আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকে আলোচনা করব Amazon এর নতুন এক সার্ভিস নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।
বর্তমানে এই করোনার মহামারীতে আমরা বেশির ভাগ গৃহবন্দি। বিভিন্ন কারণে বাইরে যাওয়া, ঘুরা-ফেরা আড্ডা সবই এখন বন্ধ। তাই এখন মানুষের বর্তমানে বিনোদনের এক মাত্র পথ হচ্ছে ইন্টারনেট। বিভিন্ন অনলাইনে স্ট্রিমিং প্ল্যাটফর্ম গুলো মনোযোগ আকর্ষণ করার জন্য বিভিন্ন ধরনের অফার দিচ্ছে, একই সাথে সম্প্রতি নেটফ্লিক্স সহ বিভিন্ন অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম গুলোর ইউজার বেড়ে গেছে আরও কয়েক গুন।
এই করোনা মহামারীতে বেশি মানসিক সমস্যায় ভুগছে শিশুরা, যে সময়টায় তাদের মেধা বিকশিত হবার কথা ছিল সেই সময় কাটছে চার দেয়ালের মাঝে। তবে এই বন্ধে তারা যদি নতুন কিছু শিখতে পারে সেটা আমি মনে করছি অনেক কিছু। চলুন আজকে দেখাব কিভাবে শিশুদের এই সময় গুলো কাজে লাগাতে পারবেন।
শিশুদের কথা ভেবে Amazon নিয়ে এসেছে Audible Stories যেখানে বাচ্চারা বিনা মূল্যে অডিও বই শুনতে পারবে। বর্তমানে, English, French, German, Spanish, Italian, এবং Japanese এই ছয়টি ভাষায় ব্যবহার করা যাচ্ছে এই সার্ভিসটি। যা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে শুনতে পারবেন। স্টোরি গুলো, বয়স ও ধরন ভিত্তিক ক্যাটাগরি করে উপস্থাপন করা। Amazon এর এই Audible Stories সার্ভিস ব্যবহার করা যাবে, ডেক্সটপ, ল্যাপটপ, স্মার্ট-ফোন, ট্যাবলেট ইত্যাদি ডিভাইসে তাছাড়া এটি সাপোর্ট করে Chrome, Firefox, Safari, এবং Edge browser এর মত ল্যাটেস্ট ভার্সনের ব্রাউজারের গুলোতে।
অফিশিয়াল ওয়েবসাইট @ Audible Stories
আপনি Amazon এর Audible Stories সার্ভিসটি ব্যবহার করতে পারবেন এক দম বিনামূল্যে, কোন ধরনের লগইন বা রেজিস্ট্রেশন ছাড়াই। চলুন দেখে নেয়া যাক এই সার্ভিসটি ব্যবহারের ধাপ গুলো।
প্রথমেই Audible Stories এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান। আপনি এখান থেকে ক্যাটাগরি এবং ল্যাংগুয়েজ অনুযায়ী আলাদা ভাবে স্টোরি গুলো ভিজিট করতে পারবেন। তবে আমি এখানে কোন চাইনিজ বই খুঁজে পাই নি।
যেকোনো ক্যাটাগরিতে ক্লিক করলে আপনি বইয়ের নাম, কাভার, লেখকের নাম, রেটিং ইত্যাদি তথ্য দেখতে পাবেন।
যেকোনো স্টোরিতে ক্লিক করলে এর বিস্তারিত তথ্য দেখতে পাবেন, নিচের ছবিটি খেয়াল করুন। বইয়ের নাম, লেখকের নাম, Rating সহ ছোট করে একটু রিভিউ ও দেয়া আছে। শোনা আরম্ভ করতে Start listening এ ক্লিক করুন
স্টোরি শোনার সময় চাইলে প্লেয়ার ফুল স্ক্রিন মুডেও দেখতে পারবেন এজন্য Fullscreen বাটনে ক্লিক করুন। আপনি Audible Stories এর প্লেয়ারে মাধ্যমে প্লেব্যাক স্পীড বাড়াতে কমাতে পারবেন, ৩০ সেকেন্ড করে Forward Rewind করতে পারবেন। সাথে সাথে নির্দিষ্ট চ্যাপ্টারও শুনতে পারবেন।
চ্যাপ্টারে ক্লিক করলে আপনি যেকোনো বইয়ের নির্দিষ্ট চ্যাপ্টার গুলোতে চলে যেতে পারবেন। এখানে কোন চ্যাপ্টার কত মিনিট সেটাও উল্লেখ্য করা আছে।
Audible Stories এর দারুণ একটি ফিচার হচ্ছে এর মাধ্যমে কখনো আপনি শুনা বন্ধ করে দিলে, লাস্ট যেখানে শুনে রাখবেন সেখান থেকেই পুনরায় শুনতে পারবেন, তবে ডিভাইস একই হতে হবে।
যেকোনো স্টোরি শুনার সময় চাইলে Minimize বাটনে ক্লিক করে প্লেয়ারটি নিচের দিকে রাখতে পারবেন সুতরাং এর মাধ্যমে আপনি গল্প শুনা অবস্থায়ও অন্য স্টোরি গুলো Discover এ ক্লিক করে ব্রাউজ করতে পারবেন।
এখানে আপনি প্রচুর শিক্ষামূলক বই পাবেন যা শিশুদের জন্য অনেক উপকারী হবে এই বন্ধের দিন গুলোতে।
চলুন দেখে নেয়া যাক কেন ব্যবহার করবেন Audible Stories এবং এর কিছু সুবিধা
আমি আশা করছি Amazon এর এই উদ্যোগটি চমৎকার, কারণ তারা এখানে বিভিন্ন বয়সের মানুষের জন্য গল্পের ব্যবস্থা রেখেছে। Audible Stories ব্যবহার করে শিশুদের পাশাপাশি বিভিন্ন বয়েসের মানুষেরাও শুনতে পারবেন চমৎকার সব স্টোরি গুলো।
কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের জানান আপনার কাছে কেমন লেগেছে এই ওয়েব-টুলটি।
পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাঁচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।