হ্যালো টেকটিউনস কমিউনিটির সদস্যরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভাল আছেন। বরাবরের মত আজকেও নিয়ে এসেছি অসম্ভব সুন্দর একটি টিউন। আশাকরি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনি কি জানেন ক্রসওয়ার্ড পাজল কী এবং কোথায় এসব ক্রসওয়ার্ড পাজল গুলো পাওয়া যায়? টেনশন করার কোন দরকার নেই।
আজ আমি ক্রসওয়ার্ড পাজল কী এবং কোথায় এসব পাজল পাওয়া যায় সে সম্পর্কে স্পষ্ট ধারণা দেব ইনশাআল্লাহ। ক্রসওয়ার্ড পাজল হল মূলত এক ধরনের ব্রেইন গেইম, যা মস্তিষ্কের নিউরন বাড়াতে বা বুদ্ধি বাড়াতে অথবা মস্তিষ্কের উন্নতি ঘটানোর জন্য খেলা হয়। এটাকে আসলে একটা ধাঁধা সলভিং গেম এর সাথে তুলনা করা যেতে পারে। শব্দের উপর ভিত্তি করে তৈরি করা এই পাজল গেম খেললে মানসিক ও শারীরিকভাবে মানুষ সুস্থ থাকে।
ক্রসওয়ার্ড পাজল গেম এর নানা ধরনের উপকারিতার থাকার কারণেই এটি আজ বিশ্বের সর্বত্রই জনপ্রিয় একটি গেম। তাইতো এটাকে পেপারে, স্মার্টফোনে, কম্পিউটারে এমনকি বাজারেও কিনতে পাওয়া যায়। এবং প্রতিনিয়ত ওয়েবসাইটে বিভিন্ন ক্যাটাগরির নতুন নতুন ক্রসওয়ার্ড পাজল তৈরি হচ্ছে। আজকের টিউনের উদ্দেশ্য হচ্ছে, দুর্দান্ত ও সেরা কয়েকটি ওয়েবসাইট এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেয়া, যে ওয়েবসাইট গুলোতে ক্রসওয়ার্ড পাজল এর ছড়াছড়ি।
অর্থাৎ, এখানে এত এত নতুন ক্রসওয়ার্ড পাজল রয়েছে যে, এটি দেখে আপনি জাস্ট অবাক হবেন আর বলবেন ওয়াও কেয়া বাত হ্যায়! অর্থাৎ এখানে প্রতিনিয়ত নতুন নতুন ক্রসওয়ার্ড পাজল তৈরি হচ্ছে এবং পাবলিশ হচ্ছে। এবং আপনি যদি চান তাহলে, এখান থেকে আপনিও ক্রসওয়ার্ড পাজল তৈরি করতে পারবেন। এই ওয়েবসাইট গুলো মূলত ক্রসওয়ার্ড পাজল জেনারেট করার ওয়েবসাইট।
ক্রসওয়ার্ড পাজল সলভ করতে পছন্দ করে এমন ব্যক্তির কাছে, এই ওয়েবসাইট গুলো দারুণ জনপ্রিয় হতে পারে। আমাদের মাঝে অনেকেই হয়তো ক্রসওয়ার্ড পাজল সলভ করতে পছন্দ করি। এবং অনেক সময় পুরাতন ক্রসওয়ার্ড পাজল সলভ করতে করতে আমরা বিরক্ত হয়ে পরি। এক্ষেত্রে নতুন মজাদার ক্রসওয়ার্ড পাজল এর সোর্স হিসেবে এই ওয়েবসাইট গুলোকে পরিচয় করানো যায়।
যারা ক্রসওয়ার্ড পাজল গেম খেলতে পছন্দ করে, তারা ক্রসওয়ার্ড পাজল এর বিগ ফ্যান বা বিগ ফলোয়ার তো হবেই এবং তারা এ ধরনের ওয়েবসাইট গুলো তো খুঁজবেই। আর এটাই স্বাভাবিক। ক্রসওয়ার্ড পাজল শিক্ষকরাও ব্যবহার করতে পারে। এটা হতে পারে নিজের আই-কিউ বাড়ানোর জন্য অথবা কোন ছাত্রের আই-কিউ বাড়ানোর জন্য। উন্নত দেশের শিক্ষার্থীদের বিভিন্ন ধারণা এবং সাধারণ জ্ঞান দানে শিক্ষকরা ক্রসওয়ার্ড পাজল ব্যবহার করে থাকে।
ক্রসওয়ার্ড পাজল সলভের মাধ্যমে একজন ব্যক্তির শব্দভাণ্ডার ব্যাপক ভাবে সমৃদ্ধ হয়। আর এ বিষয়টা পরীক্ষার মাধ্যমে প্রমাণিত। এই টিউনে উল্লেখ করা ওয়েবসাইট গুলো আপনাকে আপনার নিজস্ব শব্দ ভান্ডার দিয়ে ক্রাসওয়ার্ড পাজল তৈরি করতে দিবে অথবা আপনি কোন নির্দিষ্ট শব্দ সেট ব্যবহার করে ক্রসওয়ার্ড পাজল তৈরি করতে পারবেন। চলুন জেনে নিই, ওয়েবসাইট ব্যবহার করে ফ্রিতে ক্রসওয়ার্ড পাজল জেনারেট করার উপায় গুলো সম্পর্কে।
ক্রসওয়ার্ড পাজল জেনারেট করার অন্যতম সেরা একটি ওয়েবসাইট হল The Teachers Corner। এই ওয়েবসাইটে সাধারণ টাইপের ক্রসওয়ার্ড পাজল তৈরি হয়। এই ওয়েবসাইটটিতে অ্যাক্সেস নিলে উপরের স্ন্যাপশটের মতো হোম স্ক্রিন দেখতে পারবেন। এই ওয়েবসাইট ব্যবহার করে আপনি নিজস্ব ক্রসওয়ার্ড পাজল জেনারেট করতে পারবেন।
এই ওয়েবসাইটটি বিচরনের সময় আপনি ক্রসওয়ার্ড মেকার নামক একটি ট্যাব দেখতে পাবেন। এখানে আপনি যে ধরনের ক্রসওয়ার্ড পাজল তৈরি করতে চান, তার জন্য উপযুক্ত একটা শিরোনাম Title বক্সে দিতে হবে। তারপর Instructions বক্সে উপযুক্ত নির্দেশনা দিতে হবে। অর্থাৎ, অন্যারা পাজলটি সলভের পুর্বে যে নির্দেশনা অনুযায়ী পাজলটি সলভ করবে সেই নির্দেশনা দিতে হবে। যেমন- Verb গুলোর মধ্য থেকে Past Tense এর Verb গুলো নিতে হবে এমন নির্দেশনা।
এরপর একটু স্ক্রল ডাউন করলেই আমরা Words এবং Clues পার্টে চলে আসব। এখানে যে ধরনের ওয়ার্ড গুলো নিয়ে ক্রসওয়ার্ড পাজল তৈরি করতে চান তা নিচে দেওয়া ওয়ার্ড বক্সে লিখতে হবে। এবং Clues বক্সে সেই ওয়ার্ড গুলো লিখতে হবে যেগুলোর সাহায্যে Exact ওয়ার্ডে যাওয়া যায়। আপনি চাইলে এই Word গুলো আপনার ব্রেইন থেকে নিতে পারেন অথবা আগে থেকেই কোন জায়গা থেকে কালেক্ট করে সাজিয়ে আনতে পারেন। এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার।
আরেকটা অপশন হলো Premade word বা clue set। Premade word একটি লিংক এবং এখানে ক্রসওয়ার্ড তৈরির অসংখ্য ওয়ার্ড সেট রয়েছে। যা থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী ক্রসওয়ার্ড পাজল তৈরি করতে পারবেন। এজন্য শুধু আপনাকে এই Premade word এর লিস্টটি খুব ভালোভাবে খেয়াল করতে হবে, যাতে করে যে ক্রসওয়ার্ড পাজলটি তৈরি করবেন তা নির্ধারণ করতে পারেন। এই Premade word লিস্ট থেকে যে ক্রসওয়ার্ড টিতে ক্লিক করবেন সেটি রিলেটেড Word এবং Clues গুলো Word এবং Clues বক্সে অটোমেটিক বসে যাবে। তারপর জাস্ট সিম্পলি মেক ক্রসওয়ার্ড পাজল বাটনে ক্লিক করতে হবে।
আমি মনে করি, Word এবং Clue গুলো সাজিয়ে নিয়ে আসলেও ক্রসওয়ার্ড পাজল তৈরি করা যাবে। Word এবং Clue গুলো সাজিয়ে নিয়ে এসে এগুলোকে Quick Add এ ক্লিক করে বর্গাকার বক্সে বসিয়ে দিতে হবে। তারপর সাবমিট করলে অটোমেটিক ভাবে এগুলো Word এবং Clues বক্সে বসে যাবে। এক্ষত্রে Word ও Clues গুলো Word^Clues ফরম্যাটে সাজাতে হবে। তারপর সিম্পলি মেক ক্রসওয়ার্ড পাজল বাটনে ক্লিক করলেই ক্রসওয়ার্ড পাজল তৈরির কাজ শুরু হবে।
আপনি যদি কাস্টম শব্দের পাজল তৈরি করতে চান, তবে আপনাকে ম্যানুয়ালি প্রত্যেকটা Words ও Clues বসাতে হবে। এখানে আপনি Word এবং Clue এর মধ্যের ফন্টও পরিবর্তন করতে পারবেন। বিভিন্ন ধরনের ফন্ট গুলোর মধ্যে থেকে আপনি জাস্ট যেকোনো ৩ টা আলাদা আলাদা ফন্ট নির্বাচন করতে পারবেন। পাজল এর জন্য Arial ফন্টটা ভালো দেখায়। এটি শব্দগুলোকে আনুভূমিক ও উলম্ব ভাবে সাজিয়ে থাকে। উপরে বর্ণিত সবকিছু ঠিকঠাক মতো করা হলে, Make Crossword Puzzle বাটনে ক্লিক করুন।
অল্প কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ক্রসওয়ার্ড পাজলটি আপনার স্ক্রিনে প্রদর্শিত হবে। স্ক্রিনের ঠিক বামে, আপনি একটি কাস্টমাইজেশন মেনু দেখতে পাবেন যার মাধ্যমে ক্রসওয়ার্ড পাজলটি কাস্টমাইজ করতে পারবেন। আপনার কম্পিউটারে ক্রসওয়ার্ড পাজলটির PDF বা ইমেজ নিতে চাইলে বাম দিকের ডাউনলোড বাটনে ক্লিক করুন এবং সেভ করে নিন। আপনি চাইলেই আপনার ক্রসওয়ার্ড পাজলটি প্রিন্ট-আউট করে নিতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ The Teachers Corner
ক্রসওয়ার্ড পাজল জেনারেট করার অন্যতম সেরা আরও একটি ওয়েবসাইট হল Crossword Labs। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলেই, আপনি উপরের স্ন্যাপশটের মতো একটা হোম স্ক্রিন দেখতে পাবেন। এই ওয়েবসাইটের ক্রসওয়ার্ড পাজল তৈরি করার জন্য প্রথমে আপনাকে একটি শিরোনাম লিখতে হবে। তারপরে নিচে দেওয়া বাক্সে Words এবং Clues গুলো লিখতে হবে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রথমে Word এবং তারপর একটি স্পেস দিয়ে ঐ শব্দটির জন্য Clue লিখতে হবে। যেমন- Took Take। এক্ষেত্রে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন তা হচ্ছে, একটি লাইনে শুধুমাত্র একটি Word এবং একটি Clue থাকবে। এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী ক্রসওয়ার্ড পাজল তৈরির জন্য Word এবং Clue ইনপুট করতে থাকুন।
এছাড়াও আপনি আপনার স্ক্রিনের ডান দিকে থাকা বেশ কয়েকটি স্যাম্পল থেকে ক্রসওয়ার্ড পাজল তৈরি করার Word এবং Clues গুলো নিতে পারেন। আপনি কী ধরনের ক্রসওয়ার্ড পাজল তৈরি করলেন তা আপনি নিজেই দেখতে পারবেন। নতুন ক্রসওয়ার্ডটি Instructions, Answer কী এবং এডিট অপশন সহ প্রদর্শিত হবে। আপনি যদি একটি নিজস্ব ক্রসওয়ার্ড পাজল তৈরি করতে চান, তাহলে একটি শিরোনাম বাছাই করুন এবং কয়েকটি শব্দ এবং সেই শব্দগুলোকে খুঁজে পেতে কয়েকটি Clue নির্বাচন করুন। তারপর এগুলোকে Word এবং Clues বক্সে বসিয়ে দিন।
তারপর ক্রসওয়ার্ড এর নিচে আপনি একটি পাসকোড দিয়ে দিন যাতে করে পাজলটির উত্তর সিকিউর রাখতে পারেন। এখন আপনি পেইজটির নিচে Save & Finish বাটনে ক্লিক করুন। ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার লেখা শব্দ গুলো দিয়ে আপনার নিজস্ব ক্রসওয়ার্ড পাজলটি তৈরি হয়ে যাবে। এখন আপনি আপনার ক্রসওয়ার্ড পাজলটিকে Word ফরম্যাটে বা PDF ফরম্যাটে সেভ করতে পারেন। এমনকি আপনি আপনার ক্রসওয়ার্ড পাজলটিকে অনলাইনে শেয়ারও করতে পারবেন। এবং আপনি চাইলেই আপনার ক্রসওয়ার্ড পাজলটি প্রিন্ট-আউট করে নিতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Crossword Labs
ক্রসওয়ার্ড পাজল তৈরি করার চমৎকার আরও একটি ওয়েবসাইট হল Puzzle Maker। এই ওয়েবসাইটে প্রবেশ করলে, আপনি উপরের স্ন্যাপশটের মতো একটি হোম স্ক্রিন দেখতে পাবেন। আপনি যদি একটি ক্রসওয়ার্ড পাজল তৈরি করতে চান, তাহলে এই ওয়েবসাইটে আপনাকে প্রথমে পাজলটির জন্য একটি টাইটেল দিতে হবে।
এরপর আপনি আপনার পাজলে যে কয়টি বর্গক্ষেত্র দেখতে চান তা লিখতে হবে। তারপর বর্গক্ষেত্রের মাপ ইচ্ছা অনুযায়ী দিতে হবে, তবে আদর্শ মান হিসেবে ৩০ ধরলে ভালো হয়। এরপর Words এবং Clues বক্সে Words এবং Clues বসাতে হবে। একটি লাইনে একটি শব্দ ও একটি Clue থাকা দরকার। তাই প্রতিটি Word এবং Clue এর জন্য লাইন পরিবর্তন করতে হবে। এক এক করে প্রতিটি Word এবং Clue বক্সে Word এবং Clue গুলো বসানো হলে নিচে দেওয়া Creat My Puzzle অপশনে ক্লিক করতে হবে।
ক্লিক করার কয়েক সেকেন্ড এর মধ্যেই আপনার ক্রসওয়ার্ড পাজলটি তৈরি হয়ে যাবে এবং এটি নতুন একটি পেইজ এ ওপেন হবে। এক্ষেত্রে ক্রসওয়ার্ড পাজলটির গ্রিড উপরে দেওয়া থাকবে এবং শব্দ Clues গুলো নিচে দেখতে পাবেন। আপনি চাইলেই এই ক্রসওয়ার্ড পাজল গুলো ডাউনলোড করতে পারবেন। এবং খুব সহজেই প্রিন্ট-আউট করে নিতে পারবেন। আপনি চাইলে আপনার ছাত্রদেরকে এসব ক্রসওয়ার্ড পাজল সলভের জন্য দিতে পারেন। যাতে করে তাদের চিন্তা করার দক্ষতার উন্নতি ঘটে।
অফিসিয়াল ওয়েবসাইট @ Puzzle Maker
ক্রসওয়ার্ড পাজল সহজভাবে জেনারেট করার দুর্দান্ত ও সেরা আরও একটি ওয়েবসাইট হল Education.com। যদি আপনি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করেন তাহলে উপরের স্ন্যাপশটের মতো একটি হোম স্ক্রিন দেখতে পাবেন। আপনি যদি এই ওয়েবসাইটের মাধ্যমে ক্রসওয়ার্ড পাজল তৈরি করতে চান তাহলে প্রথমেই আপনাকে একটি শিরোনাম লিখতে হবে। এরপর আপনাকেও Words এবং Clues বক্সে ক্রসওয়ার্ড পাজল তৈরি করার জন্য প্রয়োজনীয় Words এবং Clues গুলো বসাতে হবে। এক্ষেত্রে প্রথমে একটি Word এবং তারপর একটি কমা এবং তারপর Clue বসবে এবং প্রতিটি লাইনে একটি মাত্র Words ও Clues সেট থাকবে।
এই ওয়েবসাইটের শুরুতে থিম হিসেবে আরেকটা ট্যাব রয়েছে। আপনি আপনার পছন্দ অনুযায়ী ক্রসওয়ার্ড পাজল এর জন্য সুন্দর একটি থিম বেছে নিতে পারেন। সব ধরনের কার্যক্রম সম্পন্ন করার পর আপনি এই ওয়েবসাইটের নিচে দেয়া Create বাটনে ক্লিক করুন। ক্লিক করার সাথে পেইজটির ডানদিকে ক্রসওয়ার্ড পাজল এর একটি পরিপূর্ণ রূপ দেখতে পাবেন। এই ক্রসওয়ার্ড পাজল এর নিচে বেশ কয়েকটি অপশন দেয়া রয়েছে। অপশন গুলো ব্যবহার করে আপনি আপনার ওয়ার্কশিটটি অনলাইন অ্যাকাউন্টে সেভ করতে পারবেন। আপনি চাইলে ওয়ার্কশিটটির একটি PDF ফরম্যাট কম্পিউটারে ডাউনলোড করে নিতে পারবেন এবং ওয়ার্কশিটের একটি Answer Key ও ডাউনলোড করতে পারবেন এবং ওয়ার্কশিটটিকে Scramble করতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Education.com
ক্রসওয়ার্ড পাজল সহজভাবে তৈরি করার অন্যতম সেরা আরও একটি ওয়েবসাইট হল Tools for Educators। এই ওয়েবসাইটে প্রবেশ করলে, উপরে দেয়া স্ন্যাপশটের এর মতো একটি হোম স্ক্রিন আপনি আপনার সামনে দেখতে পাবেন। এখানে দুই ধরনের বক্স দেওয়া আছে একটা হল হিন্ট বক্স এবং আরেকটা হল Answer বক্স। Hint বক্সে Clue গুলো বসাতে হবে এবং Answer বক্সে Word গুলো বসাতে হবে। একবার যদি আপনার সমস্থ Word ও Clue গুলো ইনপুট করা হয়ে যায় তাহলে, আপনি নিচে দেওয়া ফন্ট গুলো থেকে যেকোন একটি ফন্ট বেছে নিতে পারবেন।
এই ওয়েবসাইটে ৫ ধরনের ফন্ট রয়েছে যার যেকোনো টাই আপনি ব্যবহার করতে পারবেন। এই ওয়েবসাইটে আপনার ইনপুট করা Word গুলো বাদেও আপনি অন্যান্য Word এর পাজলও তৈরি করার অপশন খুঁজে পাবেন। এখন আপনি জাস্ট Get Crossword অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ক্রসওয়ার্ড পাজলটি তৈরি হয়ে যাবে। ওয়েবে পেইজের এর নীচের দিকে Clue গুলো থাকবে এবং তার একটু উপরে গ্রিড প্রদর্শিত হবে। ওয়েবপেইজের শীর্ষে আপনি বেশ কয়টি অপশন দেখতে পারবেন। যেমন- প্রিন্ট করার অপশন, রিলোড করার অপশন ও ক্লোজ করার অপশন ইত্যাদি। প্রিন্ট করার অপশনটির সাহায্য নিয়ে আপনি পাজলটি প্রিন্ট করতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Tools for Educators
ক্রসওয়ার্ড পাজল সহজভাবে জেনারেট করার অন্যতম সেরা আরও একটি ওয়েবসাইট হল The Armored Penguin। এই ওয়েবসাইটে যদি আপনি প্রবেশ করেন, তাহলে প্রথমেই উপরের স্ন্যাপশটের মতো একটা হোম স্ক্রিন দেখতে পারবেন। এই ওয়েবসাইটে ক্রসওয়ার্ড পাজল তৈরি করার জন্য, প্রথমেই পাজলের জন্য একটা শিরোনাম লিখতে হবে এবং লেখকের নামও লিখতে হবে। পাজল সলভের নির্দেশনা হিসেবে সংক্ষিপ্ত আকারে ডেসক্রিপশন ও লিখতে হবে।
ক্রসওয়ার্ড পাজলটি আকর্ষণীয় করার জন্য আরো বেশ কয়টি কাস্টমাইজেশন অপশন দেখতে পারবেন এই ওয়েবসাইটে। এখান থেকে আপনি আপনার মনের মতো করে খানিক কাস্টমাইজেশন করে নিতে পারেন।
এরপর, ক্রসওয়ার্ড পাজল তৈরির জন্য আপনাকে Words এবং Clues টেবিলে যেতে হবে। বামপাশের স্থানে ক্রসওয়ার্ড পাজল এর জন্য প্রয়োজনীয় Words গুলো বসাতে হবে এবং ডান পাশের স্থান গুলোতে Clues গুলো বসাতে হবে। একবার প্রয়োজনীয় সব Word এবং clue গুলো বসানো হয়ে গেলে, ওয়েব পেইজের নিচে দেওয়া Make Puzzle বাটনে ক্লিক করতে হবে।
ক্লিক করা মাত্রই কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ক্রসওয়ার্ড পাজল তৈরি হয়ে যাবে। আর এ বিষয়টি আপনি উপরের স্ন্যাপশটটি খেয়াল করলে স্পষ্টভাবে বুঝতে পারবেন। এক্ষেত্রে পাজলের গ্রিড গুলো একদম উপরে দেয়া এবং Clue গুলো নিচে দেয়া। Clue গুলোর নিচে আরও কিছু অপশন রয়েছে যেমন- পাজলের PDF কপি করে প্রিন্ট করার অপশন, পাজলের HTML কপি করে প্রিন্ট করার অপশন, অনলাইনে পাজলটি সমাধান করার অপশন ও পাজলের উত্তর PDF এ দেখার অপশন ইত্যাদি।
অফিসিয়াল ওয়েবসাইট @ Armored Penguin
ক্রসওয়ার্ড পাজল তৈরি করার দুর্দান্ত ও সেরা আরও একটি ওয়েবসাইট হল AtoZ Teacher Stuf। এই ওয়েবসাইটটি ব্যবহার করেও ক্রসওয়ার্ড পাজল তৈরি করা খুবই সহজ। এই ওয়েবসাইটে প্রবেশ করলে উপরের স্ন্যাপশটের মতো একটা হোম পেইজ দেখতে পারবেন। এক্ষত্রে প্রথমে পাজলের শিরোনাম লিখতে হয়। তারপর নির্দেশনা অনু্যায়ী Words এবং Clues লিখতে হয়। একবার পাজল এর জন্য প্রয়োজনীয় সব শব্দ দেওয়া হলে Make My Crossword Puzzle অপশনটিতে ক্লিক করতে হবে।
অল্প কয়েক সেকেন্ড সময়ের মধ্যেই ক্রসওয়ার্ড পাজলটি কমপ্লিট হবে। এক্ষেত্রে ক্রসওয়ার্ড পাজলটির গ্রিড উপরে থাকে এবং এর নিচে Clues দেওয়া থাকে। আপনি চাইলে এই ওয়েবসাইটের পাজলও প্রিন্ট-আউট করে বের করতে পারবেন। এই ওয়েবসাইটটি ক্রসওয়ার্ড পাজল তৈরির জন্য অন্য একটি ওয়েবসাইট নির্দেশ করে থাকে।
অফিসিয়াল ওয়েবসাইট @ AtoZ Teacher Stuff
ক্রসওয়ার্ড পাজল জেনারেট করার চমৎকার আরও একটি ওয়েবসাইট হল Xwords Generator। এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি উপরের স্ন্যাপশটের মতো একটা স্ক্রিন দেখতে পাবেন। এই ওয়েবসাইটে ক্রসওয়ার্ড পাজল তৈরির ক্ষেত্রে আপনকে ম্যানুয়ালি প্রশ্ন বক্স এ Clues বসাতে হবে এবং উত্তর বক্সে Words বসাতে হবে। এই ওয়েবসাইটেত ফন্ট এর ধরন, ফন্ট এর আকার, ফন্ট এর কালার এবং ব্যাকগ্রাউন্ড এর কালার আপনি চাইলেই পরিবর্তন করতে পারবেন। ফলে আপনি চাইলেই নিজ ইচ্ছা অনুযায়ী ডিজাইন করে একটা ইমপ্রেসিভ ক্রসওয়ার্ড পাজল তৈরি করতে পারবেন। একবার Words এবং Clues গুলো বসানো হলে, তারপর Generate Puzzle এ ক্লিক করুন।
এক্ষেত্রে ক্লিক করার কয়েক সেকেন্ড সময়ের মধ্যেই একই ওয়েব পেইজে নতুন ক্রসওয়ার্ড পাজলটি প্রদর্শিত হবে। একই ওয়েব পেইজে প্রদর্শিত হওয়ায় স্ন্যাপশটটি দেখাতে পারলাম না। এই ওয়েবসাইটে প্রথমে পাজল এর গ্রিড এবং পরে Clues দেওয়া থাকে। এই ওয়েবসাইটে ক্রসওয়ার্ড পাজল ডাউনলোড এর জন্য দুটি ফরম্যাট দেওয়া আছে। একটি হল SVG এবং আরেকটি হল PNG। একবার ডাউনলোড হলে আপনি এটিকে প্রিন্টও করতে পারবেন। এই ওয়েবসাইটের নিচের দিকে স্ক্রল করলে, পাজল এর উত্তরও এই একই পেইজে পেয়ে যাবেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Xwords Generator
ক্রসওয়ার্ড পাজল জেনারেট করার অন্যতম সেরা আরও একটি ওয়েবসাইট হল Printable Crossword Maker। এটির সাহায্যে আপনি খুব সহজেই একটি ক্রসওয়ার্ড পাজল তৈরি করতে পারবেন। উপরের স্ন্যাপশটের দিকে তাকালে দেখবেন, ক্রসওয়ার্ড তৈরির জন্য আপনাকে সর্ব প্রথম একটি শিরোনাম লিখতে হবে এবং তারপর Instructions বা নির্দেশনা লিখতে হবে যা মূলত পাজল সলভ করার জন্য কাজে লাগবে। এরপর যে ধরনের পাজল তৈরি করতে চান তার ওপর ভিত্তি করে প্রয়োজনীয় Words এবং Clues গুলো লেখা শুরু করতে হবে। এখানে প্রথম কলামটি মূলত Words এর জন্য এবং দ্বিতীয় কলামটি Clues এর জন্য। অর্থাৎ প্রথম কলামে Words বসবে এবং দ্বিতীয় কলামে Clues বসবে। আপনার Words এবং Clues গুলো বসানো শেষ হলে জাস্ট, Create Crossword Puzzle অপশনে ক্লিক করুন।
ক্লিক করার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ওয়েবসাইটটি উপরের স্ন্যাপশটের মতোই একটা পাজল তৈরি করবে। এই ওয়েবসাইটে প্রথমে শিরোনাম এবং তারপর নির্দেশনা এবং তারপর ক্রসওয়ার্ড গেম এর গ্রিড এবং সবশেষে Clues গুলো দেওয়া থাকে। ক্রসওয়ার্ড এর বামে Answer নামক একটি লিংক দেওয়া থাকে। এটাতে ক্লিক করে পাজলের উত্তর দেখে নেওয়া যায়। আপনি এই ওয়েবসাইটটির পাজল গুলোও প্রিন্ট-আউট করতে পারবেন খুব সহজেই। যদি আপানার কম্পিউটারে একটা প্রিন্টার আগে থেকেই থাকে তবেই এটা সম্ভব।
অফিসিয়াল ওয়েবসাইট @ Printable Crossword Maker
সহজভাবে ক্রসওয়ার্ড পাজল জেনারেট করার অন্যতম সেরা একটি ওয়েবসাইট এর নাম হল Puzzel.org। এই ওয়েবসাইটে Word পূরন করার জন্য অনেকগুলো অপশন দেখতে পাবেন। আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করলে উপরের স্ন্যাপশটের মতো একটি ওয়েবপেইজ দেখতে পারবেন। আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ বা ইমেজ ক্রসওয়ার্ড পাজল তৈরি করতে পারবেন। অবশ্য এই ওয়েবসাইটটিতে প্রিমিয়াম অপশনও রয়েছে এবং এক্ষেত্রে অর্থ প্রদানের প্রয়োজন পড়ে। ফলে এ অপশনটি এড়িয়ে চলাই উত্তম হবে।
এরপর আপনাকে সেই ট্যাবে যেতে হবে, যেখানে আপনি Word এবং Clues বসাবেন। এক্ষেত্রে এখানে Answer নামক ট্যাবে Word গুলো বসাতে হবে এবং Descriptions নামক ট্যাবে Clue গুলো বসাতে হবে। এরপর উপরে ডানের দিকে দেওয়া ক্রসওয়ার্ড পাজল তৈরির বাটনে ক্লিক করতে হবে।
প্রয়োজনীয় ইনফরমেশন গুলো ইনপুট করে Create Puzzle বাটনে ক্লিক করলেই অল্প কয় সেকেন্ডের মধ্যে আপনার স্ক্রিনে পাজলটি প্রদর্শিত হবে। ঠিক যেন উপরের স্ন্যাপশট এর মতো একটি পাজল। এক্ষেত্রে এই ওয়েবসাইটের ক্রসওয়ার্ড গ্রিড বাম দিকে থাকবে এবং ডান দিকে থাকবে পাজলটি সলভ করার জন্য প্রয়োজনীয় Clues। এই ক্রসওয়ার্ড পাজল এর শুরুতেই প্রিন্ট অপশন দেয়া আছে, সেখানে ট্যাপ করে আপনি চাইলেই পাজলটি প্রিন্ট আউট করে বের করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই আপনার কম্পিউটারের সাথে একটি প্রিন্টার এর প্রয়োজন পড়বে। তারপর আপনি পাজলটি যে কাউকে সলভ করার জন্য দিতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Puzzel.org
ক্রসওয়ার্ড পাজল সহজভাবে জেনারেট করার দুর্দান্ত ও সেরা আরও একটি ওয়েবসাইট হল Crossword Puzzle Games। এই ওয়েবসাইটের স্ন্যাপশটটি উপরে দেওয়া হয়েছে, দেখতে পেয়েছেন নিশ্চয়ই। এই স্ন্যাপশটে একটা টেবিল দেওয়া আছে সেটাও হয়তো লক্ষ্য করেছেন। এই টেবিল গুলো মূলত Word এবং Clues প্রবেশ করানোর জন্য। এখানে সর্বোমোট দুই ধরনের কলাম দেখতে পাবেন যার প্রথম কলামটি word গুলো প্রবেশ করানোর জন্য এবং দ্বিতীয় কলামটা Clues বা Hint গুলো প্রবেশ করানোর জন্য।
আপনি যদি একটু মনোযোগ সহকারে খেয়াল করে থাকেন, তাহলে দেখবেন এই টেবিলটিতে অসংখ্য সারি দেওয়া আছে অর্থাৎ, আপনি ক্রসওয়ার্ড পাজল তৈরিতে যত খুশি তত ওয়ার্ড ব্যবহার করতে পারবেন। আপনার ক্রসওয়ার্ড পাজল তৈরির জন্য প্রয়োজনীয় সমস্ত Word গুলো ইনপুট করা হয়ে গেলে, Creat My Crossword Puzzle অপশনটিতে ক্লক করুন। এই অপশনটি উক্ত টেবিলটির নিচেই দেখতে পাবেন।
আপনার ক্রসওয়ার্ড পাজলটি ক্লিক করার অল্প কয়েক সেকেন্ডের মধ্যেই তৈরি হয়ে যাবে। মাঝের স্ন্যাপশটের দিকে খেয়াল করলে দেখবেন, উপরের অংশের দিকে রয়েছে ক্রসওয়ার্ড পাজলটির গ্রিড এবং নিচের দিকে Clues দেওয়া আছে পাজলটি সলভ করার জন্য। আপনি চাইলে এই ক্রসওয়ার্ড পাজলটিও সহজেই প্রিন্ট-আউট করে বের করে নিতে পারবেন। এবং ক্রসওয়ার্ড পাজলটি বাচ্চা বা ছাত্রদের সাথে শেয়ার করে তাদের মেধার উন্নয়ন ঘটাতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Crossword Puzzle Games
অনলাইনে ক্রসওয়ার্ড পাজল তৈরি করার জন্য এই ছিল বেশ কয়েকটি চমৎকার ওয়েবসাইট। এতক্ষণে আমরা নিশ্চয়ই বুঝলাম যে, ক্রসওয়ার্ড পাজল তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে Words এবং Clues বক্সে প্রয়োজনীয় শব্দগুলো ম্যানুয়ালি বসিয়ে দেওয়া। বাচ্চাদের জন্য ক্রসওয়ার্ড পাজল গেম টি বেশ মজাদার হলেও প্রাপ্তবয়স্কদের জন্য ঠিক ততটাও নয়।
তবে আমরা এখানে, শব্দের ডিফিকাল্টি লেভেল বাড়িয়ে এই পাজল গেমটি প্রাপ্তবয়স্কদের জন্যও ব্যবহার করতে পারি। এই পাজল গেমটি খেললে আপনার শব্দভাণ্ডার নিঃসন্দেহে সমৃদ্ধ হবে। পাজল গেম মনের শক্তি বৃদ্ধি করার অন্যতম উপায়। আপনি যদি একজন ক্রসওয়ার্ড পাজল গেম লাভার হয়ে থাকেন, তাহলে নিজস্ব ক্রসওয়ার্ড পাজল গেম তৈরি করার জন্য এই ওয়েবসাইট গুলো আশাকরি ব্যবহার করবেন।
তো বন্ধুরা এই ছিল আজকের টিউন। আশাকরি সবগুলো বিষয় স্পষ্ট ভাবে উপস্থাপন করতে পেরেছি। ভালো লাগলে অবশ্যই একটা জোসস দিবেন। টিউন সম্পর্কে কোন মন্তব্য থাকলে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন। আমার টিউন গুলো সবার প্রথমে দেখে চাইলে আমাকে ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোন এক টিউনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ-হাফেজ।
আমি মো তানজিন প্রধান। ২য় বর্ষ, বগুড়া আজিজুল হক কলেজ, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 91 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।
কখনো কখনো হারিয়ে যাই চিন্তার আসরে, কখনোবা ভালোবাসি শিখতে, কখনোবা ভালোবাসি শিখাতে, হয়তো চিন্তাগুলো একদিন হারিয়ে যাবে ব্যাস্ততার ভীরে। তারপর ব্যাস্ততার ঘোর নিয়েই একদিন চলে যাব কবরে।