কেমন আছেন সবাই?। আশা করি ভালো আছেন সবাই।
আমরা প্রায় সবাই পিসি ব্যাবহার করি আর পিসি তে নেট ও ব্যাবহার করি। তাহলে আবার ফোন এ এক্সট্রা টাকা খরচ করে নেট নেওয়ার দরকার কি??। বন্ধুরা আজকে দেখাবো কিভাবে পিসি এর নেট আপনার ডিভাইস এ ব্যাবহার করবেন। এটার সবচেয়ে ভালো দিক হল আপনার রুট আন রুট সব ডিভাইস এ নেট ব্যাবহার করতে পারবেন।
উইন্ডোজ ৭ বা ৮ ( উল্লেখ্য এক্সপি তে এই সফটওয়্যার টা সাপোর্ট করে না। যারা এক্সপি ব্যাবহার করেন তারা কমেন্ট এ বলবেন তাদের জন্য আর একটা সিস্টেম আছে)
আপনি যদি ডেক্সটপ পিসি ব্যাবহার করেন তাহলে আপনার ওয়াইফাই ডিভাইস কিনতে হবে। থাকলে তো হয়েছে আর না থাকলে কিনবেন দাম বেশি না ৮০০-১০০ টাকার মধ্যে পাবেন। আর না হয় বিক্রয়. কম বা সেল বাজার এ দেখতে পারেন।
আপনি যদি ল্যাপটপ ব্যাবহার করেন তাহলে আপনার তো ভাই মজাই মজা। আপনার কোনও টাকা খরচ করতে হবে না।কারন এখন কার প্রায় ল্যাপটপ এ Buil-In ওয়াইফাই ডিভাইস থাকে।
সবকিছু পূরণ করে স্টার্ট হটস্পট এ ক্লিক করুন। আর নিজের ওয়াইফাই এর মজা নেন।
অনেকে উইন্ডোজ এক্সপি এর জন্য সফটওয়্যার দিতে বলেছেন। একটা সফটওয়্যার দিচ্ছি।
ডাউনলোড লিঙ্ক- ডাউনলোড
বি.দ্র.- অনেক অ্যান্টিভাইরাস এর Firewall নেট কানেক্ট করতে দেয় না। এরকম সমস্যা হলে Firewall অফ করে নিবেন।
যদি পোস্টটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে নির্বাচিত মনোনয়ন হিসাবে ভোট দিতে পারেন। (যদি ইচ্ছা হয়)
পারলে কমেন্ট করবেন। ধন্যবাদ
পোস্টটি প্রথমে আমাদের ফেসবুক গ্রুপ এ প্রকাশিত হয়েছে।
ভালো থাকবেন সবাই।
সৌজন্যে: Android Paid Apps World
আমি Shahriar Kabir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এতে করে তো যখন মোবাইল দিয়ে নেট ইউজ করব তখনও পিসি চালু থাকতে হবে 🙁