NIMBUZZ:মোবাইল এবং কম্পিউটারে চ্যাট করার অদ্বিতীয় সফটওয়্যার(ফেইসবুক চ্যাটসহ)

টেকটিউনসে এর আগে আপনারা অনেক ধরনের চ্যাট সফটওয়্যারের সাথে পরিচিত হয়েছেন ।আজ আপনাদের NIMBUZZ এর সাথে পরিচয় করে দিচ্ছি।আশা করি ভাল লাগবে অবশ্যই লাগবে।কথা না বাড়িয়ে চলুন কেন ভাল লাগবে এই কারনগুলো জেনে নেই
nimbuZz এর স্পেশাল একটি ফিচার হচ্ছে এর সাহায্যে আপনি ফেসবুক এর ফ্রেন্ডদের সাথে চ্যাট করতে পারবেন ।আর এজন্য আপনাকে সরাসরি ফেইসবুকে লগিন করে ঢুকতে হবেনা শুধু NIMBUZZ সফটওয়্যারটিতে লগিন করলেই আপনি সরাসরি ফেইসবুক ফ্রেন্ডদের খুজে পাবেন এবং চ্যাট করতে পারবেন।
NIMBUZZ সর্বমোট ১৪ টি চ্যাট ক্ল্যায়েন্ট সাপোর্ট করে এগুলো হল
YAHOO,GTALK,FACEBOOK,LIVE MESEENGER.MY SPACE,TWITTER,AIM,GADUGADU,GIOVANI,HYVES,ICQ,JABBER,MEINVZ,SCHUELERVZ,
সবগুলোর এ্যাকাউন্ট কনফিগার করা খুবই সহজ ।
Nimbuzz কম্পিউটারের সাথে সাথে মোবাইলেও ইন্সটল করে ব্যবহার করা যায় এবং কম্পিউটারের মত প্রায় সকল সুবিধা পাওয়া যায়।তবে আপনার মোবাইল জাভা সাপোর্টেড হতে হবে ।সোজা হিসাব যাদের মোবাইল অপেরা মিনি সাপোর্ট করে তারা nimbuzz ব্যবহার করতে পারবেন।
nimbuzz
প্রথমে নীচের লিংক হতে NIMBUZZ ডাউনলোড করে তারপর ইন্সটল করে নিন তারপর NIMBUZZ এ একটি একাউন্ট খুলে নিন তারপর NIMBUZZ user name এবং password lদিয়ে লগিন করুন ।এবার account setting থেকে আপনার প্রয়েজনীয় যেকোন চ্যাট একাউন্ট কনফিগার করে নিন ।এবার nimbuzz ওপেন করলেই আপনার কনফিগার করা একাউন্টগুলোতে অটে লগিন হয়ে যাবে।
কম্পিউটারের জন্য এথান হতে ডাউনলোড করুন
মোবাইলের জন্য এখান হতে ডাউনলোড করুন
আশা করি আপনাদের ভাল লাগবে ।অবশ্যই মন্তব্য করবেন কারণ টিউনের প্রাণ হল মন্তব্য

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আচ্ছা এটা কোন দেশি software kindly জানাবেন কি ??

আমি এটা দিয়ে ভয়েজ চ্যাট করতে পারছিনা।
কিভাবে করতে হবে বলবেন কি?

সফটওয়্যারটা বেশ ভালোমানের অনেক কাজের জিনিস। মামুন ভাইকে অসেস ধন‍্যবাদ। এই ধরনের আরেকটি সফটওয়্যার আছে ইচ্ছে করলে ঘুরে আসতে পারেন fring.com থেকে।