বিনামূল্যের প্রেসক্রিপশন লেখার সফটওয়্যার জিলসফট

হালে জনপ্রিয় হচ্ছে প্রিন্টেড প্রেসক্রিপশন। ডাক্তারবাবুদের অস্পস্ট হাতের লেখাজনীত ঝামেলা এড়ানো সম্ভব প্রিন্টেড প্রেসক্রিপশন ব্যবহারের মাধ্যমে। আজকের টিউন, ডাক্তারবাবুদের জন্য প্রেসক্রিপশন লেখার সফটওয়্যার নিয়ে।

চিকিৎসকদের বিনামূল্যে প্রেসক্রিপশন সফটওয়্যার সার্ভিস চালু করেছে বাংলাদেশী মেডিকেল সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ZilSoft। সফটওয়্যারটির মেডিকেল ও ডেন্টাল এডিশন দুটো আলাদা সংষ্করণ রয়েছে। সফটওয়্যারটি ব্যবহার করা যাবে অনলাইনে বা অফলাইনে। ফ্রি ভার্সন পাবেন অনলাইনে। অফলাইনেরটা কিনে ব্যবহার করতে হয়। উইন্ডোজ ৭, ৮ ও ১০ এ.exe ফাইল ইন্সটল করে ব্যবহার করা যাবে অফলাইন এডিশন। বিনামূল্যে চিকিৎসকগণ ব্যবহার করতে পারবেন https://zilsoft.net ঠিকানা থেকে।

সরাসরি সাদা কাগজ বা ছাপানো প্রেসক্রিপশনের উপর প্রিন্ট করা যাবে।

 

Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস