আমাদের অনেক সময় বিভিন্ন আইকন ডাউনলোড করার প্রয়োজন পড়ে। বিশেষ করে, আমরা যখন কোন একটি ওয়েবসাইট অথবা অ্যাপে আইকন যুক্ত করি। আর এক্ষেত্রে, আমাদেরকে বিভিন্ন ওয়েবসাইট থেকে আইকন খুঁজে বের করতে হয়। কিন্তু, সে সমস্ত আইকন গুলো হয়তোবা হাই রেজুলেশনের হয় না কিংবা আমরা সমস্ত আইকন গুলো একত্রে খুঁজে পাই না। এক্ষেত্রে, আমাদের প্রয়োজন একটি কার্যকরী ওয়েবসাইট, যেখান থেকে আমরা খুব সহজেই এসব আইকন গুলো একত্রে পেয়ে যাব।
Unicons হল এমন একটি Icon library, যেখানে আপনি ৪৫০০ এর ও বেশি সংগ্রহ পেয়ে যাবেন। এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের সব ভিন্ন ভিন্ন স্টাইল এর ডিজাইন। আর এগুলোর মধ্যে যেমন: Brand logo, Business, Conversation logo, Cloud Service, Multimedia, Medicine, Security এবং Shopping ইত্যাদি সব আইকন। এছাড়া আপনি এখানে আরও অনেক অনেক বিষয়বস্তুর আইকন পাবেন। আর এগুলো সম্পর্কে ধারণা নেবার জন্য আপনাকে অবশ্যই এই ওয়েবসাইট টি ভিজিট করতে হবে।
ইউনিকনস হল এমন একটি ওয়েবসাইট, যেখানে রয়েছে ভালোভাবে ডিজাইন করা একটি আইকনের সেট। এটি ব্যবহারকারীদেরকে সেসব ফন্ট বা আইকন গুলো ডাউনলোড করার জন্য Vector graphics format SVG ফাইল সরবরাহ করে এবং এটির ওয়েব ফন্টে ও ব্যবহার করা যেতে পারে। আর এসব আইকনের সেটগুলো আপনি আপনার যেকোন ডেভেলপমেন্ট প্রজেক্ট বা অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারেন।
যাইহোক, এখানে আপনাকে আরো একটি কথা বলে রাখি যে, Unicons শুধুমাত্র "Line" স্টাইলের আইকন গুলো ফ্রিতে ডাউনলোড করতে দেয়। এছাড়া অন্যান্য একই স্টাইলের ডিজাইনগুলো ফ্রিতে ডাউনলোড করা যেতে পারে, তবে এগুলোর মধ্যে বেশির ভাগই প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য। আর এসব ডিজাইনের আইকন গুলো ডাউনলোড করার জন্য আপনাকে অর্থ দিয়ে Iconscout থেকে প্রিমিয়াম অ্যাকাউন্টে আপগ্রেড করতে হবে।
এই আইকন লাইব্রেরীটি Apache 2.0 লাইসেন্স এর অধীনে রিলিজ করা হয়েছে, এবং আপনি যখন এগুলো ব্যবহার করবেন, তখন আপনাকে মূল ওয়েবসাইটের সাথে লিঙ্ক করতে হবে।
আপনি যদি আগ্রহী হন, Unicons ও একটি ওপেন সোর্স প্রজেক্ট। যার ফলে, আপনি গিটহাব থেকে একটি সম্পূর্ণ illustration Factor files খুঁজে বের করতে পারেন এবং এছাড়াও আপনি Unicons ওয়েবসাইট থেকে আইকনের সেট পেতে পারেন।
এবার চলুন জেনে নেওয়া যাক যে, আপনি এই ওয়েবসাইটে কিভাবে ব্যবহার করবেন এবং এখান থেকে এসব জিনিস গুলো কিভাবে ডাউনলোড করবেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Unicons
অন্যান্য ওয়েবসাইটের মত Unicons ওয়েবসাইটটিও আপনি স্বাভাবিকভাবে খুব সহজে ব্রাউজ করতে পারবেন। আপনি ওয়েবসাইট টিতে প্রবেশ করলেই, এখানে বিশাল আইকনের Set দেখতে পাবেন। যাইহোক, এগুলোর মধ্যে থেকে আপনি শুধুমাত্র "Line" ক্যাটাগরির আইকন গুলো বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
এজন্য, প্রথমে Unicons ওয়েবসাইটটি ওপেন করুন এবং আপনার পছন্দ অনুযায়ী Explorer শুরু করুন। ওয়েবসাইটটিতে প্রবেশ করলে, আপনি অনেক আইকন দেখতে পাবেন। আর আপনি যদি ওয়েবসাইটের উপরের রাইট কর্নারের দিকে তাকান, তাহলে এখানে চারটি ভিন্ন প্যার্টানের আইকন লাইব্রেরী দেখতে পাবেন। আর এগুলো ব্রাউজ করলে দেখবেন যে, আপনি শুধুমাত্র Line ক্যাটাগরির আইকন গুলো ফ্রিতে ডাউনলোড করতে পারছেন। আর বাকি ক্যাটাগরির আইকন গুলো ডাউনলোড করার জন্য আপনাকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে।
তবে, বিনামূল্যের আইকন গুলো দিয়েই যদি আপনার প্রয়োজন মিটে যায়, তাহলে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেবার প্রয়োজন নেই।
আর এখানে আপনি ওয়েবসাইটের বাম পাশে একটি বিশাল ক্যাটাগরির তালিকা দেখতে পাবেন। আর এখান থেকে আপনি নির্দিষ্ট ক্যাটাগরি ব্রাউজ করার মাধ্যমে প্রয়োজনীয় আইকনটি খুব সহজেই খুঁজে নিতে পারেন। এছাড়াও, এই কাজটি আরো দ্রুত তার সাথে করার জন্য আপনি উপরের সার্চ বক্স ও ব্যবহার করতে পারেন।
এখানে এসে আপনি আপনার প্রয়োজন মত সমস্ত মেটেরিয়াল গুলো ব্রাউজ করুন। আর এখানে কোন একটি আইকনে ক্লিক করলে, ডান পাশে সেটির বড় একটি প্রিভিউ দেখতে পাবেন। এখানে আপনি সেই আইকন বা সেসব আইকন গুলোর রং পরিবর্তন করার পাশাপাশি, আপনি SVG ভেক্টর ইমেজ ডাউনলোড করার একটি বাটন পাবেন। আর এখান থেকে আপনি সেগুলো ডাউনলোড করতে পারবেন।
এখান থেকে একটি Icon vector format ডাউনলোড করার জন্য SVG বাটনে ক্লিক করুন। এছাড়াও, নির্দিষ্ট প্যাটার্নে ওয়েব ফন্ট লোড করার জন্য, নিচে Code রয়েছে; যেটি খুব সহজে এবং দ্রুত কপি করা যেতে পারে।
যদি এখানে থাকা আইকন গুলির সম্পূর্ণ সেট ডাউনলোড করতে চান, তাহলে আপনাকে এটিতে একটি অ্যাকাউন্ট করতে হবে। আর আপনি এখানে google অথবা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ও লগইন করতে পারবেন। এজন্য আপনার অতিরিক্ত ভেরিফিকেশনের প্রয়োজন হবে না।
আপনি এখান থেকে আইকনের বান্ডেল গুলো ডাউনলোড এবং ডিকমপ্রেস করার পর, আপনি এখানে ১২০০টির ও বেশি আইকনের প্যাটার্ন পাবেন। আপনি যখন এগুলো ব্যবহার করবেন, তখন অবশ্যই সোর্সের কথা উল্লেখ করতে ভুলবেন না। আর Iconscout এসব উপাদান গুলোর জন্য দ্রুত কপি এবং ব্যবহার করার কোড প্রদান করে থাকে।
আর আপনি যদি Monochrome, Solid অথবা Thin style প্যাটার্ন গুলো বেছে নেন, তাহলে এসব আইকন গুলোতে ক্লিক করার পর ডান পাশে একটি মুকুট আইকন এর মতো দেখতে পাবেন। যার মানে হল, এসব আইকন গুলো ডাউনলোড বা আনলক করার জন্য আপনাকে Iconscout ওয়েবসাইটে অর্থ দিয়ে প্রিমিয়াম মেম্বার হতে হবে।
আপনি সব শেষ ওয়েব ফন্ট ব্যবহার করার পদ্ধতি হিসেবে Unicons এ ফিরে যান এবং হোমপেজ থেকে "Start Using" এ ক্লিক করুন। আপনি এখানে নিচের মত একটি ওয়েব পেজ দেখতে পাবেন। এবার আপনি এই সোর্স কোড আপনার ওয়েব পেজে যুক্ত করুন এবং তারপর সেসব ফন্ট কোড গুলো পেজের সাথে লিংক করুন। আপনি একটি নির্দিষ্ট লোকেশনে আইকন প্যাটার্ন গুলো লোড করতে পারেন (Font code খুঁজে পেতে, Unicons icon লিস্ট টি পড়ুন), যেটি একটি দ্রুত এবং কার্যকর একটি অ্যাপ্লিকেশন মেথডও।
আশা করছি যে, আপনার বিভিন্ন প্রজেক্ট এর কাজের জন্য এই ওয়েবসাইটটি অনেক উপকারে আসবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)