেখতে পান, তাহলে মনে করবেন আপনার ল্যাপটপ এ ওয়াইফাই রয়েছে। হা আপনার মডেমটির নেট ওয়াইফাই করে ব্যাবহার করতে পারবেন। আর শেয়ারিং এর ক্ষেত্রে কোন Limitation নাই। একাধিক ডিভাইসে ওয়াইফাই এর মাধ্যমে নেট শেয়ার করালে নেটের স্পিড কমবে । আশা করি আপনার সব প্রশ্নের উত্তর পেয়েচেন। ধন্যবাদ।

    @Shahriar Kabir: ধন্যবাদ মন্তব্য করার জন্য, এই স্কিন শর্টটি দেখুন http://prntscr.com/20vrn1 আমার মনেহয় ওয়াইফাই নেই। তবে একটা বিষয় বুঝতেছিনা আমার ল্যপটপে ব্লুটুথ সফটয়্যার সেটাপ নেয়না আমি Windows 7 ব্যবহার করি। আমার ল্যপটপ Compaq CQ43 এখন আমি কী করবো।

ধন্যবাদ সাকিল ভাই………

    @Shahriar Kabir: ধন্যবাদ মন্তব্য করার জন্য আমার মনেহয় ওয়াইফাই নেই। Device Manager- Network Adaptars এর পর

    1 = bluetooth device ( personal area network )
    2 = bluetooth device ( RFCOMM protocol TDI )

    এই দুইটি লেখা আছে, আমার মনেহয় ওয়াইফাই নেই। তবে একটা বিষয় বুঝতেছিনা আমার ল্যপটপে ব্লুটুথ সফটয়্যার সেটাপ নেয়না আমি Windows 7 ব্যবহার করি। আমার ল্যপটপ Compaq CQ43 এখন আমি কী করবো। আর আমি কিভাবে ওয়াইফাই ড্রাইভার আপডেট করবো।

      Level 0

      প্রথমে শাহরিয়ার কবির ভাইকে অনেক অনেক ধন্যবাদ। এমন একটি পোষ্টের জন্য। খুব উপকার করলেন ভাই। বিদেশ থেকে এক বন্ধু BlackBerry Torch 9860 উপহার পাঠিয়েছিলো। কিন্তু এই মোবাইল নিয়ে যে কি বিপদে ছিলাম। ঠিক মতো নেট ইউজ করা যায় না। এপস ওয়ার্ল্ড এ ঢুকা যায় না, ঢুকতে হলে গ্রামীণ ফোন কে মাসে ২৩০০ টাকা দিতে হবে ইত্যাদি ইত্যাদি। যাদের ব্ল্যাকবেরী আছে তারাই বুঝবেন এই সমস্যাগুলো। অন্য উপায় ছিলো ওয়াইফাই, কিন্তু যে জায়গায় থাকি সেখানে ওয়াইফাই নাই। কিন্তু আপনার দেখানো পদ্ধতি অবলম্বন করে ল্যাপটপকে ওয়াইফাই হটস্পট বানিয়ে বাসার সব মোবাইল এ এখন ইন্টারনেট চলছে এবং আমিও বিভিন্ন এপস ডাউনলোড করতে পারছি। অনেক ধন্যবাদ ভাই।

      মাহমুদ কলি ভাই, আপনার ল্যাপটপে ওয়াইফাই আছে। ড্রাইভার ইন্সটল করতে হবে। আমারও একই ল্যাপটপ। আমিও প্রথমে খুজে পাই নাই, পরে ড্রাইভার ইন্সটলের পরে পেয়েছি। আপনি মাদারবোর্ড এর সিডি ঢুকিযে নেটওয়ার্ক ড্রাইভারগুলো ইন্সটল করেন, আশা করি হয়ে যাবে। আমি এখন পুরাদমে ওয়াইফাই চালাচ্ছি। ধন্যবাদ

ucchash- keno vai ki hoyece?

    @Shahriar Kabir: আমি উইন্ডোজ ৮.১ ব্যাবহার করি। সফটওয়্যারটি ঠিক ঠাক মতই ইন্সটল করলাম কিন্তু কাজ করছে না। সফটওয়্যারটি ওপেন হয় না। “mHotspot has stopped working” এই ম্যাসেজটি সো করে। এর কি কোন সলুশন আছে আপনার কাছে

mobile a wifi connected hoi kintu opera ba onno kichu diye net chalate pari na. answere diben please amar jonno khub e important.
share from a ki apnader ethernet ashe. naki modem ar naam ase? ami qubee use kori

wifi connect hoi but net chalate pari na

Level New

Vai Android mobile e net chalano jabe?

দারুন হয়েছে ভাই৤ এখন ঝটপট XP তে ব্যবহারের ট্রিকসটা বলে দিন ৤

Level 0

ভাইয়া, মনে হচ্ছে এটা শুধু LAN Connected Internet শেয়ার করে। কিন্তু আমরা যারা Qubee মডেম দিয়ে ব্যবহার করি তাদের সল্যুশন কি?

না ভাই। আমি Qubee মডেম থেকে নেট শেয়ার করছি। আপনাদের যাদের ওয়াইফাই কানেক্ট হচ্ছে কিন্তু নেট চালাতে পারছেন না, আপনারা আপনাদের অ্যান্টিভাইরাস টি অফ করে নিন। কারন অ্যান্টিভাইরাস অনেক সময় নেট কানেক্ট করতে দেয় না। ধন্যবাদ।

    @Shahriar Kabir: আমি উইন্ডোজ ৮.১ ব্যাবহার করি। সফটওয়্যারটি ঠিক ঠাক মতই ইন্সটল করলাম কিন্তু কাজ করছে না। সফটওয়্যারটি ওপেন হয় না। “mHotspot has stopped working” এই ম্যাসেজটি সো করে। এর কি কোন সলুশন আছে আপনার কাছে

    @Shahriar Kabir: @Shahriar Kabir:

    আমি কিউবি রোভার মডেম ব্যবহার করি। dlink নামে একটা রাউটার কিনেছি ডেস্কটপে ব্যবহারের জন্য কিন্তু রাউটারেতো ল্যান ক্যবলা ছাড়া কোন উপায় নাই, আর কিউবি মডেমে usb কেবল। এক্ষত্রে আপনার কোন উপায় জানা আছে কি?

Sazzad Hossain- ভাই আপনি কিউবি ব্যাবহার করলে মডেম সিলেক্ট করবেন। Eternet না। Eternet ব্রডব্যান্ড User দের জন্য।।

নেটিজেন- ভাই উইন্ডোজ ৮.১ এর জন্য এই সফটওয়্যার টি কাজ করবে না।

    @Shahriar Kabir: @Shahriar Kabir: ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। আচ্ছা উইন্ডোজ ৮.১ এ কাজ করবে এমন কোনো সফটওয়্যারের খোজ কি দিতে পারবেন??

বি.দ্র.- অনেক অ্যান্টিভাইরাস এর Firewall নেট কানেক্ট করতে দেয় না। এরকম সমস্যা হলে Firewall অফ করে নিবেন।

    @Shahriar Kabir: ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। আচ্ছা উইন্ডোজ ৮.১ এ কাজ করবে এমন কোনো সফটওয়্যারের খোজ কি দিতে পারবেন??

Level 0

Bhai amr laptop a start hotspot diley “turn on ur Wifi adaptor , if it is turn on than update it” ai
nitification asey. ekhn ami ki korbo???

নেটিজেন- Connectify use kore Dekhte Paren……..

Nishir vai- Hoy Apnar Wifi Adaptar off hoye ace..Na hoy …Wifi Adaptar ar Driver net theke update kore felun…

Level 0

ভাই, এক্স পি এর জন্য কি করব?

sazzad1meo- xp ar jonno Connectify use korben

মাহমুদ কলি ভাই- আপনার ওয়াইফাই নেই হয়তবা কিন্তু আপনার কিছু Driver আপডেট করা নাই দেখতেছি… আসলে কমেন্ট এ এতকিছু বলা সম্ভব না পারলে ফেসবুক এ যোগাযোগ করতে পারেন- Shahriar kabir opu

Level 0

ভাই পিসি এর জন্য ওয়াইফাই ডিভাইস এর নাম বলেন… আমার কিনতে হবে…

ভাই আপনি কম্পিউটার সোর্স থেকে নিতে পারেন- Prolink wifi adapta-900tk
ami niyeciAsus-1500 tk

ভাই এক্সপি এর ট্রিকসটা চাইছি, আপনি তো আপনার দৃষ্টিপাত করলেন না আমার কথায়৤ যদি দিতে না চান তবে বলে দিলেই তো পারেন যে আপনি দিতে পারবেন না৤

himaloy- আপনি চোকে কম দেখলে আমার কিছু করার না। আমি এক্সপি র জন্য পোস্ট আপডেট করে দিছি।

ভাই আমার ল্যাপটপের মডেল HP 6530s.আমার ল্যাপটপের wifi বাটন নষ্ট।
wifi চালু করার বিকল্প উপায় আছে কি?

ইফতেখার ভাই- উইন্ডোজ ৭ হলে পারা যাবে।

ভাই ,উইন্ডোজ ৭ ।উপায়টা জানালে অনেক উপকৃত হতাম।

Level 0

দাম বেশি না ৮০০-১০০ টাকার মধ্যে পাবেন ?

এক্সপি ব্যবহার করি, ট্রিক্সটা প্লিজ!!!!!

Level 0

@Shahriar Kabir, ami desktop pc use kori with Win 7,apni je wifi adaptar use koren tar model number ta bolle khub valo hoto..sorry for english comment.thanks.

800-1000 takar moddha ki model hoba, aktu janaban?

ধন্যবাদ কাজে দিল। আমি এখন আমার ফোনে আরামে নেট চালাচ্ছি।

vai amar connect to hy kitu net use krte parin amar qubee rover modem connection hisebe sudu local connection deki r network a konta select krle use krte parbo bolen vai pls

ধন্যবাদ

তাহলে তো পিসি অন রাখতে হবে যখন মোবাইলে নেট চালাব। পিসি অফ করে কি ওয়াইফাই চালাতে পারব না ? প্লিজ হেল্প