আমরা অনেকেই কিছুদিন আগে নির্বাচিত একটি টিউন দেখেছিলাম । আর সেটি হল পোর্টেবল ইয়াহু মেসেন্জার নিয়ে । আজ আমি আর একটি পোর্টেবল মেসেন্জারের সন্ধান দিব । এটির প্রথম এবং প্রধান সুবিধা হল এই সফটওয়ার টি দিয়ে ১১ টি মেসেন্জারে চ্যাট করা যায় । সফটওয়ার টির নাম GAIM । আমরা অনেকেই সফটওয়ারটির সাথে পরিচিত নই কিন্তু আমরা অনেকেই এর নিউ ভার্সন সফটওয়ার ব্যবহার করে থাকি । GAIM হল সফটওয়ারটির পূর্ব নাম বর্তমান নাম হচ্ছে Pidgin । সফটওয়ারটি পোর্টেবল হওয়ায় ইনস্টল করার ঝামেলা নেই । পেনড্রাইভে করে যেখানে সেখানে ব্যবহার করা যায় । সফটওয়ারটি দিয়ে দুত ফাইল সেন্ড করা যায় ।
<img src="http://www.pendriveapps.com/images/gaim.gif" alt="aa" />
http://nchc.dl.sourceforge.net/project/portablegaim/Gaim%20Portable%20%28English-US%29/Gaim%20Portable%202.0%20Beta%205%20%28En-US%29/Gaim_Portable_2.0_B5_en-us.paf.exe এখান থেকে সফটওয়ারটি ডাইনলোড করতে পারবেন । সকলকে ধন্যবাদ
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
টেকটিউনস কে অনুরোধ টিউন লেখার সময় লেখাগুলো খুব ছোট দেখায় ফলে চোখে সমস্যা হয় । এই সমস্যাটি যত দ্রুত সম্ভব সমাধান করে দিলে টিউন লিখতে সুবিধা হবে ।